নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত গৃহকর্মী সুরক্ষা আইন পাস করার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে হাসপাতাল ও সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে ভুক্তভোগীর চিকিৎসাসেবা, কাউন্সেলিংসহ পুনর্বাসন নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এরপর কমিশনকে জানানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৩ নভেম্বর গণমাধ্যমে ‘এতিম রিয়া মণিকে ছ্যাঁকা দিতে দিতে কবিতা লিখতেন তিনি!’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। পিতামাতাহীন অসহায় শিশুর প্রতি বর্ণিত নির্যাতনের অভিযোগ মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে কমিশন।
প্রতিষ্ঠানটি মনে করে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ বা সুয়োমোটো গ্রহণ করেছে।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, দেশে গৃহকর্মীদের সুরক্ষার জন্য ‘গৃহকর্মী সুরক্ষা নীতিমালা’ থাকলেও সাম্প্রতিক সময়ে গৃহকর্মী নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গৃহকর্মীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল অবস্থানে থাকায় নির্যাতনে জড়িতদের সাজা হয় না বললে চলে। ফলে সমাজে গৃহকর্মী নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতি চলছে। কোনো কোনো ঘটনায় মামলা হলে অনেক ক্ষেত্রে অর্থ, পেশিশক্তি এবং রাজনৈতিক দাপটের কাছে পরাস্ত হতে হয় দুর্বলদের।
এই অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, প্রস্তাবিত গৃহকর্মী সুরক্ষা আইন পাস করা জরুরি।
প্রস্তাবিত গৃহকর্মী সুরক্ষা আইন পাস করার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে হাসপাতাল ও সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে ভুক্তভোগীর চিকিৎসাসেবা, কাউন্সেলিংসহ পুনর্বাসন নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এরপর কমিশনকে জানানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৩ নভেম্বর গণমাধ্যমে ‘এতিম রিয়া মণিকে ছ্যাঁকা দিতে দিতে কবিতা লিখতেন তিনি!’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। পিতামাতাহীন অসহায় শিশুর প্রতি বর্ণিত নির্যাতনের অভিযোগ মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে কমিশন।
প্রতিষ্ঠানটি মনে করে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ বা সুয়োমোটো গ্রহণ করেছে।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, দেশে গৃহকর্মীদের সুরক্ষার জন্য ‘গৃহকর্মী সুরক্ষা নীতিমালা’ থাকলেও সাম্প্রতিক সময়ে গৃহকর্মী নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গৃহকর্মীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল অবস্থানে থাকায় নির্যাতনে জড়িতদের সাজা হয় না বললে চলে। ফলে সমাজে গৃহকর্মী নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতি চলছে। কোনো কোনো ঘটনায় মামলা হলে অনেক ক্ষেত্রে অর্থ, পেশিশক্তি এবং রাজনৈতিক দাপটের কাছে পরাস্ত হতে হয় দুর্বলদের।
এই অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, প্রস্তাবিত গৃহকর্মী সুরক্ষা আইন পাস করা জরুরি।
মৃত্যুদণ্ড দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা যায়, এমন প্রমাণাদি নেই বলে মন্তব্য করেছেন ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে লিঙ্গভিত্তিক...
৪ দিন আগেশিশুদের সাইকোলজি আগে বুঝতে হবে—যতটা সরলীকরণ করা যায়। পরের পাতায় কী আছে, এ রকম একটা কৌতূহল রাখি। রংটা খুব উজ্জ্বল থাকে। সামাজিক সচেতনতা বাড়ায়, চিন্তার বিকাশ ঘটায়—এমন কাজ করি। চরিত্রদের এক্সপ্রেশনে ব্যাপক ফান থাকতে হবে।
৫ দিন আগে‘বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে।’ নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন পাঁচ নারী পর্বতারোহী। ‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ বিষয়ে এক আলাপচারিতায় এ কথা বলেন তাঁরা। গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে একটি অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা
৫ দিন আগেআমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি। তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত।
১২ দিন আগে