কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
সঠিক উপকরণ, নির্দিষ্ট পরিমাণ আর প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি পণ্য মানুষের শরীর কিংবা ত্বকের জন্য বিশেষ উপকারী। তবে কৃত্রিম উপাদানে তৈরি পণ্য যেভাবে বাজার দখল করে আছে, তাতে প্রাকৃতিক কিংবা আয়ুর্বেদিক প্রসাধনীগুলো হালে পানি পাচ্ছে না খুব একটা। এই অবস্থায় একজন উদ্যোক্তা যখন আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন, তখন অনেকের কাছে তা দুঃসাহসী প্রচেষ্টা মনে হতে পারে।
২০১৭ সালে এমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন নন্দিতা শারমিন। যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর একটি ব্যাংকে কাজ শুরু করেন। প্রথম সন্তান জন্মের পর কাজে একটু বিরতি নেন। সে সময় সিদ্ধান্ত নেন, ব্যবসা করবেন। ব্যবসার পণ্য হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক সৌন্দর্য প্রসাধনী। আয়ুর্বেদ কেন–এ প্রশ্নের উত্তরে নন্দিতা জানালেন তাঁর দাদুর গল্প।
নরসিংদীর একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন নন্দিতার দাদু লালমোহন বাউল। পরবর্তী সময়ে দাদুর তৈরি অনেক টোটকা বাবাকেও ব্যবহার করতে দেখেন তিনি। ফলে বলা যায়, আয়ুর্বেদ ও ভেষজ নন্দিতার রক্তে। সে বিষয়ে তাঁর প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন নন্দিতা।
ব্যাংকের চাকরি ছেড়ে শিকড়ের টানে এক দিনেই ব্যবসায় নামেননি নন্দিতা শারমিন। পুষ্টি বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ সায়েন্সেস থেকে হারবাল বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। তারপরে মাঠে নামেন কাজ করতে। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘আমলকি’। সেখানে প্রথমে তিনি গবেষণামূলক কাজ শুরু করেন। বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন স্কিন ফর্মুলেশন সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণা চালান। সেখান থেকে জেনেছেন ব্যবহারকারীদের ত্বকের টোন, জীবনধারা, বাজার এবং আবহাওয়া অনুসারে সেরা পণ্যটি বের করার পদ্ধতি সম্পর্কে। এরপর মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চারজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে নন্দিতার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী ১০০ জন।
আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান নন্দিতা। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পারলারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।
সঠিক উপকরণ, নির্দিষ্ট পরিমাণ আর প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি পণ্য মানুষের শরীর কিংবা ত্বকের জন্য বিশেষ উপকারী। তবে কৃত্রিম উপাদানে তৈরি পণ্য যেভাবে বাজার দখল করে আছে, তাতে প্রাকৃতিক কিংবা আয়ুর্বেদিক প্রসাধনীগুলো হালে পানি পাচ্ছে না খুব একটা। এই অবস্থায় একজন উদ্যোক্তা যখন আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন, তখন অনেকের কাছে তা দুঃসাহসী প্রচেষ্টা মনে হতে পারে।
২০১৭ সালে এমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন নন্দিতা শারমিন। যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর একটি ব্যাংকে কাজ শুরু করেন। প্রথম সন্তান জন্মের পর কাজে একটু বিরতি নেন। সে সময় সিদ্ধান্ত নেন, ব্যবসা করবেন। ব্যবসার পণ্য হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক সৌন্দর্য প্রসাধনী। আয়ুর্বেদ কেন–এ প্রশ্নের উত্তরে নন্দিতা জানালেন তাঁর দাদুর গল্প।
নরসিংদীর একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন নন্দিতার দাদু লালমোহন বাউল। পরবর্তী সময়ে দাদুর তৈরি অনেক টোটকা বাবাকেও ব্যবহার করতে দেখেন তিনি। ফলে বলা যায়, আয়ুর্বেদ ও ভেষজ নন্দিতার রক্তে। সে বিষয়ে তাঁর প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন নন্দিতা।
ব্যাংকের চাকরি ছেড়ে শিকড়ের টানে এক দিনেই ব্যবসায় নামেননি নন্দিতা শারমিন। পুষ্টি বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ সায়েন্সেস থেকে হারবাল বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। তারপরে মাঠে নামেন কাজ করতে। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘আমলকি’। সেখানে প্রথমে তিনি গবেষণামূলক কাজ শুরু করেন। বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন স্কিন ফর্মুলেশন সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণা চালান। সেখান থেকে জেনেছেন ব্যবহারকারীদের ত্বকের টোন, জীবনধারা, বাজার এবং আবহাওয়া অনুসারে সেরা পণ্যটি বের করার পদ্ধতি সম্পর্কে। এরপর মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চারজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে নন্দিতার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী ১০০ জন।
আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান নন্দিতা। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পারলারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
২ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
২ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
২ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
২ দিন আগে