যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
যে রেস্তোরাঁয় যেতেন, বিল দেওয়ার সময় হলেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন এক ব্যক্তি। এতে তাঁকে আর বিল দিতে হতো না। এমন পরিস্থিতিতে কে বিল চাইবে বলুন? তবে এভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় ফাঁকি দেওয়ার পর শেষ পর্যন্ত ধরা খেয়ে যান তিনি। সন্দেহ হওয়ায় অ্যাম্বুলেন্সের বদলে পুলিশ ডেকে আনে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। গত মাসে স্পেনে ঘটে এ ঘটনা। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
অবশ্য এর আগে থেকেই সন্দেহ করতে শুরু করেছিল কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আনা হয় পুলিশেরও। কাজেই খবর পেয়ে স্পেনের ব্লাংকা অঞ্চলের পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দামি সব পদ দিয়ে ডিনার খেয়ে হার্ট অ্যাটাকের অভিনয় করা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অবশ্য ব্যক্তিটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এভাবে ২০টির বেশি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বোকা বানান লোকটি। গত মাসে একটি হোটেলের সঙ্গে থাকা রেস্তোরাঁর কর্মচারী খাওয়া-দাওয়া শেষে ৩৭ ডলারের বিল দেন তাঁকে। কর্মচারীটি অন্যদিকে গেলে তিনি রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে আটকে জানানো হয় বিল পরিশোধ করেননি। এবার বলেন, নিজের হোটেলরুমে যাচ্ছেন টাকা আনতে। কিন্তু রেস্তোরাঁর কর্মচারী সেখান থেকে যেতে বাধা দেন। তখনই হার্ট অ্যাটাকের অভিনয় করেন লোকটি।
‘এটি খুব নাটকীয় একটি ব্যাপার ছিল। তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান।’ রেস্তোরাঁর ম্যানেজার স্পেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা তাঁর ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি। যেন আবার একই ধরনের প্রতারণা করতে না পারেন।’
স্পেনের বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, পোলো শার্ট, ট্রেকিংয়ের জুতা এবং একটি ভেস্ট। এর সবগুলোই ছিল নামি-দামি ব্র্যান্ডের। রেস্তোরাঁর কর্মচারীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলেন তিনি। তবে তাঁরা তা করতে অস্বীকার করেন এবং পুলিশকে বিষয়টি জানান।
যখন পুলিশ সদস্যরা আসেন, তাঁরা বুঝতে পারেন এই সেই লোক, যিনি অ্যালিকান্তে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এইক ধরনের অভিনয় করে আসছেন। দেরি না করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের নভেম্বর থেকে স্পেনের শহরটিতে বাস করছিলেন ব্যক্তিটি। তবে বারবার নিখরচায় লোভনীয় সব খাবার উপভোগ করলেও শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাঁকে।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪