প্রযুক্তি ডেস্ক
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতো শর্ট ভিডিও গ্রাহকেরা আপ করতে পারবেন।মোবাইলের মাধ্যমে যারা ছোট ছোট ভিডিও করে তাঁদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ইউটিউব এই শর্ট ভিডিও এর দিকে মনোযোগী হয়েছে। ১৫ সেকেন্ড বা তার চেয়ে কম দৈর্ঘ্যের ভিডিও দারুণভাবে আপ করা যাবে ইউটিউব শর্টসের মাধ্যমে।
ইউটিউব শর্টসের নানারকমের ফিচার রয়েছে। এই ফিচারের মধ্যে একটি হলো অনেকগুলো ভিডিওকে একটি ভিডিও বানিয়ে আপলোড করা। আরও আছে স্পিড কন্ট্রোল করার ফিচার। এই স্পিড কন্ট্রোলের মাধ্যমে পারফর্মকারীর গান বা নাচের সঙ্গে অডিও ম্যাচ করিয়ে নিয়ে আপ দেওয়া যাবে পুরো অডিও–ভিজুয়্যালটি। পাশাপাশি আছে টাইমার এবং কাউন্টডাউন সুবিধা। এই টাইমার এবং কাউন্টডাউন সহজে ভিডিও ধারণ করতে সাহায্য করে।
এ ছাড়াও গ্যালারির ভিডিও যুক্ত করা যাবে ইউটিউব শর্টস ক্যামেরায়। পাশাপাশি ক্যাপশন যোগ করা , ইফেক্ট যুক্ত করা , ফিল্টার সুবিধা এবং আরও বেশ কিছু ফিচার রয়েছে এই ইউটিউব শর্টসে।
ইউটিউব শর্টস দিচ্ছে ইউটিউবের মতো বিশাল ভিডিও লাইব্রেরি যুক্ত করার সুবিধা। ফলে ভিডিও লাইব্রেরির সহযোগিতা নিয়ে ছোট ছোট অনেক ভিডিও গ্রাহকেরা আপ করতে পারবে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে উন্মুক্ত করা হয়েছে ‘ইউটিউব শর্টস’। মূলত টিকটকের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব থেকেই টিকটকের মতো এই পরিষেবা নিয়ে এসেছে ইউটিউব।বাংলাদেশ থেকে গ্রাহকেরা এখন ইউটিউব শর্টসের মাধ্যমে ভিডিও আপ করতে পারছে। ভিডিও লাইব্রেরির প্রাচুর্য্যই ইউটিউবকে লাইকির সঙ্গে প্রতিযোগিতা করতে বিশেষ সুবিধা দিচ্ছে।
ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতো শর্ট ভিডিও গ্রাহকেরা আপ করতে পারবেন।মোবাইলের মাধ্যমে যারা ছোট ছোট ভিডিও করে তাঁদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ইউটিউব এই শর্ট ভিডিও এর দিকে মনোযোগী হয়েছে। ১৫ সেকেন্ড বা তার চেয়ে কম দৈর্ঘ্যের ভিডিও দারুণভাবে আপ করা যাবে ইউটিউব শর্টসের মাধ্যমে।
ইউটিউব শর্টসের নানারকমের ফিচার রয়েছে। এই ফিচারের মধ্যে একটি হলো অনেকগুলো ভিডিওকে একটি ভিডিও বানিয়ে আপলোড করা। আরও আছে স্পিড কন্ট্রোল করার ফিচার। এই স্পিড কন্ট্রোলের মাধ্যমে পারফর্মকারীর গান বা নাচের সঙ্গে অডিও ম্যাচ করিয়ে নিয়ে আপ দেওয়া যাবে পুরো অডিও–ভিজুয়্যালটি। পাশাপাশি আছে টাইমার এবং কাউন্টডাউন সুবিধা। এই টাইমার এবং কাউন্টডাউন সহজে ভিডিও ধারণ করতে সাহায্য করে।
এ ছাড়াও গ্যালারির ভিডিও যুক্ত করা যাবে ইউটিউব শর্টস ক্যামেরায়। পাশাপাশি ক্যাপশন যোগ করা , ইফেক্ট যুক্ত করা , ফিল্টার সুবিধা এবং আরও বেশ কিছু ফিচার রয়েছে এই ইউটিউব শর্টসে।
ইউটিউব শর্টস দিচ্ছে ইউটিউবের মতো বিশাল ভিডিও লাইব্রেরি যুক্ত করার সুবিধা। ফলে ভিডিও লাইব্রেরির সহযোগিতা নিয়ে ছোট ছোট অনেক ভিডিও গ্রাহকেরা আপ করতে পারবে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে উন্মুক্ত করা হয়েছে ‘ইউটিউব শর্টস’। মূলত টিকটকের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব থেকেই টিকটকের মতো এই পরিষেবা নিয়ে এসেছে ইউটিউব।বাংলাদেশ থেকে গ্রাহকেরা এখন ইউটিউব শর্টসের মাধ্যমে ভিডিও আপ করতে পারছে। ভিডিও লাইব্রেরির প্রাচুর্য্যই ইউটিউবকে লাইকির সঙ্গে প্রতিযোগিতা করতে বিশেষ সুবিধা দিচ্ছে।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
১১ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১৩ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১৪ ঘণ্টা আগে