Ajker Patrika

নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রাখা যাবে সংগ্রহে

প্রযুক্তি ডেস্ক
নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রাখা যাবে সংগ্রহে

ব্যবহারকারীদের জন্য নিয়মিতই বিভিন্ন ফিচার আনছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় ‘স্ট্যাটাস আর্কাইভ’- এর ফিচার নিয়ে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন এই সুবিধার মাধ্যমে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সংগ্রহে রাখার পাশাপাশি পরবর্তীতে এগুলো আবার শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওয়েবেটাইনফো নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। যেখানে দেখা যায়, ফিচারটি চালু হওয়ার পর ‘স্ট্যাটাস’ ট্যাবে একটি ‘ব্যানার’ দেখা যাবে। যা দেখে নিজের অ্যাকাউন্টে ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধাটি চালু হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিলে তা সাধারণত ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ ফিচার চালু হলে ব্যবহারকারীরা সেই স্ট্যাটাস রয়ে যাবে সংগ্রহে। ফলে পুরোনো স্ট্যাটাসগুলো আবার শেয়ারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। স্ট্যাটাসগুলো ৩০ দিনের জন্য সংরক্ষিত থাকবে। আপাতত অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে চালু হয়েছে এই ফিচারটি। 

এদিকে, হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ে যুক্ত হচ্ছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা। ফলে ভিডিও কল চলাকালীন ভিডিওকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে নিজের ফোনের স্ক্রিন দেখানো যাবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় কল কন্ট্রোল ভিউতে নতুন আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা। আইকনটিতে ক্লিক করলে ফোনের পর্দায় চালু থাকা সব তথ্য বা ছবি দেখতে পারবেন ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারী। স্ক্রিন শেয়ার সুবিধা বন্ধ রাখা যাবে। তবে ভিডিও কলের সময় চাইলেই স্ক্রিন শেয়ার করা যাবে না। এ জন্য অপর প্রান্তে থাকা ব্যক্তির অনুমতি নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত