ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
আমরা তিন বোন। বড় বোনের বিয়ে হয়েছে। আমার মাস্টার্স শেষ হয়েছে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। বাবা মারা গেছেন ১৩ বছর আগে। তখন থেকে ভাড়া বাসায় থাকি। চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মা অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মায়ের বয়স হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি দেশের বাইরে পড়তে যেতে চাই। ছোট বোনের লেখাপড়া বাকি। আমরা চাইলেও আমাদের বাবার বাড়িতে যেতে পারছি না। বাবার নামের জমিজমা থেকে কোনো ফসলও আমাদের দেওয়া হয় না। জমি কিংবা বাড়ির জন্য কীভাবে আমরা আইনি সহায়তা পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, সাভার, ঢাকা
আপনার মৃত বাবার সম্পত্তিতে আপনার মা ও আপনাদের তিন বোনের অধিকার আছে। আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক মুসলিম নারী—তিনি বিবাহিত হোন বা না হোন, সম্পদের মালিক হতে পারেন। মালিকানা হস্তান্তরও করতে পারেন। তাঁর মাতা-পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ন্যায়সংগত অধিকার রয়েছে। উত্তরাধিকারে নারীর অধিকারের কথা সুস্পষ্টভাবে ধর্মীয় বিধানেও বলা আছে। যদি কোনো নারীর ভাই না থাকে, তাহলে তিনি (একা হলে) পিতার ত্যাজ্য সমুদয় সম্পত্তির অর্ধেক পাবেন। আর যদি তাঁরা দুই বোন বা ততোধিক হন এবং কোনো ভাই না থাকে, তাহলে তাঁরা পিতা/মাতার সমুদয় সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন।
স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও রয়েছে নারীর অধিকার। ইসলামে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার খুব মজবুতভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। যদি কারও স্বামীর মৃত্যু হয়, আর স্বামীর কোনো সন্তান না থাকে, তাহলে স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন স্ত্রী। আর যদি স্বামীর সন্তান থাকে, তাহলে স্ত্রী পাবেন মোট সম্পদের ৮ ভাগের ১ ভাগ।
এ ক্ষেত্রে আপনার মা পাবেন ৮ ভাগের ১ ভাগ। তিন বোন ও আপনার মায়ের পর মৃত বাবার বাকি সম্পত্তি পাবেন আপনার চাচা ও ফুফুরা। দাদি বেঁচে থাকলে তিনিও পাবেন।
এখানে উল্লেখ্য, ইসলামে পরিবারের পুরুষ সদস্যদের যেমন সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তেমনি দায়িত্বও। কোনো ভাইয়ের যখন পুত্রসন্তান থাকে না, তখন ‘মৃত ব্যক্তির’ ভাইয়ের ‘মৃত ব্যক্তির সম্পত্তিতে’ যেমন অধিকার দেওয়া হয়েছে, তেমনই মৃত ব্যক্তির নাবালক সন্তানদের ভরণপোষণের এবং কন্যাসন্তানদের বিয়েশাদির খরচের দায়িত্বও দেওয়া হয়েছে।
আপনার চাচাদের প্রথমে উকিল নোটিশ পাঠাতে পারেন। অথবা আপস বণ্টন করে নিতে পারেন। এতে কাজ না হলে নিম্ন আদালতে মামলা করতে হবে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আমরা তিন বোন। বড় বোনের বিয়ে হয়েছে। আমার মাস্টার্স শেষ হয়েছে। ছোট বোন নবম শ্রেণিতে পড়ে। বাবা মারা গেছেন ১৩ বছর আগে। তখন থেকে ভাড়া বাসায় থাকি। চাচারা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মা অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মায়ের বয়স হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি দেশের বাইরে পড়তে যেতে চাই। ছোট বোনের লেখাপড়া বাকি। আমরা চাইলেও আমাদের বাবার বাড়িতে যেতে পারছি না। বাবার নামের জমিজমা থেকে কোনো ফসলও আমাদের দেওয়া হয় না। জমি কিংবা বাড়ির জন্য কীভাবে আমরা আইনি সহায়তা পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, সাভার, ঢাকা
আপনার মৃত বাবার সম্পত্তিতে আপনার মা ও আপনাদের তিন বোনের অধিকার আছে। আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক মুসলিম নারী—তিনি বিবাহিত হোন বা না হোন, সম্পদের মালিক হতে পারেন। মালিকানা হস্তান্তরও করতে পারেন। তাঁর মাতা-পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ন্যায়সংগত অধিকার রয়েছে। উত্তরাধিকারে নারীর অধিকারের কথা সুস্পষ্টভাবে ধর্মীয় বিধানেও বলা আছে। যদি কোনো নারীর ভাই না থাকে, তাহলে তিনি (একা হলে) পিতার ত্যাজ্য সমুদয় সম্পত্তির অর্ধেক পাবেন। আর যদি তাঁরা দুই বোন বা ততোধিক হন এবং কোনো ভাই না থাকে, তাহলে তাঁরা পিতা/মাতার সমুদয় সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন।
স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতেও রয়েছে নারীর অধিকার। ইসলামে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার খুব মজবুতভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। যদি কারও স্বামীর মৃত্যু হয়, আর স্বামীর কোনো সন্তান না থাকে, তাহলে স্বামীর সমুদয় সম্পত্তির এক-চতুর্থাংশ পাবেন স্ত্রী। আর যদি স্বামীর সন্তান থাকে, তাহলে স্ত্রী পাবেন মোট সম্পদের ৮ ভাগের ১ ভাগ।
এ ক্ষেত্রে আপনার মা পাবেন ৮ ভাগের ১ ভাগ। তিন বোন ও আপনার মায়ের পর মৃত বাবার বাকি সম্পত্তি পাবেন আপনার চাচা ও ফুফুরা। দাদি বেঁচে থাকলে তিনিও পাবেন।
এখানে উল্লেখ্য, ইসলামে পরিবারের পুরুষ সদস্যদের যেমন সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তেমনি দায়িত্বও। কোনো ভাইয়ের যখন পুত্রসন্তান থাকে না, তখন ‘মৃত ব্যক্তির’ ভাইয়ের ‘মৃত ব্যক্তির সম্পত্তিতে’ যেমন অধিকার দেওয়া হয়েছে, তেমনই মৃত ব্যক্তির নাবালক সন্তানদের ভরণপোষণের এবং কন্যাসন্তানদের বিয়েশাদির খরচের দায়িত্বও দেওয়া হয়েছে।
আপনার চাচাদের প্রথমে উকিল নোটিশ পাঠাতে পারেন। অথবা আপস বণ্টন করে নিতে পারেন। এতে কাজ না হলে নিম্ন আদালতে মামলা করতে হবে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৪ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৪ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৪ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৪ দিন আগে