অনলাইন ডেস্ক
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪