অনলাইন ডেস্ক
পাঁচ মাস ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন ভিয়েতনামের এক ব্যক্তি। চিকিৎসকেরাও শুরুতে ধরতে পারছিলেন না সমস্যাটা। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় বেরিয়ে এল রীতিমতো অবিশ্বাস্য এক তথ্য, ওই ব্যক্তির মাথাব্যথার কারণ খুলিতে আটকে থাকা দুই টুকরো চপস্টিক। চিকিৎসকেরা অবশ্য সফলভাবে এগুলো অপসারণও করতে পেরেছেন।
৩৫ বছর বয়স্ক এই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। সম্প্রতি প্রচণ্ড মাথাব্যথা এবং নাক দিয়ে অনবরত তরল পদার্থ বের হওয়ার সমস্যা নিয়ে তিনি কুয়াং বিং প্রদেশের ভিয়েতনাম-কিউবা জাং হই ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, টেনশন নিউমেসাফেলাস নামের বিরল একটি সমস্যায় ভুগছেন তিনি। জীবনের জন্য হুমকি সৃষ্টি করা এই নিউরোলজিক্যাল সমস্যায় খুলির মধ্যে অত্যধিক চাপ তৈরি হয়।
সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষায় এ সমস্যার উৎস শনাক্ত হয়, যা রীতিমতো চমকে দেয় চিকিৎসকদের। দুটি চপস্টিকের টুকরো তাঁর নাক ও মগজে আটকে আছে।
হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ড. নগুয়েন ভ্যান মান একে ‘খুব বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে ২৪ নভেম্বর তাঁকে পরীক্ষা করার সময় চিকিৎসকদের কাছে ভাঙা চপস্টিকের বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসা নেওয়া ব্যক্তিটিরও ধারণা ছিল না তাঁর মাথায় দুটি চপস্টিক ঢুকে আছে। তিনি কেবল মনে করতে পারেন, পাঁচ মাস আগে প্রচুর মদ পান করে একটি মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। তাঁর ওই মারামারি সম্পর্কে বেশি কিছু মনে নেই। শুধু বলতে পারেন, কেউ একজন কিছু একটা দিয়ে তাঁর মুখমণ্ডলে আঘাত করে। ওই সময় পরিবারের সদস্যরা তাঁকে একটি হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার চিকিৎসকেরা তখন চপস্টিকের ব্যাপারে কিছু অনুমান করতে পারেননি এবং নাকের অস্বাভাবিকতাও বোঝা যায়নি।
সৌভাগ্যক্রমে চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে চপস্টিক দুটি অপসারণ করতে সক্ষম হন। রোগীও এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন বলে জানা গেছে।
পাঁচ মাস ধরে প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন ভিয়েতনামের এক ব্যক্তি। চিকিৎসকেরাও শুরুতে ধরতে পারছিলেন না সমস্যাটা। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় বেরিয়ে এল রীতিমতো অবিশ্বাস্য এক তথ্য, ওই ব্যক্তির মাথাব্যথার কারণ খুলিতে আটকে থাকা দুই টুকরো চপস্টিক। চিকিৎসকেরা অবশ্য সফলভাবে এগুলো অপসারণও করতে পেরেছেন।
৩৫ বছর বয়স্ক এই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। সম্প্রতি প্রচণ্ড মাথাব্যথা এবং নাক দিয়ে অনবরত তরল পদার্থ বের হওয়ার সমস্যা নিয়ে তিনি কুয়াং বিং প্রদেশের ভিয়েতনাম-কিউবা জাং হই ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, টেনশন নিউমেসাফেলাস নামের বিরল একটি সমস্যায় ভুগছেন তিনি। জীবনের জন্য হুমকি সৃষ্টি করা এই নিউরোলজিক্যাল সমস্যায় খুলির মধ্যে অত্যধিক চাপ তৈরি হয়।
সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষায় এ সমস্যার উৎস শনাক্ত হয়, যা রীতিমতো চমকে দেয় চিকিৎসকদের। দুটি চপস্টিকের টুকরো তাঁর নাক ও মগজে আটকে আছে।
হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ড. নগুয়েন ভ্যান মান একে ‘খুব বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে ২৪ নভেম্বর তাঁকে পরীক্ষা করার সময় চিকিৎসকদের কাছে ভাঙা চপস্টিকের বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসা নেওয়া ব্যক্তিটিরও ধারণা ছিল না তাঁর মাথায় দুটি চপস্টিক ঢুকে আছে। তিনি কেবল মনে করতে পারেন, পাঁচ মাস আগে প্রচুর মদ পান করে একটি মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। তাঁর ওই মারামারি সম্পর্কে বেশি কিছু মনে নেই। শুধু বলতে পারেন, কেউ একজন কিছু একটা দিয়ে তাঁর মুখমণ্ডলে আঘাত করে। ওই সময় পরিবারের সদস্যরা তাঁকে একটি হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার চিকিৎসকেরা তখন চপস্টিকের ব্যাপারে কিছু অনুমান করতে পারেননি এবং নাকের অস্বাভাবিকতাও বোঝা যায়নি।
সৌভাগ্যক্রমে চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে চপস্টিক দুটি অপসারণ করতে সক্ষম হন। রোগীও এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন বলে জানা গেছে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৪ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৮ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১১ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১৩ দিন আগে