সম্পাদকীয়
যখন বিয়ে হয়, তখন কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। বাংলার লেকচারার। মমতাজ তখন পড়ছেন ক্লাস নাইনে। থাকতেন নারায়ণগঞ্জে নানার বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ছিলেন মমতাজদের আত্মীয়। তিনিই একদিন নানার অনুমতি নিয়ে কবিকে নিয়ে আসেন নারায়ণগঞ্জে।
নানা ছিলেন মৌলভী। কিন্তু তিনি গান ভালোবাসতেন। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন তিনি। জ্ঞানী-গুণী মানুষের সমাদর করতেন। মেহমান এলে শাহি খাবারের বন্দোবস্ত থাকত।
কবি যেদিন এলেন, সেদিন দুপুরে খাওয়া শেষ করে মমতাজ অপেক্ষা করছিলেন গৃহশিক্ষক অমীয় বাবুর জন্য। অমীয় বাবু এলেন; কিন্তু বললেন, ‘আজ তোমাদের বাড়িতে মেহমান আসবেন, তাই আমি চলে যাচ্ছি।’
সবাইকে কাজ করতে দেখে মমতাজও লেগে গেলেন কাজে। চেয়ার-টেবিল ঠিকঠাক করছেন, এ সময় লম্বা, স্বাস্থ্যবান, শ্যামলা এক সুপুরুষ এসে ঢুকল ঘরে। সম্পূর্ণ অপরিচিত পুরুষ হুট করে ঢুকে পড়ায় একটু হকচকিয়ে গেলেন মমতাজ। ভদ্রলোকের পরনে ধুতি-পাঞ্জাবি। গায়ে একটা চাদর। ভদ্রলোক দুম করে বসে পড়লেন এক চেয়ারে। তারপর বললেন, ‘খুকি, তুমি কবিতা ভালোবাসো?’
‘না।’ বললেন মমতাজ।
‘গান?’
‘না।’
এবার অবশ্য মিথ্যে বললেন মমতাজ। গান তিনি ভালোই করেন। মমতাজ কবির দিকে তাকালেন। দেখলেন, তাঁর সাদা দাঁতের ভেতর দুটি সোনার দাঁত চকচক করছে। ভদ্রলোক বললেন, ‘খুকি, তোমার খাতাটা কি আমি নিতে পারি?’
ভদ্রলোক খাতায় একটি কবিতা আর একটি গান লিখে দিলেন। মমতাজ জসীমউদ্দীনের কবিতাটি মনে রাখতে পেরেছিলেন। ‘আমারে করিও ক্ষমা/ সুন্দরী অনুপমা/ তোমার শান্তির নিভৃত আলয়ে/ হয়তো তোমার খেলার বাসরে/ অপরাধ রবে জমা/ আমারে করিও ক্ষমা...’।
মজার ব্যাপার, মমতাজ তখনো জানতেন না, ইনিই হচ্ছেন কবি জসীমউদ্দীন। তবে মমতাজকে যে কবির পছন্দ হয়েছে, সেটা বোঝা যাচ্ছিল, ঘন ঘন এই বাড়িতে কবির আগমনের কারণে। বিয়ের ব্যাপারটাও দারুণ মজার। সেটা বলা হবে পরে।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১৮-২০
যখন বিয়ে হয়, তখন কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। বাংলার লেকচারার। মমতাজ তখন পড়ছেন ক্লাস নাইনে। থাকতেন নারায়ণগঞ্জে নানার বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ছিলেন মমতাজদের আত্মীয়। তিনিই একদিন নানার অনুমতি নিয়ে কবিকে নিয়ে আসেন নারায়ণগঞ্জে।
নানা ছিলেন মৌলভী। কিন্তু তিনি গান ভালোবাসতেন। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন তিনি। জ্ঞানী-গুণী মানুষের সমাদর করতেন। মেহমান এলে শাহি খাবারের বন্দোবস্ত থাকত।
কবি যেদিন এলেন, সেদিন দুপুরে খাওয়া শেষ করে মমতাজ অপেক্ষা করছিলেন গৃহশিক্ষক অমীয় বাবুর জন্য। অমীয় বাবু এলেন; কিন্তু বললেন, ‘আজ তোমাদের বাড়িতে মেহমান আসবেন, তাই আমি চলে যাচ্ছি।’
সবাইকে কাজ করতে দেখে মমতাজও লেগে গেলেন কাজে। চেয়ার-টেবিল ঠিকঠাক করছেন, এ সময় লম্বা, স্বাস্থ্যবান, শ্যামলা এক সুপুরুষ এসে ঢুকল ঘরে। সম্পূর্ণ অপরিচিত পুরুষ হুট করে ঢুকে পড়ায় একটু হকচকিয়ে গেলেন মমতাজ। ভদ্রলোকের পরনে ধুতি-পাঞ্জাবি। গায়ে একটা চাদর। ভদ্রলোক দুম করে বসে পড়লেন এক চেয়ারে। তারপর বললেন, ‘খুকি, তুমি কবিতা ভালোবাসো?’
‘না।’ বললেন মমতাজ।
‘গান?’
‘না।’
এবার অবশ্য মিথ্যে বললেন মমতাজ। গান তিনি ভালোই করেন। মমতাজ কবির দিকে তাকালেন। দেখলেন, তাঁর সাদা দাঁতের ভেতর দুটি সোনার দাঁত চকচক করছে। ভদ্রলোক বললেন, ‘খুকি, তোমার খাতাটা কি আমি নিতে পারি?’
ভদ্রলোক খাতায় একটি কবিতা আর একটি গান লিখে দিলেন। মমতাজ জসীমউদ্দীনের কবিতাটি মনে রাখতে পেরেছিলেন। ‘আমারে করিও ক্ষমা/ সুন্দরী অনুপমা/ তোমার শান্তির নিভৃত আলয়ে/ হয়তো তোমার খেলার বাসরে/ অপরাধ রবে জমা/ আমারে করিও ক্ষমা...’।
মজার ব্যাপার, মমতাজ তখনো জানতেন না, ইনিই হচ্ছেন কবি জসীমউদ্দীন। তবে মমতাজকে যে কবির পছন্দ হয়েছে, সেটা বোঝা যাচ্ছিল, ঘন ঘন এই বাড়িতে কবির আগমনের কারণে। বিয়ের ব্যাপারটাও দারুণ মজার। সেটা বলা হবে পরে।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১৮-২০
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১৬ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
২ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৩ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৪ দিন আগে