অনলাইন ডেস্ক
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে