যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৪ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১৯ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে