ল–র–ব–য–হ ডেস্ক
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে