Ajker Patrika

চালক ছাড়াই ৭০ কিলোমিটার চলল ট্রেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩৯
চালক ছাড়াই ৭০ কিলোমিটার চলল ট্রেন

কোনো যানবাহন চালক ছাড়া চলার কথা কি ভাবতে পারেন আপনি? কেমন অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে একটি ট্রেনের বেলায়। এক-দুই কিলোমিটার নয়, ৭০ কিলোমিটার এটি ছুটেছে চালক ছাড়া। আর কী আশ্চর্য! এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। 

পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। মালগাড়িটির চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে। 

এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতিতে একটির পর একটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল। 

রেলওয়ে বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি। 

রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য। 

রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে। 

ভারতে চালক ছাড়াই ৭০ কিলোমিটার চলে একটি ট্রেন। ছবি: সংগৃহীতচলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, ‘একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।’ 

কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত