সম্রাট, রাজা কুপোকাত!

ল–র–ব–য–হ ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২১, ২৩: ০১
আপডেট : ১৯ জুন ২০২১, ২১: ২৪

ওডিসিয়াসের হাস্যরস
কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’তে ওডিসিয়াস কিছু হাস্যরসে লিপ্ত হয়েছিলেন। এর মধ্যে একটি—
ওডিসিয়াস সাইক্লপসকে বলেন, “আমার আসল নাম ‘নোবডি’।”
পরে ওডিসিয়াস যখন তাঁর লোকদের সাইক্লপসের ওপর আক্রমণ করার নির্দেশ দেন, তখন সাইক্লপস চিৎকার করে বলেন—‘হেল্প, নোবডি ইজ অ্যাটাকিং মি।’
ফল–কেউ সাইক্লপসকে সাহায্য করতে এল না।

কথার ফাঁদে জ্যোতিষী
অসুস্থ ছেলের রাশিফল জানতে জ্যোতিষী ডেকেছেন চিন্তিত মা। নানা পরীক্ষা-নিরীক্ষা করে জ্যোতিষী জানালেন, ‘আপনার ছেলে আরও অনেক বছর বাঁচবে।’ এবার জ্যোতিষী ফি চাইলে মা বলেন, ‘আগামীকাল এসে ফি– টা নিয়ে যাইয়েন।’ এতেই আপত্তি তোলেন জ্যোতিষী। প্রশ্ন করেন, ‘ আপনার ছেলে যদি রাতে মারা যায়, আমার ফি হারাতে হবে না তো?’

বুদ্ধিজীবী কুপোকাত
একজন বুদ্ধিজীবী একটি গভীর কূপ দেখে জিজ্ঞাসা করেন, এ কূপের জল কি ভালো? খামারের মালিক জানান, ‘হ্যাঁ, অবশ্যই। আমার বাবা-মাও এই কূপের পানি পান করতেন।’ কথা শুনে আশ্চর্য হয়ে বুদ্ধিজীবী প্রশ্ন, ‘এত গভীর কূপ থেকে পানি পান করতেন! তাঁদের ঘাড় কত লম্বা ছিল?’

নীরবে চুল কাটা
নাপিত জিজ্ঞাসা করলেন, ‘মহারাজ কীভাবে চুল কাটাতে চান।’
রাজা উত্তর দিলেন–‘নীরবে’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত