অনলাইন ডেস্ক
তীব্র গরম, ঘাম আর অস্বস্তি নিয়ে আসে গ্রীষ্মকাল। তবে এই মৌসুমে বিশেষ একটি ফলের রসে ডুব দিয়ে অনেকে অস্বস্তিগুলো ভুলে থাকার চেষ্টা করেন।
হ্যাঁ, আমের কথাই বলা হচ্ছে। সুঘ্রাণযুক্ত মিষ্টি স্বাদের এই ফলটির অসংখ্য প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে স্বাদ-গন্ধেও থাকে ভিন্নতা।
এমন ভিন্ন স্বাদের এক আম নিয়ে এখন মাতামাতি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কারণ মিয়াজাকি নামের এই আমটির প্রতি কেজির মূল্য চাওয়া হচ্ছে পৌনে তিন লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন লাখ টাকা!
শিলিগুড়ির একটি আম উৎসবে দুর্মূল্যের ওই আম প্রদর্শনী করা হয়। পরে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ওই আমের ছবিসহ বিবরণ দিয়ে একটি টুইট করেছে। টুইটের নিচে অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন। অনেকেই এই আমের স্বাদ গন্ধ কেমন তা জানতে চেয়েছেন।
এদিকে, টুইটের নিচে মুরালি কৃষ্ণ নামে একজন আমটি সম্পর্কে জানিয়েছেন-মিয়াজাকি আমের জাতটি থাইল্যান্ডের এবং এটি জাপানে নিয়ন্ত্রিত পরিবেশে ফলানো হয়। কারণ স্বাভাবিক আবহাওয়ায় এটির ফলন ভালো হয় না। স্বাদ গন্ধে কিছুটা বৈচিত্র্য থাকলেও দাম বেশি হওয়ার পেছনে এই আমের উৎপাদন খরচটিও ভূমিকা রেখেছে।
তীব্র গরম, ঘাম আর অস্বস্তি নিয়ে আসে গ্রীষ্মকাল। তবে এই মৌসুমে বিশেষ একটি ফলের রসে ডুব দিয়ে অনেকে অস্বস্তিগুলো ভুলে থাকার চেষ্টা করেন।
হ্যাঁ, আমের কথাই বলা হচ্ছে। সুঘ্রাণযুক্ত মিষ্টি স্বাদের এই ফলটির অসংখ্য প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে স্বাদ-গন্ধেও থাকে ভিন্নতা।
এমন ভিন্ন স্বাদের এক আম নিয়ে এখন মাতামাতি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কারণ মিয়াজাকি নামের এই আমটির প্রতি কেজির মূল্য চাওয়া হচ্ছে পৌনে তিন লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন লাখ টাকা!
শিলিগুড়ির একটি আম উৎসবে দুর্মূল্যের ওই আম প্রদর্শনী করা হয়। পরে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ওই আমের ছবিসহ বিবরণ দিয়ে একটি টুইট করেছে। টুইটের নিচে অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন। অনেকেই এই আমের স্বাদ গন্ধ কেমন তা জানতে চেয়েছেন।
এদিকে, টুইটের নিচে মুরালি কৃষ্ণ নামে একজন আমটি সম্পর্কে জানিয়েছেন-মিয়াজাকি আমের জাতটি থাইল্যান্ডের এবং এটি জাপানে নিয়ন্ত্রিত পরিবেশে ফলানো হয়। কারণ স্বাভাবিক আবহাওয়ায় এটির ফলন ভালো হয় না। স্বাদ গন্ধে কিছুটা বৈচিত্র্য থাকলেও দাম বেশি হওয়ার পেছনে এই আমের উৎপাদন খরচটিও ভূমিকা রেখেছে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে