অনলাইন ডেস্ক
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
৩ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
৫ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
৭ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
৮ ঘণ্টা আগে