সম্পাদকীয়
একজন লেখক তাঁর সৃষ্ট চরিত্রদের সঙ্গে উঠছেন, বসছেন, তাঁদের সঙ্গে বাস্তব ব্যবহার করছেন—এ রকম ঘটনা কতগুলো আছে, তা জানা নেই। কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে তাঁর অমর সৃষ্টি ব্যোমকেশকে তাঁর চলন-বলনের মধ্যেই রাখতেন, সেটা জানা শক্ত নয়।
ইদানীং চলচ্চিত্রের কল্যাণে ব্যোমকেশ জনপ্রিয় হয়েছেন। কিন্তু এটাও সত্য, যখন ব্যোমকেশের গোয়েন্দাকাহিনি ছাপা হচ্ছিল, তখনো তা জনপ্রিয় ছিল। যাঁরা ব্যোমকেশের রহস্যকাহিনি পড়েছেন, তাঁরা জানেন যে একটা রহস্য ভেদ করতে গিয়েই সত্যবতীর সঙ্গে দেখা হয়েছিল ব্যোমকেশের। এরপর পরিণয়। বিখ্যাত গোয়েন্দা বা গুপ্তচরদের বিয়ে করতে নেই। শার্লক হোমস, এরকুল পুয়ারো, ফেলুদা, মাসুদ রানা—তাঁরা কেউই বিবাহিত নন। কিন্তু শরদিন্দুর ব্যোমকেশ সত্যবতীর স্বামী এবং তাঁদের পারিবারিক খুনসুটি কিংবা সত্যিকার ঝগড়াও ব্যোমকেশ সিরিজকে ব্যতিক্রমী করে তুলেছে।
ব্যোমকেশের আয় বেশি নয়। সচ্ছল তিনি নন। কলকাতায় যখন ট্যাক্সি পাওয়া কঠিন, তখন পাঠকদের অনেকের মনে হলো, সত্যবতী-ব্যোমকেশের একটা গাড়ি থাকা উচিত। নইলে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকা কিংবা রিকশায় করে কোথাও যাওয়া—এ ধরনের ঘটনা পাঠককে খুব কষ্ট দিত।
একবার প্রতুলচন্দ্র গুপ্ত শরদিন্দুকে লিখলেন, ‘ওদের (ব্যোমকেশ ও সত্যবতী) নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে। আপনি যখন বাড়ি করে দিয়েছেন, এবার সত্যবতীকে একটা গাড়ি কিনে দিন। আমি দেখেছি, বিয়ের নিমন্ত্রণে যাবে বলে ওরা দুজনে গোলপার্কের কাছে দাঁড়িয়ে আছে। ট্যাক্সি ড্রাইভার অবহেলা করে চলে যাচ্ছে।’
উত্তরে শরদিন্দু লিখলেন, ‘সত্যবতীর ডিমান্ড ক্রমে বেড়ে চলেছে। বাড়ি পেয়েছে, তাতেও তৃপ্তি নেই। এখন গাড়ি চাই। বেচারা ব্যোমকেশ কোথা থেকে পায়, বলুন দেখি! সত্যবতীকে একটা অটোরিকশা কিনে দিলে হয় না? কথাটা বিবেচনা করে দেখবেন।’
প্রতুল বোঝানোর চেষ্টা করলেন, গোয়েন্দার বউ অটোরিকশার মালিক হলে সেটা ভালো দেখায় না। কিন্তু শরদিন্দু তাতে গললেন না। লিখলেন, ‘আমি ব্যোমকেশের হাত দেখেছি। তার বরাতে গাড়ি নেই।’
সূত্র: প্রফুল্ল চন্দ্র গুপ্ত, ব্যোমকেশ সমগ্র
একজন লেখক তাঁর সৃষ্ট চরিত্রদের সঙ্গে উঠছেন, বসছেন, তাঁদের সঙ্গে বাস্তব ব্যবহার করছেন—এ রকম ঘটনা কতগুলো আছে, তা জানা নেই। কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে তাঁর অমর সৃষ্টি ব্যোমকেশকে তাঁর চলন-বলনের মধ্যেই রাখতেন, সেটা জানা শক্ত নয়।
ইদানীং চলচ্চিত্রের কল্যাণে ব্যোমকেশ জনপ্রিয় হয়েছেন। কিন্তু এটাও সত্য, যখন ব্যোমকেশের গোয়েন্দাকাহিনি ছাপা হচ্ছিল, তখনো তা জনপ্রিয় ছিল। যাঁরা ব্যোমকেশের রহস্যকাহিনি পড়েছেন, তাঁরা জানেন যে একটা রহস্য ভেদ করতে গিয়েই সত্যবতীর সঙ্গে দেখা হয়েছিল ব্যোমকেশের। এরপর পরিণয়। বিখ্যাত গোয়েন্দা বা গুপ্তচরদের বিয়ে করতে নেই। শার্লক হোমস, এরকুল পুয়ারো, ফেলুদা, মাসুদ রানা—তাঁরা কেউই বিবাহিত নন। কিন্তু শরদিন্দুর ব্যোমকেশ সত্যবতীর স্বামী এবং তাঁদের পারিবারিক খুনসুটি কিংবা সত্যিকার ঝগড়াও ব্যোমকেশ সিরিজকে ব্যতিক্রমী করে তুলেছে।
ব্যোমকেশের আয় বেশি নয়। সচ্ছল তিনি নন। কলকাতায় যখন ট্যাক্সি পাওয়া কঠিন, তখন পাঠকদের অনেকের মনে হলো, সত্যবতী-ব্যোমকেশের একটা গাড়ি থাকা উচিত। নইলে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকা কিংবা রিকশায় করে কোথাও যাওয়া—এ ধরনের ঘটনা পাঠককে খুব কষ্ট দিত।
একবার প্রতুলচন্দ্র গুপ্ত শরদিন্দুকে লিখলেন, ‘ওদের (ব্যোমকেশ ও সত্যবতী) নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে। আপনি যখন বাড়ি করে দিয়েছেন, এবার সত্যবতীকে একটা গাড়ি কিনে দিন। আমি দেখেছি, বিয়ের নিমন্ত্রণে যাবে বলে ওরা দুজনে গোলপার্কের কাছে দাঁড়িয়ে আছে। ট্যাক্সি ড্রাইভার অবহেলা করে চলে যাচ্ছে।’
উত্তরে শরদিন্দু লিখলেন, ‘সত্যবতীর ডিমান্ড ক্রমে বেড়ে চলেছে। বাড়ি পেয়েছে, তাতেও তৃপ্তি নেই। এখন গাড়ি চাই। বেচারা ব্যোমকেশ কোথা থেকে পায়, বলুন দেখি! সত্যবতীকে একটা অটোরিকশা কিনে দিলে হয় না? কথাটা বিবেচনা করে দেখবেন।’
প্রতুল বোঝানোর চেষ্টা করলেন, গোয়েন্দার বউ অটোরিকশার মালিক হলে সেটা ভালো দেখায় না। কিন্তু শরদিন্দু তাতে গললেন না। লিখলেন, ‘আমি ব্যোমকেশের হাত দেখেছি। তার বরাতে গাড়ি নেই।’
সূত্র: প্রফুল্ল চন্দ্র গুপ্ত, ব্যোমকেশ সমগ্র
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১২ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
১ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৩ দিন আগে