অনলাইন ডেস্ক
কোনো যানবাহন চালক ছাড়া চলার কথা কি ভাবতে পারেন আপনি? কেমন অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে একটি ট্রেনের বেলায়। এক-দুই কিলোমিটার নয়, ৭০ কিলোমিটার এটি ছুটেছে চালক ছাড়া। আর কী আশ্চর্য! এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। মালগাড়িটির চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতিতে একটির পর একটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল।
রেলওয়ে বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি।
রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য।
রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে।
চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, ‘একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।’
কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
কোনো যানবাহন চালক ছাড়া চলার কথা কি ভাবতে পারেন আপনি? কেমন অবিশ্বাস্য শোনালেও এমন ঘটনা ঘটেছে একটি ট্রেনের বেলায়। এক-দুই কিলোমিটার নয়, ৭০ কিলোমিটার এটি ছুটেছে চালক ছাড়া। আর কী আশ্চর্য! এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। মালগাড়িটির চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দ্রুতগতিতে একটির পর একটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল।
রেলওয়ে বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি।
রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য।
রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে।
চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, ‘একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।’
কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
২ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৫ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৭ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৮ দিন আগে