ইশতিয়াক হাসান
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সবচেয়ে দক্ষিণের এলাকা হলো স্লোপ পয়েন্ট। আর সেখানে গেলেই ভাববেন এ কোথায় চলে এলাম। গাছগুলো সব এভাবে এক দিকে বেঁকে আছে কেন। মনে হয় কেউ জোর করে এদের এভাবে নুইয়ে দিয়েছে।
গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাউথ পয়েন্টের যে অল্প কিছু গাছ আছে তার সবগুলোই এক দিকে বেঁকে আছে। এখানকার গাছগুলোর এমন বাঁকা হওয়ার পুরো বিষয়টিই কিন্তু প্রাকৃতিক। এটাই খোলাসা করছি এখন।
দক্ষিণ মেরু আর বিষুব রেখার মোটামুটি মাঝামাঝি স্লোপ পয়েন্টের অবস্থান। দক্ষিণ মেরু থেকে এর দূরত্ব ৪ হাজার ৮০০ কিলোমিটার (২ হাজার ৯৮২ মাইল) আর বিষুবরেখা থেকে ৫ হাজার ১০০ কিলোমিটার (৩ হাজার ১৬৮ মাইল)। কাজেই এখানকার আবহাওয়াকে মোটেই অন্যান্য জায়গার সঙ্গে মেলানো যাবে না। বিশেষ করে অ্যান্টার্কটিকার ঝোড়ো বাতাস এখানে প্রবলভাবে প্রভাব বিস্তার করে। বলা যায় বছরজুড়েই এই বাতাস শাসন করে জায়গাটিকে। দক্ষিণ সাগরের ওপর দিয়ে বাধাহীনভাবে ছুটে আসার কারণে এই বাতাসের গতিও থাকে প্রবল।
আর দক্ষিণের এই তীব্র বাতাসে টিকে থাকতে গিয়েই এখানকার গাছগুলো উল্টোদিকে মানে উত্তর দিকে বেঁকে যায়। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই ঝোড়ো বাতাসের এলাকায় গাছগুলো লাগালইবা কে?
ঘটনা হলো, ঠিক এই জায়গাটিতে সে অর্থে মানুষের বসবাস নেই। তবে আশপাশে কিছু মানুষের বসতি আছে। এরা ভেড়া পোষেন। ভেড়াগুলো এখানে খোলা জায়গায় ঝোড়ো বাতাসে বিপাকে পড়তে পারে চিন্তা করে এদের কিছুটা নিরাপত্তা দিতে গিয়েই গাছগুলো লাগান তাঁরা। বৈরী পরিবেশে টিকে থাকতে পারে এমন কিছু গাছই লাগিয়েছিলেন। তবে এই প্রচণ্ড বাতাসে টিকে থাকা চাট্টিখানি কথা নয়। তাই গাছগুলোও বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাতাসের কাছে আত্মসমর্পণ করে উত্তর দিকে ঝুঁকে পড়ে।
স্লোপ পয়েন্ট এলাকায় স্বাভাবিকভাবেই খুব বেশি মানুষের আনাগোনা নেই। এমন বৈরী আবহাওয়ায় সেধে খুব বেশি মানুষ আসতে চাওয়াটাই বরং অস্বাভাবিক। তারপরও রোমাঞ্চপ্রেমী কেউ কেউ হাজির হয়ে যান। তাঁদের অবশ্য মানুষের সঙ্গে দেখা মেলে কমই। বরং বিস্তৃত জায়গাটার এখানে-সেখানে চড়ে বেড়ানো ভেড়ার দেখা পান। আর দেখেন সেইসব অদ্ভুত গাছ, মূলত যেগুলোকে দেখতেই তাঁদের এখানে আসা।
খুব বেশি গাছ আছে এখানে তাও নয়। আর এগুলোর দেখা মেলে মূলত স্লোপ পয়েন্টের মূল পার্কিং লটের পাশে। তবে সবচেয়ে দক্ষিণের জায়গাটি সেখান থেকে আরও বিশ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে, ওটার নাম টি ওয়াইপউনামু।
সব মিলিয়ে সাউথ পয়েন্ট জায়গাটি নির্জন হলেও নিউজিল্যান্ড সফরে গেলে একটিবার চক্কর দিতেই পারেন। সাউথ পয়েন্টে পৌঁছালে হলুদ একটি প্ল্যাকার্ড নজর কাড়বে আপনার। সেখানে স্লোপ পয়েন্ট থেকে দক্ষিণ মেরু ও বিষুবরেখার দূরত্ব উল্লেখ করা আছে। হাইকিং যাঁরা পছন্দ করেন, তাঁদের কেউ কেউ কালেভদ্রে আসেন এলাকাটিতে। এদের কাউকে হয়তো সঙ্গী হিসেবে পেয়ে যাবেন। এখানকার পাথুরে পাহাড়গুলোও আপনাকে মুগ্ধ করবে, যেগুলো খাড়া নেমে গেছে সাগরে।
তবে আপনি নিশ্চয় যাবেন ওখানকার আশ্চর্য গাছগুলো দেখতেই। দিন ভালো থাকলে সূর্যের মৃদু তাপে ওমও নিতে পারবেন। তবে ঝোড়ো বাতাস থাকবেই। এর সঙ্গে যুঝতে যুঝতে বেঁকে যাওয়া ওই গাছগুলো দেখবেন, আর ভাববেন পৃথিবীতে কত বিচিত্র কিছুই না আছে!
সূত্র: বোরড পান্ডা, আর্থ অ্যাডভেনচারিস্ট ডট কম, কিওরোসিটাস ডট কম, এক্সপ্লেন্ডারস ডট কম
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সবচেয়ে দক্ষিণের এলাকা হলো স্লোপ পয়েন্ট। আর সেখানে গেলেই ভাববেন এ কোথায় চলে এলাম। গাছগুলো সব এভাবে এক দিকে বেঁকে আছে কেন। মনে হয় কেউ জোর করে এদের এভাবে নুইয়ে দিয়েছে।
গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাউথ পয়েন্টের যে অল্প কিছু গাছ আছে তার সবগুলোই এক দিকে বেঁকে আছে। এখানকার গাছগুলোর এমন বাঁকা হওয়ার পুরো বিষয়টিই কিন্তু প্রাকৃতিক। এটাই খোলাসা করছি এখন।
দক্ষিণ মেরু আর বিষুব রেখার মোটামুটি মাঝামাঝি স্লোপ পয়েন্টের অবস্থান। দক্ষিণ মেরু থেকে এর দূরত্ব ৪ হাজার ৮০০ কিলোমিটার (২ হাজার ৯৮২ মাইল) আর বিষুবরেখা থেকে ৫ হাজার ১০০ কিলোমিটার (৩ হাজার ১৬৮ মাইল)। কাজেই এখানকার আবহাওয়াকে মোটেই অন্যান্য জায়গার সঙ্গে মেলানো যাবে না। বিশেষ করে অ্যান্টার্কটিকার ঝোড়ো বাতাস এখানে প্রবলভাবে প্রভাব বিস্তার করে। বলা যায় বছরজুড়েই এই বাতাস শাসন করে জায়গাটিকে। দক্ষিণ সাগরের ওপর দিয়ে বাধাহীনভাবে ছুটে আসার কারণে এই বাতাসের গতিও থাকে প্রবল।
আর দক্ষিণের এই তীব্র বাতাসে টিকে থাকতে গিয়েই এখানকার গাছগুলো উল্টোদিকে মানে উত্তর দিকে বেঁকে যায়। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই ঝোড়ো বাতাসের এলাকায় গাছগুলো লাগালইবা কে?
ঘটনা হলো, ঠিক এই জায়গাটিতে সে অর্থে মানুষের বসবাস নেই। তবে আশপাশে কিছু মানুষের বসতি আছে। এরা ভেড়া পোষেন। ভেড়াগুলো এখানে খোলা জায়গায় ঝোড়ো বাতাসে বিপাকে পড়তে পারে চিন্তা করে এদের কিছুটা নিরাপত্তা দিতে গিয়েই গাছগুলো লাগান তাঁরা। বৈরী পরিবেশে টিকে থাকতে পারে এমন কিছু গাছই লাগিয়েছিলেন। তবে এই প্রচণ্ড বাতাসে টিকে থাকা চাট্টিখানি কথা নয়। তাই গাছগুলোও বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাতাসের কাছে আত্মসমর্পণ করে উত্তর দিকে ঝুঁকে পড়ে।
স্লোপ পয়েন্ট এলাকায় স্বাভাবিকভাবেই খুব বেশি মানুষের আনাগোনা নেই। এমন বৈরী আবহাওয়ায় সেধে খুব বেশি মানুষ আসতে চাওয়াটাই বরং অস্বাভাবিক। তারপরও রোমাঞ্চপ্রেমী কেউ কেউ হাজির হয়ে যান। তাঁদের অবশ্য মানুষের সঙ্গে দেখা মেলে কমই। বরং বিস্তৃত জায়গাটার এখানে-সেখানে চড়ে বেড়ানো ভেড়ার দেখা পান। আর দেখেন সেইসব অদ্ভুত গাছ, মূলত যেগুলোকে দেখতেই তাঁদের এখানে আসা।
খুব বেশি গাছ আছে এখানে তাও নয়। আর এগুলোর দেখা মেলে মূলত স্লোপ পয়েন্টের মূল পার্কিং লটের পাশে। তবে সবচেয়ে দক্ষিণের জায়গাটি সেখান থেকে আরও বিশ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে, ওটার নাম টি ওয়াইপউনামু।
সব মিলিয়ে সাউথ পয়েন্ট জায়গাটি নির্জন হলেও নিউজিল্যান্ড সফরে গেলে একটিবার চক্কর দিতেই পারেন। সাউথ পয়েন্টে পৌঁছালে হলুদ একটি প্ল্যাকার্ড নজর কাড়বে আপনার। সেখানে স্লোপ পয়েন্ট থেকে দক্ষিণ মেরু ও বিষুবরেখার দূরত্ব উল্লেখ করা আছে। হাইকিং যাঁরা পছন্দ করেন, তাঁদের কেউ কেউ কালেভদ্রে আসেন এলাকাটিতে। এদের কাউকে হয়তো সঙ্গী হিসেবে পেয়ে যাবেন। এখানকার পাথুরে পাহাড়গুলোও আপনাকে মুগ্ধ করবে, যেগুলো খাড়া নেমে গেছে সাগরে।
তবে আপনি নিশ্চয় যাবেন ওখানকার আশ্চর্য গাছগুলো দেখতেই। দিন ভালো থাকলে সূর্যের মৃদু তাপে ওমও নিতে পারবেন। তবে ঝোড়ো বাতাস থাকবেই। এর সঙ্গে যুঝতে যুঝতে বেঁকে যাওয়া ওই গাছগুলো দেখবেন, আর ভাববেন পৃথিবীতে কত বিচিত্র কিছুই না আছে!
সূত্র: বোরড পান্ডা, আর্থ অ্যাডভেনচারিস্ট ডট কম, কিওরোসিটাস ডট কম, এক্সপ্লেন্ডারস ডট কম
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে