অনলাইন ডেস্ক
ধরুন অর্ডার দিয়েছেন মিল্কশেকের, কিন্তু মুখে দিতেই আবিষ্কার করলেন সেটা মোটেই মিল্কশেক নয়—প্রস্রাব! অবস্থাটা কী হবে ভাবুন তো একবার। আমেরিকার এক ব্যক্তি ঠিক এটাই দাবি করেছেন। তিনি জানান, গ্রাবহাব নামের অনলাইনে অর্ডার দিলে খাবার পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানে মিল্কশেক অর্ডার দিয়ে পেয়েছেন কাপভর্তি প্রস্রাব। একটি স্ট্র দিয়ে মিল্কশেকের কাপ থেকে পান করা শুরু করতেই বিষয়টি আবিষ্কার করেন তিনি। এসব তথ্য জানা যায় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯ সূত্রে এনডিটিভি জানায়, কালেব উডস নামের উটাহ অঙ্গরাজ্যে বসবাসকারী ওই ব্যক্তি এ সপ্তাহের গোড়ার দিকে গ্রাবহাবে ফ্রাই ও মিল্কশেক অর্ডার দিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে।
‘ডেলিভারিটি আসার পর যখন আমি খাবার খেতে শুরু করি, কাপে একটি স্ট্র ডুবিয়ে চুমুক দিই, তখনই আবিষ্কার করলাম যে গ্রাবহাবের গাড়িচালক আমাকে যে কাপটি দিয়েছে, সেটি প্রস্রাবে ভরপুর উষ্ণ একটি কাপ।’ বলেন কালেব উডস।
বুঝতেই পারছেন, ভদ্রলোক একেবারে হতভম্ব হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই গাড়িচালককে ফোন করে বাড়িতে ডেকে এনে ঘটনার ব্যাখ্যা চান।
উডস দাবি করেন, চালক তাঁর গাড়িতে থাকা দুটি স্টাইরোফোম কাপে বিভ্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। চালক আরও জানান, বেশ কয়েক ঘণ্টা কাজ করেন তিনি বাথরুমে যাওয়ার সময় পাননি, তাই তার গাড়িতে থাকা একটি খালি কাপে প্রস্রাবের কাজটি সারেন।
বুঝতেই পারছেন, মিল্কশেকের কাপের বদলে ওই প্রস্রাবের কাপটিই গ্রাহককে বুঝিয়ে দেন ওই ডেলিভারিম্যান বা গাড়িচালক।
উডস জানান, ঘটনার পরে টাকা ফেরতের জন্য গ্রাবহাবের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানিটি চার দিন সময় নেয় তাঁকে ক্ষতিপূরণ দিতে। এমনকি পুরো টাকা ফেরতও পাননি তিনি।
‘তারা ১৮ ডলারের মতো ফেরত দিয়েছে, যেটা খাবারের আসল খরচ। ডেলিভারি ফি বা আমি যে টিপস দিয়েছিলাম, তা ফেরত দেয়নি।’ বলেন উডস।
এ ঘটনার পর গ্রাবহাব একটি বিবৃতি দেয় এবং জানায়, সংস্থাটি ডেলিভারি কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে।
‘এটি অগ্রহণযোগ্য এবং এমন বা যেকোনো ধরনের অব্যবস্থাপনার বিষয়ে গ্রাবহাব সব সময়ই কঠোর অবস্থানে থাকে। আমরা ওই চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়েছি এবং তার সঙ্গে চুক্তি বাতিল করেছি। আমরা গ্রাহকের কাছে ক্ষমা চেয়েছি এবং আমাদের প্রথম যে প্রতিনিধির সঙ্গে গ্রাহকের যোগাযোগ হয়েছিল, তাঁকেও এ ধরনের বিষয়ে কেমন আচরণ করা উচিত তা বুঝিয়ে দেওয়া হয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে বলে গ্রাবহাব।
ধরুন অর্ডার দিয়েছেন মিল্কশেকের, কিন্তু মুখে দিতেই আবিষ্কার করলেন সেটা মোটেই মিল্কশেক নয়—প্রস্রাব! অবস্থাটা কী হবে ভাবুন তো একবার। আমেরিকার এক ব্যক্তি ঠিক এটাই দাবি করেছেন। তিনি জানান, গ্রাবহাব নামের অনলাইনে অর্ডার দিলে খাবার পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানে মিল্কশেক অর্ডার দিয়ে পেয়েছেন কাপভর্তি প্রস্রাব। একটি স্ট্র দিয়ে মিল্কশেকের কাপ থেকে পান করা শুরু করতেই বিষয়টি আবিষ্কার করেন তিনি। এসব তথ্য জানা যায় ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯ সূত্রে এনডিটিভি জানায়, কালেব উডস নামের উটাহ অঙ্গরাজ্যে বসবাসকারী ওই ব্যক্তি এ সপ্তাহের গোড়ার দিকে গ্রাবহাবে ফ্রাই ও মিল্কশেক অর্ডার দিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে।
‘ডেলিভারিটি আসার পর যখন আমি খাবার খেতে শুরু করি, কাপে একটি স্ট্র ডুবিয়ে চুমুক দিই, তখনই আবিষ্কার করলাম যে গ্রাবহাবের গাড়িচালক আমাকে যে কাপটি দিয়েছে, সেটি প্রস্রাবে ভরপুর উষ্ণ একটি কাপ।’ বলেন কালেব উডস।
বুঝতেই পারছেন, ভদ্রলোক একেবারে হতভম্ব হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই গাড়িচালককে ফোন করে বাড়িতে ডেকে এনে ঘটনার ব্যাখ্যা চান।
উডস দাবি করেন, চালক তাঁর গাড়িতে থাকা দুটি স্টাইরোফোম কাপে বিভ্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। চালক আরও জানান, বেশ কয়েক ঘণ্টা কাজ করেন তিনি বাথরুমে যাওয়ার সময় পাননি, তাই তার গাড়িতে থাকা একটি খালি কাপে প্রস্রাবের কাজটি সারেন।
বুঝতেই পারছেন, মিল্কশেকের কাপের বদলে ওই প্রস্রাবের কাপটিই গ্রাহককে বুঝিয়ে দেন ওই ডেলিভারিম্যান বা গাড়িচালক।
উডস জানান, ঘটনার পরে টাকা ফেরতের জন্য গ্রাবহাবের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানিটি চার দিন সময় নেয় তাঁকে ক্ষতিপূরণ দিতে। এমনকি পুরো টাকা ফেরতও পাননি তিনি।
‘তারা ১৮ ডলারের মতো ফেরত দিয়েছে, যেটা খাবারের আসল খরচ। ডেলিভারি ফি বা আমি যে টিপস দিয়েছিলাম, তা ফেরত দেয়নি।’ বলেন উডস।
এ ঘটনার পর গ্রাবহাব একটি বিবৃতি দেয় এবং জানায়, সংস্থাটি ডেলিভারি কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে।
‘এটি অগ্রহণযোগ্য এবং এমন বা যেকোনো ধরনের অব্যবস্থাপনার বিষয়ে গ্রাবহাব সব সময়ই কঠোর অবস্থানে থাকে। আমরা ওই চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়েছি এবং তার সঙ্গে চুক্তি বাতিল করেছি। আমরা গ্রাহকের কাছে ক্ষমা চেয়েছি এবং আমাদের প্রথম যে প্রতিনিধির সঙ্গে গ্রাহকের যোগাযোগ হয়েছিল, তাঁকেও এ ধরনের বিষয়ে কেমন আচরণ করা উচিত তা বুঝিয়ে দেওয়া হয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে বলে গ্রাবহাব।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪