Ajker Patrika

পানির নিচে সবজিবাগান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০: ৫৮
পানির নিচে সবজিবাগান

সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।

২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।

২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত