সম্পাদকীয়
‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটি কি শুধু কল্পনা দিয়ে লেখা যেত, যদি অভিজ্ঞতা না থাকত? যেকোনো মহৎ উপন্যাস লেখার জন্যই প্রয়োজন হয় অভিজ্ঞতার। সেই অভিজ্ঞতার সঙ্গে কল্পনার মিশেলেই তৈরি হয় তা।
শওকত আলীর বর্ণাঢ্য জীবন। ১৯৫৪ সালে ৯২ (ক) ধারা জারি হওয়ার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল। সে সময় ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন তিনি। ধরা পড়লেন। আট-নয় মাস জেল খাটলেন। বের হয়ে বিএ ক্লাসের টেস্ট পরীক্ষা দিলেন। সে সময় থেকেই ঢাকা আর কলকাতায় তাঁর লেখা ছাপা হতো। দৈনিক মিল্লাতে চাকরি শুরু করলেন। আবার ধরপাকড় শুরু হলে ঢাকা থেকে পালিয়ে দিনাজপুর আর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি নীলগঞ্জ নামের একটি জায়গায় নেমে পড়লেন। কপালগুণে সেখানকার হাইস্কুলে পেয়ে গেলেন মাস্টারির কাজ। কিছু টাকাপয়সা জোগাড় হয়ে যাওয়ার পর ফিরলেন ঢাকায়। পড়াশোনা শুরু করলেন আবার। সিকান্দার আবু জাফরের সমকালে ছাপা হলো তাঁর গল্প। এমএ পরীক্ষা দেওয়ার পর এল আইয়ুব খানের মার্শাল ল। আবার পালালেন। এবার দিনাজপুরের বীরগঞ্জে হেডমাস্টার। ঠাকুরগাঁওয়ে নতুন কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে পেয়ে গেলেন চাকরি।
‘প্রদোষে প্রাকৃতজন’ কিংবা অন্যান্য গল্প-উপন্যাসের মানুষগুলোর সন্ধান কিন্তু পাওয়া যাবে এখানেই।
সাধারণ মানুষদের জীবনযাপন, আদিবাসীদের জীবন, কৃষকদের জীবন, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন ইত্যাদি উঠে এসেছে প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। কারণ ওই লোকদের সঙ্গেই ছিল শওকত আলীর ওঠাবসা।
সেখানেই সাঁওতাল আদিবাসীদের সঙ্গে, ক্ষত্রিয়দের সঙ্গে নিবিড় বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
প্রদোষ কাল হলো রাত্রি শেষ ও সূর্য ওঠার মধ্যবর্তী সময়টা। এটা পরিবর্তনের মধ্যে থাকে। সেই পরিবর্তনের মাঝখানে যে পরিবর্তনটা এল, তখন লক্ষ্মণ সেনের সময় শেষ হয়ে যাচ্ছে। এর পরের পরিবর্তনটা চলেছে দীর্ঘ চার-পাঁচ শ বছর ধরে। এই সময়টাতে মাটির কাছের মানুষ কেমন ছিল, সেটাই খুঁজে বেড়িয়েছেন শওকত আলী। তখনই মাথায় এসেছে উপন্যাসটি লেখার কথা।
সূত্র: লোপা মমতাজ, ইতিহাসের ফুটনোট, পৃষ্ঠা ৩৩-৩৫
‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটি কি শুধু কল্পনা দিয়ে লেখা যেত, যদি অভিজ্ঞতা না থাকত? যেকোনো মহৎ উপন্যাস লেখার জন্যই প্রয়োজন হয় অভিজ্ঞতার। সেই অভিজ্ঞতার সঙ্গে কল্পনার মিশেলেই তৈরি হয় তা।
শওকত আলীর বর্ণাঢ্য জীবন। ১৯৫৪ সালে ৯২ (ক) ধারা জারি হওয়ার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল। সে সময় ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন তিনি। ধরা পড়লেন। আট-নয় মাস জেল খাটলেন। বের হয়ে বিএ ক্লাসের টেস্ট পরীক্ষা দিলেন। সে সময় থেকেই ঢাকা আর কলকাতায় তাঁর লেখা ছাপা হতো। দৈনিক মিল্লাতে চাকরি শুরু করলেন। আবার ধরপাকড় শুরু হলে ঢাকা থেকে পালিয়ে দিনাজপুর আর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি নীলগঞ্জ নামের একটি জায়গায় নেমে পড়লেন। কপালগুণে সেখানকার হাইস্কুলে পেয়ে গেলেন মাস্টারির কাজ। কিছু টাকাপয়সা জোগাড় হয়ে যাওয়ার পর ফিরলেন ঢাকায়। পড়াশোনা শুরু করলেন আবার। সিকান্দার আবু জাফরের সমকালে ছাপা হলো তাঁর গল্প। এমএ পরীক্ষা দেওয়ার পর এল আইয়ুব খানের মার্শাল ল। আবার পালালেন। এবার দিনাজপুরের বীরগঞ্জে হেডমাস্টার। ঠাকুরগাঁওয়ে নতুন কলেজ প্রতিষ্ঠিত হলে সেখানে পেয়ে গেলেন চাকরি।
‘প্রদোষে প্রাকৃতজন’ কিংবা অন্যান্য গল্প-উপন্যাসের মানুষগুলোর সন্ধান কিন্তু পাওয়া যাবে এখানেই।
সাধারণ মানুষদের জীবনযাপন, আদিবাসীদের জীবন, কৃষকদের জীবন, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন ইত্যাদি উঠে এসেছে প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। কারণ ওই লোকদের সঙ্গেই ছিল শওকত আলীর ওঠাবসা।
সেখানেই সাঁওতাল আদিবাসীদের সঙ্গে, ক্ষত্রিয়দের সঙ্গে নিবিড় বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
প্রদোষ কাল হলো রাত্রি শেষ ও সূর্য ওঠার মধ্যবর্তী সময়টা। এটা পরিবর্তনের মধ্যে থাকে। সেই পরিবর্তনের মাঝখানে যে পরিবর্তনটা এল, তখন লক্ষ্মণ সেনের সময় শেষ হয়ে যাচ্ছে। এর পরের পরিবর্তনটা চলেছে দীর্ঘ চার-পাঁচ শ বছর ধরে। এই সময়টাতে মাটির কাছের মানুষ কেমন ছিল, সেটাই খুঁজে বেড়িয়েছেন শওকত আলী। তখনই মাথায় এসেছে উপন্যাসটি লেখার কথা।
সূত্র: লোপা মমতাজ, ইতিহাসের ফুটনোট, পৃষ্ঠা ৩৩-৩৫
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১০ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
১ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৩ দিন আগে