অনলাইন ডেস্ক
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে