ডেস্ক রিপোর্ট
হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতা ‘পল রেভারের রাইড’। ১৮৬১ সালে লেখা এই কবিতায় ফুটে ওঠে কীভাবে একজন সাধারণ আমেরিকান এক রাতের মধ্যে জনগণের নায়ক হয়ে ওঠেন।
১৭৭৫ সালে এক দুঃসাহসিক কাজ করেছিলেন পল রেভার। লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের আগে ব্রিটিশ সৈন্যদের আশপাশের এলাকাবাসীকে সতর্ক করেন তিনি। তবে তাঁর এই রেকর্ড ভেঙে দেন এক নারী। তাঁর নাম সিবিল লুডিংটন।
ষোড়শী সিবিল লুডিংটন এক গভীর রাতে ঘোড়ার পিঠে সওয়ার হন। তাঁর কাঁধে ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে নিজের গ্রামবাসীকে সচেতন করার বিশাল দায়িত্ব। তিনি প্রায় ৪০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন এ কাজের জন্য, যা পল রেভারের বিখ্যাত রাইডের যাত্রাপথের দৈর্ঘ্যের প্রায় তিন গুণ।
ড্যানবারি শহরে আক্রমণ করা হচ্ছে—এমন খবর পেয়ে কোনো কিছু না ভেবেই ঘোড়ায় চড়ে ঘরে ঘরে সতর্কবাণী পৌঁছাতে রওনা দেন সিবিল। অনেকে বলেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। আবার অনেকে মনে করেন, তাঁর বাবা তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন বলেই তিনি এমন দুঃসাহসিক যাত্রা করেছিলেন।
এ ঘটনার দুই বছর পর ১৭৭৭ সালের ২৬ এপ্রিল সিবিল লুডিংটন মাঝরাতে ঘোড়ার পিঠে চড়ে আমেরিকান মিলিশিয়াদের সতর্ক করেছিলেন ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে। জীবনের ঝুঁকি নিয়ে করা এসব কাজ তাঁকে স্মরণীয় করে রেখেছে।
হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতা ‘পল রেভারের রাইড’। ১৮৬১ সালে লেখা এই কবিতায় ফুটে ওঠে কীভাবে একজন সাধারণ আমেরিকান এক রাতের মধ্যে জনগণের নায়ক হয়ে ওঠেন।
১৭৭৫ সালে এক দুঃসাহসিক কাজ করেছিলেন পল রেভার। লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের আগে ব্রিটিশ সৈন্যদের আশপাশের এলাকাবাসীকে সতর্ক করেন তিনি। তবে তাঁর এই রেকর্ড ভেঙে দেন এক নারী। তাঁর নাম সিবিল লুডিংটন।
ষোড়শী সিবিল লুডিংটন এক গভীর রাতে ঘোড়ার পিঠে সওয়ার হন। তাঁর কাঁধে ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে নিজের গ্রামবাসীকে সচেতন করার বিশাল দায়িত্ব। তিনি প্রায় ৪০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন এ কাজের জন্য, যা পল রেভারের বিখ্যাত রাইডের যাত্রাপথের দৈর্ঘ্যের প্রায় তিন গুণ।
ড্যানবারি শহরে আক্রমণ করা হচ্ছে—এমন খবর পেয়ে কোনো কিছু না ভেবেই ঘোড়ায় চড়ে ঘরে ঘরে সতর্কবাণী পৌঁছাতে রওনা দেন সিবিল। অনেকে বলেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। আবার অনেকে মনে করেন, তাঁর বাবা তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন বলেই তিনি এমন দুঃসাহসিক যাত্রা করেছিলেন।
এ ঘটনার দুই বছর পর ১৭৭৭ সালের ২৬ এপ্রিল সিবিল লুডিংটন মাঝরাতে ঘোড়ার পিঠে চড়ে আমেরিকান মিলিশিয়াদের সতর্ক করেছিলেন ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে। জীবনের ঝুঁকি নিয়ে করা এসব কাজ তাঁকে স্মরণীয় করে রেখেছে।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
২ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
২ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
২ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
২ দিন আগে