অনলাইন ডেস্ক
দুই বছর ধরে একটি পাথুরে সৈকতে আটকে ছিল ভেড়াটি। বলা চলে, সে ছিল যুক্তরাজ্যের সবচেয়ে ‘নিঃসঙ্গ’ ভেড়া। রোমাঞ্চকর এক অভিযানে উদ্ধার করা হয়েছে তাকে। ভারী সরঞ্জাম ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের একটি দল উদ্ধার করে স্ত্রী ভেড়াটিকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
ভেড়াটির নাম দেওয়া হয়েছে ফিওনা। এটি এখন সুস্থ আছে এবং স্কটিশ একটি খামারে নিয়ে যাওয়া হয়েছে।
দ্য স্কটিশ সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (এসএসপিসিএ) আগে জানিয়েছিল, এলাকাটির পাথুরে পরিবেশের কারণে ভেড়াটি উদ্ধার করার কাজ জটিল হবে।
তীরের পাথুরে পাহাড়ের কারণে কোনো নৌকা ভেড়ানোও ছিল অসম্ভব এক ব্যাপার।
শেষ পর্যন্ত ভেড়ার লোম কাটায় দক্ষ ক্যামি উইলসনের নেতৃত্বে পাঁচজন কৃষকের একটি দল বিভিন্ন সরঞ্জামের সাহায্য নিয়ে ফিওনাকে খাড়া ঢাল ধরে তুলতে সক্ষম হয়। উদ্ধারকারীরা খাড়া পাহাড়ের ওপর পার্ক করা ট্রাকে রাখা একটি কপিকল, ২০০ মিটার দড়ি এবং একটি ফিড ব্যাগ (ঘোড়াসহ বিভিন্ন পশুর মুখ আটকে রাখার একধরনের ব্যাগ) ব্যবহার করে অসাধারণ এই অভিযানে অংশ নেন।
পাঁচজনের মধ্যে দুজন ওপরে ছিলেন কপিকলটি নিয়ন্ত্রণের জন্য। এদিকে বাকিরা খাড়া পাথুরে পাহাড় বেয়ে ২৫০ মিটার নেমে যান এবং সেখানে একটি গুহায় ফিওনাকে খুঁজে পান। ওটাকে কপিকলের সাহায্যে ওপরে নিয়ে আসেন তাঁরা।
উইলসনের চ্যানেল দ্য শিপ গেমের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়, ‘আমরা তার নাম ফিওনা রেখেছি। সে এখন নিরাপদ এবং ভালো আছে। একটি সুপরিচিত স্কটিশ খামারে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।’
গত দুই বছর স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে আটকে থাকা ফিওনাকে উদ্ধারের পর স্বাস্থ্য পরিদর্শকেরা পরীক্ষা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। ফিওনাকে এখন স্কটল্যান্ডের ডামফ্রিজের ডালস্কোন ফার্মে দেখাশোনা করা হচ্ছে।
প্রাণীটিকে কায়াকিং করার সময় প্রথম আবিষ্কার করেন জিলিয়ান টার্নার নামের এক নারী, ২০২১ সালে। এ বছর জায়গাটিতে ফিরে এসে ভেড়াটিকে আগের জায়গাতেই দেখতে পান।
তিনি জানান, একে সব ধরনের আবহাওয়ার মধ্যেই টিকে থাকতে দেখে বিস্মিত হয়েছিলেন। যখন ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন যোগাযোগ করতে যেন মরিয়া হয়েছিল ওটা। এটার লোম এতই বড় হয়ে যায় যে ওটার পক্ষে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়েছিল।
সাদারল্যান্ডের বাসিন্দা টার্নার বলেন, তিনি ভেবেছিলেন, ওটা পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠে যেতে পারবে।
কিন্তু গত মাসে যখন তিনি ওই দুর্গম অঞ্চলে ফিরে আসেন, তখন আতঙ্কিত হয়ে দেখেন যে প্রাণীটি এখনো সেখানে আটকে আছে। এর দুর্দশা তুলে ধরার জন্য ছবি তোলার পরে তিনি সাহায্যের জন্য আবেদন করেন।
উইলসন এবং তাঁর দল গ্রায়েম পার্কার, জেমস পার্কার, অ্যালস কুজেনস ও অ্যালি উইলিয়ামসন এতে সাড়া দেন। দুর্গম এলাকায় ভেড়াটি অবস্থান করার পরও একে মুক্ত করতে তাঁরা বদ্ধপরিকর ছিলেন।
উদ্ধারকারী দল অ্যানিমেটেড ফিল্ম শ্রেকের একটি চরিত্রের নামে ভেড়ার নাম ফিওনা রাখার সিদ্ধান্ত নেন। ছবির কেন্দ্রীয় চরিত্র শ্রেক ফিওনা নামের ওই রাজকন্যাকে বিয়ে করে।
উইলসন ব্যাখ্যা করেন, ‘অস্ট্রেলিয়ায় শ্রেক নামে একটি ভেড়া ছিল, যেটি বহু বছর ধরে গুহায় বাস করছিল। এটি এর স্কটিশ সংস্করণ।’
ফিওনা কীভাবে সৈকতে এল, তা অবশ্য রহস্যই রয়ে গেছে। কারণ, স্থানীয় কৃষকদের এই জাতের কোনো ভেড়া নেই।
একজন কৃষক পাহাড়ি এলাকাটির ড্রোনে তোলা কিছু ভিডিও দিয়ে উদ্ধারকারীদের পরিকল্পনা করতে সাহায্য করেন।
ফিওনাও উদ্ধারকাজে তার ভূমিকা চমৎকারভাবে পালন করেছিল। উইলসন ব্যাখ্যা করেন, ‘ওটা খুব শান্ত ছিল, এটি রীতিমতো অবিশ্বাস্য।’ ভেড়াটির মধ্যে কোনো আতঙ্ক চোখে পড়েনি বলে জানান তিনি।
তিনি ওঠার পথে ১৫ মিটারের একটি অংশ পেরোনো সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল বলে জানান। ফিওনাকে বহনকারী ব্যাগটি ছিঁড়ে যেতে পারে এমন একটি চিন্তা পেয়ে বসেছিল তাঁদের।
উইলসন জানান, নিশ্চিতভাবেই ভাগ্যের সহায়তা পেয়েছেন। কোনো ভুল ছাড়াই কাজটি শেষ করা গেছে। ভেড়াটি সুখী এবং সুস্থ থাকাটাও ছিল বড় একটি ব্যাপার।
দলটি উদ্ধার তদারক করতে এবং ভেড়ার অবস্থা পরীক্ষা করার জন্য স্কটিশ এসপিসিএর সঙ্গে যোগাযোগ করেছিল। ফিওনাকে গত রাতে প্রায় ২৭০ মাইল দক্ষিণে ডামফ্রিজের ডালস্কোন ফার্ম অ্যানিমেল পার্কে তার নতুন আবাসস্থলে নিয়ে যাওয়া হয়।
স্কটিশ এসপিসিএর একজন মুখপাত্র বলেন, ‘পর্বতারোহণে পারদর্শী একটি দল ভেড়াটি যেখানে আটকা পড়েছিল, সেখানে নেমে উদ্ধারের চেষ্টা করছিল। আমাদের কাছে একে উদ্ধারের মতো সরঞ্জাম ছিল না, তাই আমরা নিজেরা উদ্ধারের সঙ্গে জড়িত ছিলাম না।’
‘দলটি স্ত্রী ভেড়াটিকে তুলে এনেছিল এবং আমাদের পরিদর্শক তাকে পরীক্ষা করেছিলেন।’ বলেন স্কটিশ এসপিসিএর ওই মুখপাত্র, ‘সৌভাগ্যক্রমে লোম কাটার প্রয়োজন ছাড়া ভেড়াটি ভালো অবস্থায় আছে। আমরা আনন্দিত যে ভেড়া নিরাপদে এবং ভালো আছে, নতুন একটি জীবন শুরু করতে প্রস্তুত।’
দুই বছর ধরে একটি পাথুরে সৈকতে আটকে ছিল ভেড়াটি। বলা চলে, সে ছিল যুক্তরাজ্যের সবচেয়ে ‘নিঃসঙ্গ’ ভেড়া। রোমাঞ্চকর এক অভিযানে উদ্ধার করা হয়েছে তাকে। ভারী সরঞ্জাম ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের একটি দল উদ্ধার করে স্ত্রী ভেড়াটিকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
ভেড়াটির নাম দেওয়া হয়েছে ফিওনা। এটি এখন সুস্থ আছে এবং স্কটিশ একটি খামারে নিয়ে যাওয়া হয়েছে।
দ্য স্কটিশ সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (এসএসপিসিএ) আগে জানিয়েছিল, এলাকাটির পাথুরে পরিবেশের কারণে ভেড়াটি উদ্ধার করার কাজ জটিল হবে।
তীরের পাথুরে পাহাড়ের কারণে কোনো নৌকা ভেড়ানোও ছিল অসম্ভব এক ব্যাপার।
শেষ পর্যন্ত ভেড়ার লোম কাটায় দক্ষ ক্যামি উইলসনের নেতৃত্বে পাঁচজন কৃষকের একটি দল বিভিন্ন সরঞ্জামের সাহায্য নিয়ে ফিওনাকে খাড়া ঢাল ধরে তুলতে সক্ষম হয়। উদ্ধারকারীরা খাড়া পাহাড়ের ওপর পার্ক করা ট্রাকে রাখা একটি কপিকল, ২০০ মিটার দড়ি এবং একটি ফিড ব্যাগ (ঘোড়াসহ বিভিন্ন পশুর মুখ আটকে রাখার একধরনের ব্যাগ) ব্যবহার করে অসাধারণ এই অভিযানে অংশ নেন।
পাঁচজনের মধ্যে দুজন ওপরে ছিলেন কপিকলটি নিয়ন্ত্রণের জন্য। এদিকে বাকিরা খাড়া পাথুরে পাহাড় বেয়ে ২৫০ মিটার নেমে যান এবং সেখানে একটি গুহায় ফিওনাকে খুঁজে পান। ওটাকে কপিকলের সাহায্যে ওপরে নিয়ে আসেন তাঁরা।
উইলসনের চ্যানেল দ্য শিপ গেমের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়, ‘আমরা তার নাম ফিওনা রেখেছি। সে এখন নিরাপদ এবং ভালো আছে। একটি সুপরিচিত স্কটিশ খামারে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।’
গত দুই বছর স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে আটকে থাকা ফিওনাকে উদ্ধারের পর স্বাস্থ্য পরিদর্শকেরা পরীক্ষা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। ফিওনাকে এখন স্কটল্যান্ডের ডামফ্রিজের ডালস্কোন ফার্মে দেখাশোনা করা হচ্ছে।
প্রাণীটিকে কায়াকিং করার সময় প্রথম আবিষ্কার করেন জিলিয়ান টার্নার নামের এক নারী, ২০২১ সালে। এ বছর জায়গাটিতে ফিরে এসে ভেড়াটিকে আগের জায়গাতেই দেখতে পান।
তিনি জানান, একে সব ধরনের আবহাওয়ার মধ্যেই টিকে থাকতে দেখে বিস্মিত হয়েছিলেন। যখন ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন যোগাযোগ করতে যেন মরিয়া হয়েছিল ওটা। এটার লোম এতই বড় হয়ে যায় যে ওটার পক্ষে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়েছিল।
সাদারল্যান্ডের বাসিন্দা টার্নার বলেন, তিনি ভেবেছিলেন, ওটা পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠে যেতে পারবে।
কিন্তু গত মাসে যখন তিনি ওই দুর্গম অঞ্চলে ফিরে আসেন, তখন আতঙ্কিত হয়ে দেখেন যে প্রাণীটি এখনো সেখানে আটকে আছে। এর দুর্দশা তুলে ধরার জন্য ছবি তোলার পরে তিনি সাহায্যের জন্য আবেদন করেন।
উইলসন এবং তাঁর দল গ্রায়েম পার্কার, জেমস পার্কার, অ্যালস কুজেনস ও অ্যালি উইলিয়ামসন এতে সাড়া দেন। দুর্গম এলাকায় ভেড়াটি অবস্থান করার পরও একে মুক্ত করতে তাঁরা বদ্ধপরিকর ছিলেন।
উদ্ধারকারী দল অ্যানিমেটেড ফিল্ম শ্রেকের একটি চরিত্রের নামে ভেড়ার নাম ফিওনা রাখার সিদ্ধান্ত নেন। ছবির কেন্দ্রীয় চরিত্র শ্রেক ফিওনা নামের ওই রাজকন্যাকে বিয়ে করে।
উইলসন ব্যাখ্যা করেন, ‘অস্ট্রেলিয়ায় শ্রেক নামে একটি ভেড়া ছিল, যেটি বহু বছর ধরে গুহায় বাস করছিল। এটি এর স্কটিশ সংস্করণ।’
ফিওনা কীভাবে সৈকতে এল, তা অবশ্য রহস্যই রয়ে গেছে। কারণ, স্থানীয় কৃষকদের এই জাতের কোনো ভেড়া নেই।
একজন কৃষক পাহাড়ি এলাকাটির ড্রোনে তোলা কিছু ভিডিও দিয়ে উদ্ধারকারীদের পরিকল্পনা করতে সাহায্য করেন।
ফিওনাও উদ্ধারকাজে তার ভূমিকা চমৎকারভাবে পালন করেছিল। উইলসন ব্যাখ্যা করেন, ‘ওটা খুব শান্ত ছিল, এটি রীতিমতো অবিশ্বাস্য।’ ভেড়াটির মধ্যে কোনো আতঙ্ক চোখে পড়েনি বলে জানান তিনি।
তিনি ওঠার পথে ১৫ মিটারের একটি অংশ পেরোনো সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল বলে জানান। ফিওনাকে বহনকারী ব্যাগটি ছিঁড়ে যেতে পারে এমন একটি চিন্তা পেয়ে বসেছিল তাঁদের।
উইলসন জানান, নিশ্চিতভাবেই ভাগ্যের সহায়তা পেয়েছেন। কোনো ভুল ছাড়াই কাজটি শেষ করা গেছে। ভেড়াটি সুখী এবং সুস্থ থাকাটাও ছিল বড় একটি ব্যাপার।
দলটি উদ্ধার তদারক করতে এবং ভেড়ার অবস্থা পরীক্ষা করার জন্য স্কটিশ এসপিসিএর সঙ্গে যোগাযোগ করেছিল। ফিওনাকে গত রাতে প্রায় ২৭০ মাইল দক্ষিণে ডামফ্রিজের ডালস্কোন ফার্ম অ্যানিমেল পার্কে তার নতুন আবাসস্থলে নিয়ে যাওয়া হয়।
স্কটিশ এসপিসিএর একজন মুখপাত্র বলেন, ‘পর্বতারোহণে পারদর্শী একটি দল ভেড়াটি যেখানে আটকা পড়েছিল, সেখানে নেমে উদ্ধারের চেষ্টা করছিল। আমাদের কাছে একে উদ্ধারের মতো সরঞ্জাম ছিল না, তাই আমরা নিজেরা উদ্ধারের সঙ্গে জড়িত ছিলাম না।’
‘দলটি স্ত্রী ভেড়াটিকে তুলে এনেছিল এবং আমাদের পরিদর্শক তাকে পরীক্ষা করেছিলেন।’ বলেন স্কটিশ এসপিসিএর ওই মুখপাত্র, ‘সৌভাগ্যক্রমে লোম কাটার প্রয়োজন ছাড়া ভেড়াটি ভালো অবস্থায় আছে। আমরা আনন্দিত যে ভেড়া নিরাপদে এবং ভালো আছে, নতুন একটি জীবন শুরু করতে প্রস্তুত।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২১ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে