সম্পাদকীয়
ভ্যান গঘ হচ্ছেন সেই শিল্পী, যিনি জীবদ্দশায় তাঁর কীর্তির জন্য বাহবা পাননি। তাঁর আঁকা ছবি পেয়েছে শুধু তাচ্ছিল্য। ভ্যান গঘ বড় শিল্পী হিসেবে স্বীকৃত হন মরণের পর। একটা অসুখ ছিল তাঁর। মানসিক অসুখ। সেই অসুখ তাঁকে স্বস্তি দেয়নি। ‘দ্য স্টারি নাইট’ ছবিটি যখন আঁকলেন, তখন তিনি মানসিক হাসপাতালে। এর আগে বন্ধু পল গগাঁর সঙ্গে মারপিট করেছেন, নিজ হাতে কেটে নিয়েছেন নিজের কান। সে এক ভিন্ন গল্প। এই অসাধারণ রাতের নক্ষত্রপুঞ্জের ছবি তিনি এঁকেছিলেন জানালা দিয়ে অপূর্ব রাতকে স্বাগত জানিয়ে। গ্রামের পটভূমিতে এগারোটি তারাকে দেখা যায় অগ্নিগোলকের মতো ঘুরপাক খাচ্ছে। ১৮৮৯ সালে তিনি এঁকেছিলেন ছবিটি। ১৮৯০ সালে তিনি মারা যান।
ভ্যান গঘ হচ্ছেন সেই শিল্পী, যিনি জীবদ্দশায় তাঁর কীর্তির জন্য বাহবা পাননি। তাঁর আঁকা ছবি পেয়েছে শুধু তাচ্ছিল্য। ভ্যান গঘ বড় শিল্পী হিসেবে স্বীকৃত হন মরণের পর। একটা অসুখ ছিল তাঁর। মানসিক অসুখ। সেই অসুখ তাঁকে স্বস্তি দেয়নি। ‘দ্য স্টারি নাইট’ ছবিটি যখন আঁকলেন, তখন তিনি মানসিক হাসপাতালে। এর আগে বন্ধু পল গগাঁর সঙ্গে মারপিট করেছেন, নিজ হাতে কেটে নিয়েছেন নিজের কান। সে এক ভিন্ন গল্প। এই অসাধারণ রাতের নক্ষত্রপুঞ্জের ছবি তিনি এঁকেছিলেন জানালা দিয়ে অপূর্ব রাতকে স্বাগত জানিয়ে। গ্রামের পটভূমিতে এগারোটি তারাকে দেখা যায় অগ্নিগোলকের মতো ঘুরপাক খাচ্ছে। ১৮৮৯ সালে তিনি এঁকেছিলেন ছবিটি। ১৮৯০ সালে তিনি মারা যান।
এমএ পড়ার সময় আমি কবিতা লিখেছি, প্রবন্ধ লিখেছি; কিন্তু কোনো গোষ্ঠীতে যোগ দিইনি। আমি দেখেছি কবি হওয়ার জন্যেও সাহিত্যিক রাজনীতি লাগে, বিভিন্ন সংঘে যোগ দিতে হয়, গুরু ধরতে হয়, অনেকের কাছে খুব বিনীত থাকতে হয়, লেখাপড়া ছেড়ে দিয়ে গাঁজাটাজা খেতে হয়, বেশ্যাবাড়ি যেতে হয়—আমি এসব করিনি।
১ দিন আগেআনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে হাকিম হাবিবুর রহমান লেনে বড় কাটরার আদলে কিন্তু আকৃতিতে ছোট ইমারতের নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৬৭১ সালে। ইমারতটি পরিচিত ছোট কাটরা নামে। শায়েস্তা খাঁর আমলে এটি নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য।
২ দিন আগেটেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন দিনাজপুরের মধ্যযুগীয় কান্তজিউ মন্দির। নানা পৌরাণিক কাহিনি পোড়ামাটির অলংকরণে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ শুরু করেন ১৭০৪ খ্রিষ্টাব্দে।
৪ দিন আগেরাজধানীর লালবাগে খান মোহাম্মদ মৃধা মসজিদের ভেতরে এখনো ফারসি ভাষার যে শিলালিপিটি আছে, তাতে পাওয়া তথ্যমতে, ঢাকার প্রধান বিচারক কাজী ইবাদুল্লাহের আদেশে আতিশখানা এলাকায় হিজরি ১১১৬ সালে খান মোহাম্মদ নির্মাণ করেন এই মসজিদটি।
৫ দিন আগে