অনলাইন ডেস্ক
ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
ধীর গতিতে চলছিল ট্রেনটি। এই সুযোগে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল নিতে চেয়েছিল চোর। তবে সতর্ক যাত্রী চোরের দু-হাত ধরে ফেলেন। এতে জানালার সামনে ঝুলতে থাকে চোর। এভাবে মোটামুটি এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হয় চোরটিকে। ঘটনাটি ভারতের বিহারের।
অবশ্য শেষ পর্যন্ত ট্রেনের গতি একেবারে কমে যাওয়ার সুযোগ নিয়ে চোরটিকে ছাড়িয়ে নেয় দুই ব্যক্তি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময়ের উল্লেখ না থাকা ভিডিওটিতে দৃশ্যটি ভারতের বিহারের বলে জানানো হয়েছে। যেখানে ট্রেনের জানালা দিয়ে চুরি খুব সাধারণ বিষয়। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ভিডিওর ক্যাপশন অনুসারে বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি। তবে ট্রেনের কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। মোটামুটি এক কিলোমিটারের মতো যাওয়ার পর ট্রেনের কম গতির সুযোগে দুজন লোক তাকে ছাড়িয়ে নেয়। ধারণা করা হয় এরা চোরটির সঙ্গী। এদিকে অন্য যাত্রীরা ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) দিয়ে দেন।
২০২২ সালে বিহারেই মোটামুটি একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। সাহেবপুর কামাল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। তখন যাত্রীরা তার হাত ধরে ফেলে। ট্রেন স্টেশন ছাড়ার পরও লোকটির হাত ধরে রাখে যাত্রীরা। মোটামুটি ১০ কিলোমিটার এভাবে ঝুলতে ঝুলতে যায় সে। ট্রেন খাগারিয়ার কাছে এলে শেষ পর্যন্ত চোরটির হাত ছেড়ে দেওয়া হয়। ট্রেনের গতিও ওই সময় কম ছিল। তাই পালিয়ে যেতে পারে চোরটি।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৪ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে