Ajker Patrika

করোনা কৌতুক সংক্রমণে সাবধান

ল–র–ব–য–হ ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২১, ২১: ৩১
করোনা কৌতুক সংক্রমণে সাবধান

করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।

ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।

কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।

দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।

কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।

শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।

শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত