সম্পাদকীয়
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এখন যে স্টেডিয়ামটি রয়েছে সেটির বয়স ৭১ বছর। যখন ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল, সেই ১৯৫৪ সালে নির্মাণ করা হয় অন্যতম প্রাচীন এই ক্রীড়া স্থাপনা। এর আগে এখানে ছিল ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। শুরুতে এটি ঢাকা স্টেডিয়াম হিসেবেই পরিচিতি পায়। পরে ঢাকা জাতীয় স্টেডিয়াম বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নাম রাখা হয়। স্টেডিয়ামের মাঠটি প্রথমে ক্রিকেটের জন্য তৈরি করা হলেও পরে ২০০৪-০৫ মৌসুম থেকে ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭৮ সালে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলী এই স্টেডিয়ামে একটি প্রদর্শনী বক্সিং ম্যাচ খেলেছিলেন ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের সঙ্গে। বর্তমানে স্টেডিয়ামের নিচতলায় এতই ইলেকট্রনিকসের দোকান গড়ে উঠেছে যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে স্টেডিয়াম!
ছবি: সংগৃহীত, ১৯৬০-এর দশক
ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এখন যে স্টেডিয়ামটি রয়েছে সেটির বয়স ৭১ বছর। যখন ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল, সেই ১৯৫৪ সালে নির্মাণ করা হয় অন্যতম প্রাচীন এই ক্রীড়া স্থাপনা। এর আগে এখানে ছিল ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। শুরুতে এটি ঢাকা স্টেডিয়াম হিসেবেই পরিচিতি পায়। পরে ঢাকা জাতীয় স্টেডিয়াম বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নাম রাখা হয়। স্টেডিয়ামের মাঠটি প্রথমে ক্রিকেটের জন্য তৈরি করা হলেও পরে ২০০৪-০৫ মৌসুম থেকে ফুটবলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭৮ সালে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলী এই স্টেডিয়ামে একটি প্রদর্শনী বক্সিং ম্যাচ খেলেছিলেন ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের সঙ্গে। বর্তমানে স্টেডিয়ামের নিচতলায় এতই ইলেকট্রনিকসের দোকান গড়ে উঠেছে যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে স্টেডিয়াম!
ছবি: সংগৃহীত, ১৯৬০-এর দশক
১৭০০ সালের ফ্রান্সে মৃত্যুদণ্ড দেওয়া হতো প্রকাশ্যে। মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ত মানুষ। তবে এখানেও ছিল শ্রেণিবৈষম্য! গরিব অপরাধীদের জন্য সাধারণ শাস্তি ছিল কোয়ার্টারিং। কোয়ার্টারিং এমন একটি পদ্ধতি, যেখানে অপরাধীর চার হাত-পা চারটি গরুর সঙ্গে বাঁধা হতো।
৪ দিন আগেখুবই অস্থিতিশীল অবস্থায় আছি আমরা। এই অবস্থাকে বাইরে থেকে মনে হবে আইন-শৃঙ্খলার [পরিস্থিতির] অবনতি। তা তো বটেই। রাষ্ট্রের যে তিনটি অঙ্গ—নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, তারা কেউই নিজ নিজ দায়িত্ব পালন করছে না। তবে তার মধ্যে সমাজের আদর্শিক বাস্তবতাও প্রতিফলিত হচ্ছে।
৪ দিন আগেদিনে কোন শব্দটি আপনি সবচেয়ে বেশিবার ব্যবহার করেন? নিঃসন্দেহে ‘ওকে (Ok)’। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এই শব্দটি কিন্তু সহজে ‘জাতে’ উঠতে পারেনি! প্রথমবারের মতো ১৮৩৯ সালের আজকের এই দিনে (২৩ মার্চ) লিখিতরূপে বোস্টন মর্নিং পত্রিকায় প্রকাশিত হয় দুই অক্ষরের।
৯ দিন আগে২১ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ঢাকায় এলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো। তিনি এসে বললেন, ‘সব কুছ ঠিক হো যায়ে গা।’ ২২ মার্চ ভুট্টোর উপস্থিতিতে মুজিব-ইয়াহিয়া বৈঠক হলো। সবাই ভাবছিল, এইবার বুঝি একটা বোঝাপড়ার দিকে এগোচ্ছে আলোচনা।
১০ দিন আগে