Ajker Patrika

হোয়াটসঅ্যাপে ‘অটোপ্লে’ হবে ‘জিফ’ ইমেজ

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৩, ১২: ৩২
হোয়াটসঅ্যাপে ‘অটোপ্লে’ হবে ‘জিফ’ ইমেজ

হোয়াটসঅ্যাপের মেসেজ জিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ পাঠানোর সুবিধা রয়েছে অনেক দিন ধরেই। তবে এটিকে একটি ভিডিও হিসেবেই ধরে নেয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে জিফ ইমেজ চালু করতে হলে এটির ওপর আলাদা করে টাচ করতে হয় ব্যবহারকারীদের। তবে এর ফলে জিফ ইমেজ পাঠানোর আনন্দ থাকে না বলে জানান অনেক ব্যবহারকারী। তবে এবার ‘জিফ’ ইমেজ স্বয়ংক্রিয়ভাবে চলার বা অটোপ্লে’র সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৩.১.২ -এ নতুন এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে। নতুন এই সুবিধায় শুধু প্রথমবার ‘অটো-প্লে’ হবে জিফ ইমেজ। দ্বিতীয়বার এই জিফ ইমেজ দেখতে চাইলে টাচ করে চালু করতে হবে।

এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘রিপ্লাই’ ফিচার। এই ফিচারের ফলে কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কল এলে শুধু ফোন ধরা বা কেটে দেওয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এই দুটি অপশনের সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কল না ধরার নানা কারণ।

পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত