জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে