অনলাইন ডেস্ক
এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাপ চা তৈরির বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার নাগরিক ইনগার ভ্যালেন্টাইন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, তিনি এক ঘণ্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়েছেন।
রুইবোস একটি লাল ভেষজ চা, যা দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ অ্যাসপালাথাস লিনিয়ারিস ঝোপের পাতা থেকে তৈরি হয়। তিনি রুইবোসের অর্জিনাল, ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদ ব্যবহার করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে এক ঘণ্টার মধ্যে ন্যূনতম ১৫০ কাপ চা তৈরি করতে হতো। তবে তিনি করেছেন ২৪৯ কাপ।
ভ্যালেন্টাইন একটি কৌশল মাথায় রেখে কাজ করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, তিনি প্রতিটি চায়ের পাত্রে চারটি চা ব্যাগ রেখেছিলেন। তার মানে এক কাপ থেকে তিনি চার কাপ চা তৈরি করেছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করেছে যে, তাঁর এই কাজের সময় তাদের নো-ওয়েস্ট নীতিটি বাস্তবায়িত হয়েছে। তাঁর তৈরি চা খেতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের নাগরিকেরা।
প্রতিযোগিতার বিশ মিনিটের মধ্যে ভ্যালেন্টাইনের কাছে সেখানে থাকা সব কাপ ধুয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসে উপস্থিত শিক্ষার্থীরা।
ভ্যালেন্টাইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছিলেন, ‘আমি ১৭০ কাপ তৈরি করতে পারব।’ কিন্তু তিনি তাঁর নিজের ভবিষ্যদ্বাণীকেও ছাড়িয়ে গিয়েছিলেন।প্রতি মিনিটে তিনি চারটিরও বেশি কাপ চা বানিয়েছেন।
মজার বিষয় পরিমাণের মানদণ্ড পূরণ না করার জন্য এক কাপ চা বাতিল ঘোষণা করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
প্রসঙ্গত, ২০১৮ সালে দাবানলে পাহাড়ি গ্রাম ধ্বংস হওয়ার পর ভ্যালেন্টাইন পর্যটনকে উৎসাহিত করতে এবং উপারথাল সম্প্রদায়ের মধ্য আনন্দ ছড়িয়ে দিতে রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন।
ভ্যালেনটাইন বলেন, ‘আমি রেকর্ডটি নিয়ে এবং উপারথালের সম্প্রদায়ের জন্য খুবই আনন্দিত।’
এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাপ চা তৈরির বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার নাগরিক ইনগার ভ্যালেন্টাইন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, তিনি এক ঘণ্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়েছেন।
রুইবোস একটি লাল ভেষজ চা, যা দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ অ্যাসপালাথাস লিনিয়ারিস ঝোপের পাতা থেকে তৈরি হয়। তিনি রুইবোসের অর্জিনাল, ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদ ব্যবহার করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে এক ঘণ্টার মধ্যে ন্যূনতম ১৫০ কাপ চা তৈরি করতে হতো। তবে তিনি করেছেন ২৪৯ কাপ।
ভ্যালেন্টাইন একটি কৌশল মাথায় রেখে কাজ করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, তিনি প্রতিটি চায়ের পাত্রে চারটি চা ব্যাগ রেখেছিলেন। তার মানে এক কাপ থেকে তিনি চার কাপ চা তৈরি করেছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করেছে যে, তাঁর এই কাজের সময় তাদের নো-ওয়েস্ট নীতিটি বাস্তবায়িত হয়েছে। তাঁর তৈরি চা খেতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের নাগরিকেরা।
প্রতিযোগিতার বিশ মিনিটের মধ্যে ভ্যালেন্টাইনের কাছে সেখানে থাকা সব কাপ ধুয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসে উপস্থিত শিক্ষার্থীরা।
ভ্যালেন্টাইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছিলেন, ‘আমি ১৭০ কাপ তৈরি করতে পারব।’ কিন্তু তিনি তাঁর নিজের ভবিষ্যদ্বাণীকেও ছাড়িয়ে গিয়েছিলেন।প্রতি মিনিটে তিনি চারটিরও বেশি কাপ চা বানিয়েছেন।
মজার বিষয় পরিমাণের মানদণ্ড পূরণ না করার জন্য এক কাপ চা বাতিল ঘোষণা করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
প্রসঙ্গত, ২০১৮ সালে দাবানলে পাহাড়ি গ্রাম ধ্বংস হওয়ার পর ভ্যালেন্টাইন পর্যটনকে উৎসাহিত করতে এবং উপারথাল সম্প্রদায়ের মধ্য আনন্দ ছড়িয়ে দিতে রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন।
ভ্যালেনটাইন বলেন, ‘আমি রেকর্ডটি নিয়ে এবং উপারথালের সম্প্রদায়ের জন্য খুবই আনন্দিত।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৫ দিন আগে