প্রযুক্তি ডেস্ক
টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।
টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২ দিন আগে