সম্পাদকীয়
নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় তখন রুশ সাহিত্য নিয়ে মেতে আছেন। পড়েন সিটি কলেজে আইএ, আর পুলে লেনের একটি বাড়িতে মাস্টারি করেন। এর দু-তিন বাড়ি পরেই যতীন্দ্রমোহন বাগচীর বাড়ি। বাগচী-কবির বাড়িতে সে সময় কলকাতার সেরা সান্ধ্য মজলিশ বসত। নৃপেন শুধু ভাবেন এই মজলিশে ঢোকার সুযোগ কি কোনো দিন হবে তাঁর!
একদিন নৃপেনের ছাত্র বলল, ‘বাগচীবাড়িতে আজ “বিদ্রোহী”র কবি নজরুল আসবেন!’ সে কথা শুনে নিজের অলক্ষ্যেই নৃপেন ঢুকে পড়েছেন বাগচীবাড়িতে। নজরুলের গানে ভেসে যাচ্ছে আসর। এরপর পুশকিন, তলস্তয়, গোগল, দস্তয়ভস্কিকে নিয়ে আলোচনা! কেউ কোনো নামে ভুল করলে নৃপেন তা সবিনয়ে সংশোধন করে দিতে লাগলেন। নজরুলের চোখ পড়ল নৃপেনের দিকে।
আসর শেষে ঘর থেকে বের হয়েছেন নৃপেন। পেছন থেকে কে যেন ডাকল তাঁকে। আরে! স্বয়ং নজরুল! সঙ্গে মোসলেম ভারতের কর্ণধার আফজালুল হক।
নজরুল বললেন, ‘আপনার সঙ্গে আলাপ
করতে চাই।’
‘তাহলে আসুন, হাঁটি।’
নৃপেন থাকতেন কলকাতার উপান্তে চিংড়িঘাটায়। গল্প করতে করতে একেবারে চিংড়িঘাটা পর্যন্ত চলে গেলেন নজরুল আর আফজাল। এবার নৃপেন বললেন, ‘আপনারা পথ চিনে ফিরতে পারবেন না। চলুন, এগিয়ে দিই।’ এ কথা বলে নজরুলের আস্তানা কলেজ স্ট্রিট পর্যন্ত চলে এলেন নৃপেন। তখন নজরুল বললেন, ‘চলুন, এবার আপনাকে এগিয়ে দিই। পথ তো চিনে ফেলেছি।’ সেখানেই নজরুল নৃপেনকে বললেন, ধূমকেতু নামে একটি সাপ্তাহিক বের করছেন। নজরুল নৃপেনকে চাইলেন পত্রিকায়। বললেন, ‘আসুন, দেশের ঘুম ভাঙাই, ভয় ভাঙাই।’
নৃপেন উৎসাহিত হয়ে বললেন, ‘শুভ কাজে দেবতার কাছে আশীর্বাদ ভিক্ষা করবেন না?’
নজরুল টেলিগ্রাম করলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ কবে কাকে প্রত্যাখ্যান করেছেন? ধূমকেতুর জন্য তিনি লিখে দিলেন, ‘আয় চলে আয়রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু...’।
সূত্র: অচিন্ত্যকুমার সেন, কল্লোল যুগ, পৃষ্ঠা ৩৩–৩৫
নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় তখন রুশ সাহিত্য নিয়ে মেতে আছেন। পড়েন সিটি কলেজে আইএ, আর পুলে লেনের একটি বাড়িতে মাস্টারি করেন। এর দু-তিন বাড়ি পরেই যতীন্দ্রমোহন বাগচীর বাড়ি। বাগচী-কবির বাড়িতে সে সময় কলকাতার সেরা সান্ধ্য মজলিশ বসত। নৃপেন শুধু ভাবেন এই মজলিশে ঢোকার সুযোগ কি কোনো দিন হবে তাঁর!
একদিন নৃপেনের ছাত্র বলল, ‘বাগচীবাড়িতে আজ “বিদ্রোহী”র কবি নজরুল আসবেন!’ সে কথা শুনে নিজের অলক্ষ্যেই নৃপেন ঢুকে পড়েছেন বাগচীবাড়িতে। নজরুলের গানে ভেসে যাচ্ছে আসর। এরপর পুশকিন, তলস্তয়, গোগল, দস্তয়ভস্কিকে নিয়ে আলোচনা! কেউ কোনো নামে ভুল করলে নৃপেন তা সবিনয়ে সংশোধন করে দিতে লাগলেন। নজরুলের চোখ পড়ল নৃপেনের দিকে।
আসর শেষে ঘর থেকে বের হয়েছেন নৃপেন। পেছন থেকে কে যেন ডাকল তাঁকে। আরে! স্বয়ং নজরুল! সঙ্গে মোসলেম ভারতের কর্ণধার আফজালুল হক।
নজরুল বললেন, ‘আপনার সঙ্গে আলাপ
করতে চাই।’
‘তাহলে আসুন, হাঁটি।’
নৃপেন থাকতেন কলকাতার উপান্তে চিংড়িঘাটায়। গল্প করতে করতে একেবারে চিংড়িঘাটা পর্যন্ত চলে গেলেন নজরুল আর আফজাল। এবার নৃপেন বললেন, ‘আপনারা পথ চিনে ফিরতে পারবেন না। চলুন, এগিয়ে দিই।’ এ কথা বলে নজরুলের আস্তানা কলেজ স্ট্রিট পর্যন্ত চলে এলেন নৃপেন। তখন নজরুল বললেন, ‘চলুন, এবার আপনাকে এগিয়ে দিই। পথ তো চিনে ফেলেছি।’ সেখানেই নজরুল নৃপেনকে বললেন, ধূমকেতু নামে একটি সাপ্তাহিক বের করছেন। নজরুল নৃপেনকে চাইলেন পত্রিকায়। বললেন, ‘আসুন, দেশের ঘুম ভাঙাই, ভয় ভাঙাই।’
নৃপেন উৎসাহিত হয়ে বললেন, ‘শুভ কাজে দেবতার কাছে আশীর্বাদ ভিক্ষা করবেন না?’
নজরুল টেলিগ্রাম করলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ কবে কাকে প্রত্যাখ্যান করেছেন? ধূমকেতুর জন্য তিনি লিখে দিলেন, ‘আয় চলে আয়রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু...’।
সূত্র: অচিন্ত্যকুমার সেন, কল্লোল যুগ, পৃষ্ঠা ৩৩–৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গড়ার অন্যতম কারিগর বলা হয় মুহম্মদ আবদুল হাইকে। এ বিভাগের সিলেবাস তৈরি করা থেকে যোগ্য শিক্ষকদের তিনিই নিয়োগ দিয়েছেন। তাঁর দ্বিতীয় পরিচয়—তিনি বাংলা ভাষার প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী। তিনি কয়েকটি এলাকার উপভাষা ছাড়াও বাংলা ভাষার সংস্কার, বানানরীতি এবং প্রমিত ভাষা নিয়ে
৯ ঘণ্টা আগেশক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১ দিন আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
২ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৩ দিন আগে