সম্পাদকীয়
জটিলেশ্বর মুখোপাধ্যায় একই সঙ্গে গান লিখতেন, সুর করতেন এবং গাইতেন। তবে যতটা গান লিখেছেন বা সুর করেছেন, সে তুলনায় গেয়েছেন অনেক কম। আবার যেটুকু গেয়েছেন, তার বেশির ভাগই কালজয়ী হয়েছে। আজীবন পেশা ছিল গানের শিক্ষকতা করা। বাংলা ভাষার ঐশ্বর্য, শব্দের কারুকাজ কীভাবে বাংলা গানকে সমৃদ্ধ করে তুলতে পারে, তা তিনি হাতেকলমে করে দেখিয়েছেন।
১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তিনি প্রায় এক দশক গানের তালিম নিয়েছেন। পরে তালিম নিয়েছেন চিন্ময় লাহিড়ী ও সুধীন দাশগুপ্তের কাছেও। ১৯৫৫ সালে প্রথম আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান তিনি। ১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের রেকর্ড। ১৯৬৪ সালে সলিল চৌধুরীর কথা ও সুরে মেগাফোন থেকেই বের হয় তাঁর দ্বিতীয় রেকর্ড, সেই বিখ্যাত গান ‘পাগল হাওয়া’। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল অ্যালবামটি। এরপর মেগাফোন, এইচএমভি থেকে নিয়মিত প্রকাশ পেতে শুরু করে তাঁর গাওয়া গান। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা
‘এ কোন সকাল’ গানটি আজও বিভিন্ন ক্ষেত্রে নানা দুরবস্থার কথা তুলে ধরতে ব্যবহৃত হয়।
বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে অন্য মাত্রা যোগ করে তাঁর কণ্ঠ ও সংগীতারোপের কুশলতা। ফলে ‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস’। কিন্তু তিনি জানতেন, এ আসলে তাঁর সর্বনাশ। এই অভিব্যক্তি বাংলা গানের নিজস্ব ও নতুন সম্পদ। তিনিই বলেছিলেন, ‘তোমার সঙ্গে দেখা না হলে ভালবাসার দেশটি দেখা হত না’। তাঁর গাওয়া জনপ্রিয় অন্য গানগুলো হলো ‘আমার স্বপন কিনতে পারে’, ‘আহা ভালোবেসে এই বুঝেছি’, ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’, ‘কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই’, ‘যদি সত্যিই আমি গান ভালোবেসে থাকি’ প্রভৃতি। তিনি গানকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেও শিখিয়েছিলেন।
২০১৭ সালের ২১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
জটিলেশ্বর মুখোপাধ্যায় একই সঙ্গে গান লিখতেন, সুর করতেন এবং গাইতেন। তবে যতটা গান লিখেছেন বা সুর করেছেন, সে তুলনায় গেয়েছেন অনেক কম। আবার যেটুকু গেয়েছেন, তার বেশির ভাগই কালজয়ী হয়েছে। আজীবন পেশা ছিল গানের শিক্ষকতা করা। বাংলা ভাষার ঐশ্বর্য, শব্দের কারুকাজ কীভাবে বাংলা গানকে সমৃদ্ধ করে তুলতে পারে, তা তিনি হাতেকলমে করে দেখিয়েছেন।
১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে তিনি প্রায় এক দশক গানের তালিম নিয়েছেন। পরে তালিম নিয়েছেন চিন্ময় লাহিড়ী ও সুধীন দাশগুপ্তের কাছেও। ১৯৫৫ সালে প্রথম আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান তিনি। ১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের রেকর্ড। ১৯৬৪ সালে সলিল চৌধুরীর কথা ও সুরে মেগাফোন থেকেই বের হয় তাঁর দ্বিতীয় রেকর্ড, সেই বিখ্যাত গান ‘পাগল হাওয়া’। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল অ্যালবামটি। এরপর মেগাফোন, এইচএমভি থেকে নিয়মিত প্রকাশ পেতে শুরু করে তাঁর গাওয়া গান। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা
‘এ কোন সকাল’ গানটি আজও বিভিন্ন ক্ষেত্রে নানা দুরবস্থার কথা তুলে ধরতে ব্যবহৃত হয়।
বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে অন্য মাত্রা যোগ করে তাঁর কণ্ঠ ও সংগীতারোপের কুশলতা। ফলে ‘কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস’। কিন্তু তিনি জানতেন, এ আসলে তাঁর সর্বনাশ। এই অভিব্যক্তি বাংলা গানের নিজস্ব ও নতুন সম্পদ। তিনিই বলেছিলেন, ‘তোমার সঙ্গে দেখা না হলে ভালবাসার দেশটি দেখা হত না’। তাঁর গাওয়া জনপ্রিয় অন্য গানগুলো হলো ‘আমার স্বপন কিনতে পারে’, ‘আহা ভালোবেসে এই বুঝেছি’, ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’, ‘কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই’, ‘যদি সত্যিই আমি গান ভালোবেসে থাকি’ প্রভৃতি। তিনি গানকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেও শিখিয়েছিলেন।
২০১৭ সালের ২১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭১ সালের ১ মার্চ দুপুরে অনির্দিষ্টকালের জন্য ৩ মার্চ আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষুব্ধ হননি, রাস্তায় নামে বিক্ষুব্ধ সাধারণ জনতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
১ দিন আগে...ভাইস চ্যান্সেলর সৈয়দ মোয়াজ্জম হোসেনের কথা বলতে যেয়েই অধ্যাপক রাজ্জাক বললেন: ১৯৫২-তে ভাষা আন্দোলনের সময়ে, আর কিছুর জন্য নয়, সাহসের অভাবে, হি (সৈয়দ মোয়াজ্জম হোসেন) অকেজন্ড মাচ ট্রাবল। আমার মনে আছে যেদিন গুলিটা হলো, ইউনিভার্সিটির ঐ পুরানা দালানে (বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং-এর দক্ষিণ দিক)..
২ দিন আগেযদি কেউ ভালোবাসা দিবসে তাঁর সঙ্গীর জন্য একটি কার্ড কিনে থাকেন, তাহলে সহজেই বলে দেওয়া যায়—কার্ড কেনা মানুষটি একজন পুরুষ। কারণ সাধারণত পুরুষেরাই নারীদের তুলনায় বেশি রোমান্টিক। এটি একটি সর্বজনবিদিত সত্য, তবে স্বীকৃতি খুবই কম।
১৬ দিন আগেএক বছরেও শুকায়নি হৃদয়ের ক্ষত। রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশ্য শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা নয়, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনও প্রধান লক্ষ্য।
১৭ দিন আগে