Ajker Patrika

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৬: ০৭
আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

প্রশ্ন: আমি বিবাহিত এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমার বড় ভাই আছেন। মা-বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে না। এমনকি বড় ভাই ফোন ধরেন না। আমার জানার বিষয় ছিল, বাবার সম্পত্তিতে আমি কত অংশ পাব? আমি কীভাবে এই সম্পত্তি পেতে পারি?

নাবিলা, বগুড়া

উওর: আপনার দাদা-দাদি জীবিত আছেন কি না, সেটা বলেননি। যদি দাদা-দাদি জীবিত না থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে আপনি তিন ভাগের এক ভাগ পাবেন। আর দাদা-দাদি জীবিত থাকলে আপনি পুরো সম্পত্তির ১৮ ভাগের ৪ ভাগ পাবেন। সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে আপস বণ্টন করে নিতে পারেন। সেটা সম্ভব না হলে বাঁটোয়ারা মোকদ্দমা করতে হবে।

প্রশ্ন: মা-বাবা মারা যাওয়ার আগে আমাদের জায়গাজমি, ভিটেমাটি সমান অংশে ভাগ করে দিয়ে গেছেন। ভিটেমাটি ভাগ করার পর আমার বড় ভাই তাঁর এক সন্তান রেখে মারা যান। কয়েক মাস পর আমার ভাবি তাঁদের অংশে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি এমনভাবে বাড়ি তৈরি করেছেন, তাতে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। চলাচলের জন্য তিনি রাস্তা দিচ্ছেন না। আমি একজন কর্মজীবী নারী। এখন কী করতে পারি? জমির অংশ পরিবর্তন করতে পারব কি?

সালমা, নোয়াখালী

উত্তর: আপনাদের মধ্যে বাঁটোয়ারা হয়ে থাকলে সেই অনুযায়ী ভোগদখল করতে পারেন। চলাচলের সুবিধার জন্য আপনি ইজমেন্টস অ্যাক্ট অনুযায়ী মোকদ্দমা করতে পারবেন।

পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত