অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে এক মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে তাঁর মৃতদেহ নিয়ে ব্যাংকে হাজির হয়েছিলেন দুই নারী। তাঁরা টাকা তুলতেও পেরেছেন। টাকা তোলার পরই মৃতদেহটি হাসপাতালে ফেলে আসেন তাঁরা। অভিনব এই ঘটনা ঘটেছে ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয়, দুজন নারী একটি মৃতদেহ অ্যাশটাবুলা কাউন্টি মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ফেলে গেছেন। কিন্তু মৃতের বা ওই দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়নি। কয়েক ঘণ্টা পরে, দুই নারীর একজন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানান, মৃত ব্যক্তিটি অ্যাশটাবুলার বাসিন্দা ৮০ বছর বয়সী ডোগলাস লেম্যান।
পুলিশ লেম্যানের বাড়িতে যোগাযোগ করে এবং ক্যাশবোম ও ফেরালোর সঙ্গে কথা বলে। তাঁরা জানান, তাঁরা তিনজন একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং ওই দিনই লেম্যান মারা যান। দুই নারী লেম্যানকে গাড়ির সামনের আসনে বসান এবং নিকটস্থ ব্যাংকে নিয়ে যান।
অ্যাশটাবুলা পুলিশ প্রধান রবার্ট স্টেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, লেম্যানের মৃতদেহটি গাড়িতে এমনভাবে বসানো ছিল যেন ব্যাংকের কর্মীরা তাঁকে দেখতে পায়। এর আগেও লেম্যান সঙ্গে থাকলেই ব্যাংক তাদের টাকা তোলার অনুমতি দিয়েছে। সেদিনও তাঁরা লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন।
পুলিশ বলছে, দুই নারীর মধ্যে একজন কয়েক বছর ধরে লেম্যানের সঙ্গে লিম–ইন সম্পর্কে ছিলেন এবং আরেকজন কয়েকমাস ধরে ওই বাড়িতে থাকা শুরু করেছেন। অভিযুক্তরা বলেন, তারা প্রায়ই লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন।
গত ৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে ওই দুই নারীর বিরুদ্ধে মৃতদেহের অপব্যবহার ও সুরক্ষিত শ্রেণির ব্যক্তি থেকে চুরির মামলা দায়ের করা হয়। অ্যাশটাবুলা মিউনিসিপ্যাল আদালতের নথি অনুসারে, অভিযুক্ত দুই নারী হলেন, ক্যারেন ক্যাশবোম (৬৩) এবং লোরিন বি ফেরালো (৫৫)।
ক্যাশবোমকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে ৫ হাজার ডলারের বন্ড সই করা হয়। ফেরালোর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচারকার্য চালানো হবে। তাঁদের পক্ষে কোনো কৌঁসুলি আছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে এক মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে তাঁর মৃতদেহ নিয়ে ব্যাংকে হাজির হয়েছিলেন দুই নারী। তাঁরা টাকা তুলতেও পেরেছেন। টাকা তোলার পরই মৃতদেহটি হাসপাতালে ফেলে আসেন তাঁরা। অভিনব এই ঘটনা ঘটেছে ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয়, দুজন নারী একটি মৃতদেহ অ্যাশটাবুলা কাউন্টি মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ফেলে গেছেন। কিন্তু মৃতের বা ওই দুই নারীর পরিচয় শনাক্ত করা হয়নি। কয়েক ঘণ্টা পরে, দুই নারীর একজন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানান, মৃত ব্যক্তিটি অ্যাশটাবুলার বাসিন্দা ৮০ বছর বয়সী ডোগলাস লেম্যান।
পুলিশ লেম্যানের বাড়িতে যোগাযোগ করে এবং ক্যাশবোম ও ফেরালোর সঙ্গে কথা বলে। তাঁরা জানান, তাঁরা তিনজন একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং ওই দিনই লেম্যান মারা যান। দুই নারী লেম্যানকে গাড়ির সামনের আসনে বসান এবং নিকটস্থ ব্যাংকে নিয়ে যান।
অ্যাশটাবুলা পুলিশ প্রধান রবার্ট স্টেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, লেম্যানের মৃতদেহটি গাড়িতে এমনভাবে বসানো ছিল যেন ব্যাংকের কর্মীরা তাঁকে দেখতে পায়। এর আগেও লেম্যান সঙ্গে থাকলেই ব্যাংক তাদের টাকা তোলার অনুমতি দিয়েছে। সেদিনও তাঁরা লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন।
পুলিশ বলছে, দুই নারীর মধ্যে একজন কয়েক বছর ধরে লেম্যানের সঙ্গে লিম–ইন সম্পর্কে ছিলেন এবং আরেকজন কয়েকমাস ধরে ওই বাড়িতে থাকা শুরু করেছেন। অভিযুক্তরা বলেন, তারা প্রায়ই লেম্যানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন।
গত ৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের অ্যাশটাবুলা কাউন্টিতে ওই দুই নারীর বিরুদ্ধে মৃতদেহের অপব্যবহার ও সুরক্ষিত শ্রেণির ব্যক্তি থেকে চুরির মামলা দায়ের করা হয়। অ্যাশটাবুলা মিউনিসিপ্যাল আদালতের নথি অনুসারে, অভিযুক্ত দুই নারী হলেন, ক্যারেন ক্যাশবোম (৬৩) এবং লোরিন বি ফেরালো (৫৫)।
ক্যাশবোমকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে ৫ হাজার ডলারের বন্ড সই করা হয়। ফেরালোর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচারকার্য চালানো হবে। তাঁদের পক্ষে কোনো কৌঁসুলি আছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করছে পুলিশ।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে