ইশতিয়াক হাসান
অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যগুলোর একটি। দুরারোহ পর্বত, গভীর বনানী, জলপ্রপাত এবং দৃষ্টিনন্দন সব গ্রামের জন্য জায়গাটি বিখ্যাত। তবে এর আরেকটি বড় আকর্ষণ আছে, সেটি পর্বতের বুক চিরে চলে যাওয়া অবিশ্বাস্যরকম খাড়া এক রেলপথ। গিনেস বুকের হিসাবেও এটি সবচেয়ে খাড়া ঢালের রেলপথ। বুঝতেই পারছেন, প্রকৃতি দেখতে দেখতে কেমন গা কাঁটা দেওয়া রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হয় এই রেলপথে ভ্রমণ করা পর্যটকদের।
দ্য কাটুম্বা সিনিক রেলওয়ে সিনিক ওয়ার্ল্ড নামের একটি ব্যক্তিমালিকানাধীন পর্যটন কেন্দ্রের অংশ। নিউ সাউথ উয়েলস রাজ্যের সীমানায় পড়েছে পর্যটনকেন্দ্রটি। মূল রেলপথটি স্থাপন করা হয় উনিশ শতকের শেষ দিকে। তবে তখন এর উদ্দেশ্য মোটেই যাত্রী পরিবহন ছিল না। কয়লা খনির মালামাল টানাই ছিল এই রেলপথে চলাচল করা ট্রেন বা বগিগুলোর কাজ।
১৯৪৫ সালে খনি বন্ধ হয়ে গেলে হ্যামিল্টন পরিবারের হাতে আসে রেলওয়েটি। তারপর এর চরিত্র বদলে যায়। মালামালের বদলে পর্যটকদের ব্লু মাউন্টেনের গহিনে রোমাঞ্চকর ভ্রমণে নিয়ে যেতে থাকে। তারপর থেকে কয়েক কোটি পর্যটক উঠেছেন এতে।
মজার ঘটনা, ‘সিনিক রেলওয়ে’ নামে পরিচিত এই রেলওয়ে জনপ্রিয়তা পায় উনিশ শতকের শেষের দিকে। ইংল্যান্ডের সাগরতীরের মেলা বা কার্নিভালের বিভিন্ন রোমাঞ্চকর রাইডকে এই নামে পরিচয় করিয়ে দেওয়া হতো। এই ট্রেনের বগিগুলো রেলের সাধারণ বগির মতোই। তবে পার্থক্য হলো, রোমাঞ্চকর ঢাল অতিক্রম করতে হয় ট্রেনটিকে। ২০১৩ সালে বেশ উন্নয়ন করা হয় রেলওয়েটির।
আগেই বলেছি, রেলপথটি অবিশ্বাস্যরকম খাড়া। এটি খোলা ভূখণ্ডের মধ্য দিয়ে ৫২° (১২৮ %) কোণে ওপরের দিকে ওঠে এবং নিচে নামে। প্রায় ৩১০ মিটারের (১ হাজার ০১৭ ফুট) এই রেলপথে গভীর একটি সুড়ঙ্গের মধ্য দিয়েও ভ্রমণের সুযোগ হয় পর্যটকদের। সুড়ঙ্গপথ থেকে বের হয়ে যাত্রা শেষ হয় জেমিসন উপত্যকায়।
বিশ্বের সবচেয়ে খাড়া পথে ট্রেনযাত্রার খেতাবটির জয়ের জন্য সিনিক রেলওয়ের প্রতিদ্বন্দ্বী ছিল সুইজারল্যান্ডের স্টুসবান রেলওয়ে। স্টুসবান রেলপথ সর্বোচ্চ ৪৭.৭° (১১০ %) কোণে উঠেছে। অর্থাৎ, সে হিসাবে এর সিনিক রেলওয়ের পেছনে পড়ার কথা। কিন্তু তার পরও একে বিশ্বের সবচেয়ে খাড়া ট্রেন হিসেবেও চিহ্নিত করা হয়। সমস্যা হলো, একটি কপিকল বা উইঞ্চ সিস্টেম ব্যবহার করা হয় সিনিক রেলওয়ের ক্ষেত্রে। তাই এটি প্রযুক্তিগতভাবে খাড়া পথে ওঠা কোনো ট্রেন নয়, বরং লিফট।
তবে সবচেয়ে খাড়া পথে ট্রেনযাত্রার রেকর্ডটি নিজের ঝুলিতে পুরতে না পারলে কি হবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে ‘সবচেয়ে খাড়া রেলওয়ে ঢাল’ বা ‘সবচেয়ে খাড়া রেলপথে’র মর্যাদা দিয়েছে।
আজব এই ট্রেন বা লিফট যাই বলুন না কেন, এর যাত্রাটা খুব বড় নয়। আসা-যাওয়ায় সময় লাগবে পাঁচ মিনিট করে মোটে দশ মিনিট। তবে এই অল্প সময়ে যে রোমাঞ্চ অনুভব করবেন, তা ভুলবেন না বহু দিন। আর একবার অস্ট্রেলিয়া পৌঁছে গেলে সেখানে যাওয়া খুব কঠিন কিছু নয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রাণকেন্দ্র থেকে ১০০ কিলোমিটারের কিছু বেশি দূরত্ব সিনিক ওয়ার্ল্ডের। ঢালু রেলপথ ছাড়াও এখানকার অন্য আকর্ষণগুলোর মধ্যে আছ কেবলওয়ে, স্কাইওয়ে, ওয়াকওয়ে। তবে শুধু এমন একটি অবিশ্বাস্য রেলপথে ভ্রমণের জন্যই মনে হয় যাওয়া যায় জায়গাটিতে।
সূত্র: দ্য ট্রাভেল ডট কম, সিনিক ওয়ার্ল্ড ডট কম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যগুলোর একটি। দুরারোহ পর্বত, গভীর বনানী, জলপ্রপাত এবং দৃষ্টিনন্দন সব গ্রামের জন্য জায়গাটি বিখ্যাত। তবে এর আরেকটি বড় আকর্ষণ আছে, সেটি পর্বতের বুক চিরে চলে যাওয়া অবিশ্বাস্যরকম খাড়া এক রেলপথ। গিনেস বুকের হিসাবেও এটি সবচেয়ে খাড়া ঢালের রেলপথ। বুঝতেই পারছেন, প্রকৃতি দেখতে দেখতে কেমন গা কাঁটা দেওয়া রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হয় এই রেলপথে ভ্রমণ করা পর্যটকদের।
দ্য কাটুম্বা সিনিক রেলওয়ে সিনিক ওয়ার্ল্ড নামের একটি ব্যক্তিমালিকানাধীন পর্যটন কেন্দ্রের অংশ। নিউ সাউথ উয়েলস রাজ্যের সীমানায় পড়েছে পর্যটনকেন্দ্রটি। মূল রেলপথটি স্থাপন করা হয় উনিশ শতকের শেষ দিকে। তবে তখন এর উদ্দেশ্য মোটেই যাত্রী পরিবহন ছিল না। কয়লা খনির মালামাল টানাই ছিল এই রেলপথে চলাচল করা ট্রেন বা বগিগুলোর কাজ।
১৯৪৫ সালে খনি বন্ধ হয়ে গেলে হ্যামিল্টন পরিবারের হাতে আসে রেলওয়েটি। তারপর এর চরিত্র বদলে যায়। মালামালের বদলে পর্যটকদের ব্লু মাউন্টেনের গহিনে রোমাঞ্চকর ভ্রমণে নিয়ে যেতে থাকে। তারপর থেকে কয়েক কোটি পর্যটক উঠেছেন এতে।
মজার ঘটনা, ‘সিনিক রেলওয়ে’ নামে পরিচিত এই রেলওয়ে জনপ্রিয়তা পায় উনিশ শতকের শেষের দিকে। ইংল্যান্ডের সাগরতীরের মেলা বা কার্নিভালের বিভিন্ন রোমাঞ্চকর রাইডকে এই নামে পরিচয় করিয়ে দেওয়া হতো। এই ট্রেনের বগিগুলো রেলের সাধারণ বগির মতোই। তবে পার্থক্য হলো, রোমাঞ্চকর ঢাল অতিক্রম করতে হয় ট্রেনটিকে। ২০১৩ সালে বেশ উন্নয়ন করা হয় রেলওয়েটির।
আগেই বলেছি, রেলপথটি অবিশ্বাস্যরকম খাড়া। এটি খোলা ভূখণ্ডের মধ্য দিয়ে ৫২° (১২৮ %) কোণে ওপরের দিকে ওঠে এবং নিচে নামে। প্রায় ৩১০ মিটারের (১ হাজার ০১৭ ফুট) এই রেলপথে গভীর একটি সুড়ঙ্গের মধ্য দিয়েও ভ্রমণের সুযোগ হয় পর্যটকদের। সুড়ঙ্গপথ থেকে বের হয়ে যাত্রা শেষ হয় জেমিসন উপত্যকায়।
বিশ্বের সবচেয়ে খাড়া পথে ট্রেনযাত্রার খেতাবটির জয়ের জন্য সিনিক রেলওয়ের প্রতিদ্বন্দ্বী ছিল সুইজারল্যান্ডের স্টুসবান রেলওয়ে। স্টুসবান রেলপথ সর্বোচ্চ ৪৭.৭° (১১০ %) কোণে উঠেছে। অর্থাৎ, সে হিসাবে এর সিনিক রেলওয়ের পেছনে পড়ার কথা। কিন্তু তার পরও একে বিশ্বের সবচেয়ে খাড়া ট্রেন হিসেবেও চিহ্নিত করা হয়। সমস্যা হলো, একটি কপিকল বা উইঞ্চ সিস্টেম ব্যবহার করা হয় সিনিক রেলওয়ের ক্ষেত্রে। তাই এটি প্রযুক্তিগতভাবে খাড়া পথে ওঠা কোনো ট্রেন নয়, বরং লিফট।
তবে সবচেয়ে খাড়া পথে ট্রেনযাত্রার রেকর্ডটি নিজের ঝুলিতে পুরতে না পারলে কি হবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে ‘সবচেয়ে খাড়া রেলওয়ে ঢাল’ বা ‘সবচেয়ে খাড়া রেলপথে’র মর্যাদা দিয়েছে।
আজব এই ট্রেন বা লিফট যাই বলুন না কেন, এর যাত্রাটা খুব বড় নয়। আসা-যাওয়ায় সময় লাগবে পাঁচ মিনিট করে মোটে দশ মিনিট। তবে এই অল্প সময়ে যে রোমাঞ্চ অনুভব করবেন, তা ভুলবেন না বহু দিন। আর একবার অস্ট্রেলিয়া পৌঁছে গেলে সেখানে যাওয়া খুব কঠিন কিছু নয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির প্রাণকেন্দ্র থেকে ১০০ কিলোমিটারের কিছু বেশি দূরত্ব সিনিক ওয়ার্ল্ডের। ঢালু রেলপথ ছাড়াও এখানকার অন্য আকর্ষণগুলোর মধ্যে আছ কেবলওয়ে, স্কাইওয়ে, ওয়াকওয়ে। তবে শুধু এমন একটি অবিশ্বাস্য রেলপথে ভ্রমণের জন্যই মনে হয় যাওয়া যায় জায়গাটিতে।
সূত্র: দ্য ট্রাভেল ডট কম, সিনিক ওয়ার্ল্ড ডট কম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে