অনলাইন ডেস্ক
স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ না করায় চীনের ১০ বছরের এক শিশুকে বকা দিয়েছিলেন মা। এতে রাগ করে স্থানীয় পুলিশ স্টেশনে চলে যায় সে। সেখানে মা-বাবার নামে অভিযোগ করার পাশাপাশি তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি। চীনা গণমাধ্যম সহু ডট কম এ তথ্য নিশ্চিত করে জানায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে চীনা পুলিশ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে।
চীনের চংকিংয়ে ঘটে এ আশ্চর্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ছোট ছেলে রাগে ফুঁসতে ফুঁসতে ইউবেইয়ের হোয়েশিং পুলিশ স্টেশনে হাজির হয়েছে। সেখানে দুজন পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলে। দশ বছরের ছেলেটি এ সময় পুলিশ সদস্যদের জানায় হোমওয়ার্ক না করায় তাঁর মা তাকে বকা দিয়েছেন। কাজেই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে সে। এখন এতিমখানায় যেতে চায় সে। তাঁকে সেখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি।
তবে পুলিশ সদস্যরা ছেলেটিকে শান্তভাবে বোঝালে একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন নম্বর দেয় সে। একজন পুলিশ তাঁর মাকে ফোন দিলে স্কুলের হোমওয়ার্ক না করায় বকা দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি। তবে ভদ্রমহিলা কল্পনাও করেননি এ জন্য এতিমখানায় যেতে বাড়ি থেকে পালিয়ে যাবে সে।
‘আমার মা বাড়ির কাজ না করায় প্রতিদিন বকা দেয় আমাকে। এর বদলে বরং আমি এতিমখানায় যেতে চাই।’ বলে দশ বছরের ছেলেটি।
যা হোক, বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে কিছুটা শান্ত করার পর পুলিশ তার বাবাকে ফোন দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। যদিও ছেলেটি বাড়িতে যেতে মোটেই আগ্রহী ছিল না, পুলিশ সদস্যরা তাকে বোঝাতে সক্ষম হন এতিমখানার চেয়ে বাড়িতে ফিরে যাওয়াটা অনেক ভালো হবে।
গত সপ্তাহে এই খবর ও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ একে বর্তমান সময়ের অলস শিশুদের আচরণের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার পুলিশ যেভাবে বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে শান্ত করে এবং সমস্যাটার সমাধান করে তার প্রশংসা করেন।
স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ না করায় চীনের ১০ বছরের এক শিশুকে বকা দিয়েছিলেন মা। এতে রাগ করে স্থানীয় পুলিশ স্টেশনে চলে যায় সে। সেখানে মা-বাবার নামে অভিযোগ করার পাশাপাশি তাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি। চীনা গণমাধ্যম সহু ডট কম এ তথ্য নিশ্চিত করে জানায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে চীনা পুলিশ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছে।
চীনের চংকিংয়ে ঘটে এ আশ্চর্য ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ছোট ছেলে রাগে ফুঁসতে ফুঁসতে ইউবেইয়ের হোয়েশিং পুলিশ স্টেশনে হাজির হয়েছে। সেখানে দুজন পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলে। দশ বছরের ছেলেটি এ সময় পুলিশ সদস্যদের জানায় হোমওয়ার্ক না করায় তাঁর মা তাকে বকা দিয়েছেন। কাজেই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে সে। এখন এতিমখানায় যেতে চায় সে। তাঁকে সেখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করে ছেলেটি।
তবে পুলিশ সদস্যরা ছেলেটিকে শান্তভাবে বোঝালে একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন নম্বর দেয় সে। একজন পুলিশ তাঁর মাকে ফোন দিলে স্কুলের হোমওয়ার্ক না করায় বকা দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি। তবে ভদ্রমহিলা কল্পনাও করেননি এ জন্য এতিমখানায় যেতে বাড়ি থেকে পালিয়ে যাবে সে।
‘আমার মা বাড়ির কাজ না করায় প্রতিদিন বকা দেয় আমাকে। এর বদলে বরং আমি এতিমখানায় যেতে চাই।’ বলে দশ বছরের ছেলেটি।
যা হোক, বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে কিছুটা শান্ত করার পর পুলিশ তার বাবাকে ফোন দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য। যদিও ছেলেটি বাড়িতে যেতে মোটেই আগ্রহী ছিল না, পুলিশ সদস্যরা তাকে বোঝাতে সক্ষম হন এতিমখানার চেয়ে বাড়িতে ফিরে যাওয়াটা অনেক ভালো হবে।
গত সপ্তাহে এই খবর ও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কেউ কেউ একে বর্তমান সময়ের অলস শিশুদের আচরণের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার পুলিশ যেভাবে বুঝিয়ে-শুনিয়ে ছেলেটিকে শান্ত করে এবং সমস্যাটার সমাধান করে তার প্রশংসা করেন।
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
২১ ঘণ্টা আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
১ দিন আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৬ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৯ দিন আগে