সম্পাদকীয়
অর্থনীতির শিক্ষক মো. আনিসুর রহমান হার্ভার্ড থেকে পিএইচডি করেন। তাঁর পিএইচডি থিসিসের পৃষ্ঠাসংখ্যা ছিল চল্লিশ। কিন্তু তাঁর পরামর্শক চাননি, এত ছোট কোনো থিসিসকে পিএইচডি ডিগ্রি দেওয়া হোক। তাই তাঁদের পরামর্শ মেনে থিসিসটা আশি পৃষ্ঠায় দাঁড় করিয়েছিলেন মো. আনিসুর রহমান। সেই থিসিসে ভাষার কারুকার্যের জন্য স্নেহপরায়ণ হয়ে কলম চালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক খান সরওয়ার মুরশিদ। তিনি তখন হার্ভার্ডেই ছিলেন। ‘হাউ এলিগেন্ট ইংলিশ’ বলে থিসিসটি প্রশংসিত হয়েছিল।
ঢাকায় ফিরে মো. আনিসুর রহমান যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদ রিডার। সেখানে এক মজার ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় একটা কনফারেন্সে যোগ দিয়ে ফেরার পথে কলম্বো এয়ারপোর্ট থেকে একটা সুদৃশ্য ব্রিফকেস কিনেছিলেন তিনি। ঢাকায় ফিরে ডিপার্টমেন্টের অফিস ঘরে টেবিলের ওপর ব্রিফকেসটা রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন, ব্রিফকেস উধাও! ব্রিফকেসের মধ্যে ছিল পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। এগুলো কীভাবে ফেরত পাওয়া যাবে?
নোটিশ বোর্ডে একটা নোটিশ লিখলেন তিনি। সেই নোটিশে লেখা ছিল, ‘আমি বুঝতে পারছি, আমি প্রলোভন দিয়েছি। কিন্তু ব্রিফকেসটার মধ্যে আমার কিছু দরকারি কাগজপত্র আছে, যেগুলো তোমার কিছু কাজে লাগবে না; কিন্তু না পেলে আমার বেজায় অসুবিধা হবে। তুমি ব্রিফকেসটা রেখে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে দাও। ধরা না পড়ে কেমন করে ফেরত দেবে, এটা একটা প্রশ্ন। রাতে আমার অফিসের দরজা বন্ধ দেখলে তলার ফাঁক দিয়ে সেগুলো ঢুকিয়ে দিতে পারো। আমি কথা দিচ্ছি, আমি আশপাশ থেকে উঁকি দেব না।’
পরদিন মো. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ে এসে দেখেন, দরজার নিচ দিয়ে পাসপোর্টসহ জরুরি কাগজগুলো কেউ রেখে গেছে। এরপর তিনি আরেকটি নোটিশ লিখলেন, ‘অনেক ধন্যবাদ। আমি তোমার ওপর যে বিশ্বাস রেখেছিলাম, তাতে ভুল করিনি দেখে আমি আনন্দিত। ব্রিফকেসটা আমার উপহার হিসেবে তুমি রেখে দিও।’
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৪৬-৫০
অর্থনীতির শিক্ষক মো. আনিসুর রহমান হার্ভার্ড থেকে পিএইচডি করেন। তাঁর পিএইচডি থিসিসের পৃষ্ঠাসংখ্যা ছিল চল্লিশ। কিন্তু তাঁর পরামর্শক চাননি, এত ছোট কোনো থিসিসকে পিএইচডি ডিগ্রি দেওয়া হোক। তাই তাঁদের পরামর্শ মেনে থিসিসটা আশি পৃষ্ঠায় দাঁড় করিয়েছিলেন মো. আনিসুর রহমান। সেই থিসিসে ভাষার কারুকার্যের জন্য স্নেহপরায়ণ হয়ে কলম চালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক খান সরওয়ার মুরশিদ। তিনি তখন হার্ভার্ডেই ছিলেন। ‘হাউ এলিগেন্ট ইংলিশ’ বলে থিসিসটি প্রশংসিত হয়েছিল।
ঢাকায় ফিরে মো. আনিসুর রহমান যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদ রিডার। সেখানে এক মজার ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় একটা কনফারেন্সে যোগ দিয়ে ফেরার পথে কলম্বো এয়ারপোর্ট থেকে একটা সুদৃশ্য ব্রিফকেস কিনেছিলেন তিনি। ঢাকায় ফিরে ডিপার্টমেন্টের অফিস ঘরে টেবিলের ওপর ব্রিফকেসটা রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন, ব্রিফকেস উধাও! ব্রিফকেসের মধ্যে ছিল পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। এগুলো কীভাবে ফেরত পাওয়া যাবে?
নোটিশ বোর্ডে একটা নোটিশ লিখলেন তিনি। সেই নোটিশে লেখা ছিল, ‘আমি বুঝতে পারছি, আমি প্রলোভন দিয়েছি। কিন্তু ব্রিফকেসটার মধ্যে আমার কিছু দরকারি কাগজপত্র আছে, যেগুলো তোমার কিছু কাজে লাগবে না; কিন্তু না পেলে আমার বেজায় অসুবিধা হবে। তুমি ব্রিফকেসটা রেখে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে দাও। ধরা না পড়ে কেমন করে ফেরত দেবে, এটা একটা প্রশ্ন। রাতে আমার অফিসের দরজা বন্ধ দেখলে তলার ফাঁক দিয়ে সেগুলো ঢুকিয়ে দিতে পারো। আমি কথা দিচ্ছি, আমি আশপাশ থেকে উঁকি দেব না।’
পরদিন মো. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ে এসে দেখেন, দরজার নিচ দিয়ে পাসপোর্টসহ জরুরি কাগজগুলো কেউ রেখে গেছে। এরপর তিনি আরেকটি নোটিশ লিখলেন, ‘অনেক ধন্যবাদ। আমি তোমার ওপর যে বিশ্বাস রেখেছিলাম, তাতে ভুল করিনি দেখে আমি আনন্দিত। ব্রিফকেসটা আমার উপহার হিসেবে তুমি রেখে দিও।’
সূত্র: মো. আনিসুর রহমান, পথে যা পেয়েছি, পৃষ্ঠা ৪৬-৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গড়ার অন্যতম কারিগর বলা হয় মুহম্মদ আবদুল হাইকে। এ বিভাগের সিলেবাস তৈরি করা থেকে যোগ্য শিক্ষকদের তিনিই নিয়োগ দিয়েছেন। তাঁর দ্বিতীয় পরিচয়—তিনি বাংলা ভাষার প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী। তিনি কয়েকটি এলাকার উপভাষা ছাড়াও বাংলা ভাষার সংস্কার, বানানরীতি এবং প্রমিত ভাষা নিয়ে
৩ ঘণ্টা আগেশক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১ দিন আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
২ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৩ দিন আগে