ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
আমরা তিন বোন। বড় বোনের বিয়ে হয়েছে। আমার মাস্টার্স শেষ হয়েছে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। বাবা মারা গেছেন ১৩ বছর আগে। তখন থেকে ভাড়া বাসায় থাকি। চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মা অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মায়ের বয়স হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি দেশের বাইরে পড়তে যেতে চাই। ছোট বোনের লেখাপড়া বাকি। আমরা চাইলেও আমাদের বাবার বাড়িতে যেতে পারছি না। বাবার নামের জমিজমা থেকে কোনো ফসলও আমাদের দেওয়া হয় না। জমি কিংবা বাড়ির জন্য কীভাবে আমরা আইনি সহায়তা পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, সাভার, ঢাকা
আপনার মৃত বাবার সম্পত্তিতে আপনার মা ও আপনাদের তিন বোনের অধিকার আছে। আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক মুসলিম নারী—তিনি বিবাহিত হোন বা না হোন, সম্পদের মালিক হতে পারেন। মালিকানা হস্তান্তরও করতে পারেন। তাঁর মাতা-পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ন্যায়সংগত অধিকার রয়েছে। উত্তরাধিকারে নারীর অধিকারের কথা সুস্পষ্টভাবে ধর্মীয় বিধানেও বলা আছে। যদি কোনো নারীর ভাই না থাকে, তাহলে তিনি (একা হলে) পিতার ত্যাজ্য সমুদয় সম্পত্তির অর্ধেক পাবেন। আর যদি তাঁরা দুই বোন বা ততোধিক হন এবং কোনো ভাই না থাকে, তাহলে তাঁরা পিতা/মাতার সমুদয় সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন।
স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও রয়েছে নারীর অধিকার। ইসলামে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার খুব মজবুতভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। যদি কারও স্বামীর মৃত্যু হয়, আর স্বামীর কোনো সন্তান না থাকে, তাহলে স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন স্ত্রী। আর যদি স্বামীর সন্তান থাকে, তাহলে স্ত্রী পাবেন মোট সম্পদের ৮ ভাগের ১ ভাগ।
এ ক্ষেত্রে আপনার মা পাবেন ৮ ভাগের ১ ভাগ। তিন বোন ও আপনার মায়ের পর মৃত বাবার বাকি সম্পত্তি পাবেন আপনার চাচা ও ফুফুরা। দাদি বেঁচে থাকলে তিনিও পাবেন।
এখানে উল্লেখ্য, ইসলামে পরিবারের পুরুষ সদস্যদের যেমন সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তেমনি দায়িত্বও। কোনো ভাইয়ের যখন পুত্রসন্তান থাকে না, তখন ‘মৃত ব্যক্তির’ ভাইয়ের ‘মৃত ব্যক্তির সম্পত্তিতে’ যেমন অধিকার দেওয়া হয়েছে, তেমনই মৃত ব্যক্তির নাবালক সন্তানদের ভরণপোষণের এবং কন্যাসন্তানদের বিয়েশাদির খরচের দায়িত্বও দেওয়া হয়েছে।
আপনার চাচাদের প্রথমে উকিল নোটিশ পাঠাতে পারেন। অথবা আপস বণ্টন করে নিতে পারেন। এতে কাজ না হলে নিম্ন আদালতে মামলা করতে হবে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমরা তিন বোন। বড় বোনের বিয়ে হয়েছে। আমার মাস্টার্স শেষ হয়েছে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। বাবা মারা গেছেন ১৩ বছর আগে। তখন থেকে ভাড়া বাসায় থাকি। চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মা অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মায়ের বয়স হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি দেশের বাইরে পড়তে যেতে চাই। ছোট বোনের লেখাপড়া বাকি। আমরা চাইলেও আমাদের বাবার বাড়িতে যেতে পারছি না। বাবার নামের জমিজমা থেকে কোনো ফসলও আমাদের দেওয়া হয় না। জমি কিংবা বাড়ির জন্য কীভাবে আমরা আইনি সহায়তা পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, সাভার, ঢাকা
আপনার মৃত বাবার সম্পত্তিতে আপনার মা ও আপনাদের তিন বোনের অধিকার আছে। আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক মুসলিম নারী—তিনি বিবাহিত হোন বা না হোন, সম্পদের মালিক হতে পারেন। মালিকানা হস্তান্তরও করতে পারেন। তাঁর মাতা-পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ন্যায়সংগত অধিকার রয়েছে। উত্তরাধিকারে নারীর অধিকারের কথা সুস্পষ্টভাবে ধর্মীয় বিধানেও বলা আছে। যদি কোনো নারীর ভাই না থাকে, তাহলে তিনি (একা হলে) পিতার ত্যাজ্য সমুদয় সম্পত্তির অর্ধেক পাবেন। আর যদি তাঁরা দুই বোন বা ততোধিক হন এবং কোনো ভাই না থাকে, তাহলে তাঁরা পিতা/মাতার সমুদয় সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন।
স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও রয়েছে নারীর অধিকার। ইসলামে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার খুব মজবুতভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। যদি কারও স্বামীর মৃত্যু হয়, আর স্বামীর কোনো সন্তান না থাকে, তাহলে স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন স্ত্রী। আর যদি স্বামীর সন্তান থাকে, তাহলে স্ত্রী পাবেন মোট সম্পদের ৮ ভাগের ১ ভাগ।
এ ক্ষেত্রে আপনার মা পাবেন ৮ ভাগের ১ ভাগ। তিন বোন ও আপনার মায়ের পর মৃত বাবার বাকি সম্পত্তি পাবেন আপনার চাচা ও ফুফুরা। দাদি বেঁচে থাকলে তিনিও পাবেন।
এখানে উল্লেখ্য, ইসলামে পরিবারের পুরুষ সদস্যদের যেমন সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তেমনি দায়িত্বও। কোনো ভাইয়ের যখন পুত্রসন্তান থাকে না, তখন ‘মৃত ব্যক্তির’ ভাইয়ের ‘মৃত ব্যক্তির সম্পত্তিতে’ যেমন অধিকার দেওয়া হয়েছে, তেমনই মৃত ব্যক্তির নাবালক সন্তানদের ভরণপোষণের এবং কন্যাসন্তানদের বিয়েশাদির খরচের দায়িত্বও দেওয়া হয়েছে।
আপনার চাচাদের প্রথমে উকিল নোটিশ পাঠাতে পারেন। অথবা আপস বণ্টন করে নিতে পারেন। এতে কাজ না হলে নিম্ন আদালতে মামলা করতে হবে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মৃত্যুদণ্ড দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা যায়, এমন প্রমাণাদি নেই বলে মন্তব্য করেছেন ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে লিঙ্গভিত্তিক...
৩ দিন আগেশিশুদের সাইকোলজি আগে বুঝতে হবে—যতটা সরলীকরণ করা যায়। পরের পাতায় কী আছে, এ রকম একটা কৌতূহল রাখি। রংটা খুব উজ্জ্বল থাকে। সামাজিক সচেতনতা বাড়ায়, চিন্তার বিকাশ ঘটায়—এমন কাজ করি। চরিত্রদের এক্সপ্রেশনে ব্যাপক ফান থাকতে হবে।
৫ দিন আগে‘বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে।’ নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন পাঁচ নারী পর্বতারোহী। ‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ বিষয়ে এক আলাপচারিতায় এ কথা বলেন তাঁরা। গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে একটি অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা
৫ দিন আগেআমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি। তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত।
১২ দিন আগে