সম্পাদকীয়
ছোটবেলা থেকেই সরযু দেবী নজরুলের গানের ভক্ত। বিশেষ করে ‘এত জল ও কাজল চোখে’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানগুলো গুনগুন করে গাইতেন তিনি।
বড় হয়ে যখন তিনি নামকরা অভিনয়শিল্পী, তখন মনমোহন থিয়েটারে ডাক পেলেন অভিনয়ের। নাটকের নাম ‘রক্তকমল’। অভিনয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যখন তিনি শুনলেন এই নাটকের নায়িকা মমতার কণ্ঠে থাকবে পাঁচটি গান, এবং সেই গানগুলোর রচয়িতা ও সুরকার কাজী নজরুল ইসলাম, তখন তাঁর হৃৎস্পন্দন বেড়ে গেল। কাজী সাহেবের কাছে গিয়ে গান শিখতে হবে, এটা ভাবতেই ভয়ে মুখটা শুকিয়ে গেল সরযু দেবীর। অভয় দিলেন প্রতিষ্ঠানের প্রবোধ গুহ ও অনাদি বসু। বললেন, বাইরে থেকেই এমন রাশভারী তিনি। ভেতরে নিরহংকার এক মানুষ। এক মিনিটের মধ্যেই আপনজন হয়ে উঠবেন নজরুল।
সেই ভরসার বিদ্রোহের প্রতিমূর্তি নজরুলের কাছে গেলেন সরযু। তখন সাঙ্গপাঙ্গ নিয়ে হারমোনিয়াম হাতে বসে আছেন গানপাগল নজরুল। এবং কী বিস্ময়ের ব্যাপার, এক ঘণ্টার মধ্যে কাজী নজরুল ইসলাম হয়ে গেলেন সরযুর কাজীদা। নজরুল নানা রসিকতা করছেন এবং ঘর ফাটিয়ে হাসছেন। সরযু ভুলেই গেলেন তিনি এখানে এসেছিলেন কাজীদার কাছে গান শিখতে।
আড্ডার এক ফাঁকে নজরুল ‘রক্তকমল’ নাটকের একটা গান গুনগুন করতে করতে বললেন, ‘একবার আমার সঙ্গে সঙ্গে গাও তো সরযু।’ নিতান্তই কথার ছলে গুনগুন করতে থাকা। সরযুও গাইতে শুরু করলেন। ভুলে গেলেন ভয়ের কথা। ভুলে গেলেন কাজীদা তাঁকে ‘রক্তকমল’ নাটকের গান শেখাচ্ছেন। বরং গান শেখার কথা ভুলে গিয়ে সহজভাবে গানের কথাগুলো গেয়ে গেলেন সরযু। এবার নজরুল বললেন, ‘তুমি তো চমৎকার গাও। এতক্ষণ ভয় পাচ্ছিলে কেন?’
লজ্জায় মুখ নিচু করা ছাড়া আর কোনো উপায় ছিল না সরযুর। নাটকে পাঁচটি গানই খুব দরদ দিয়ে গেয়েছিলেন তিনি।
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তাঁর সমকালে, পৃষ্ঠা ২১৪-২১৫
ছোটবেলা থেকেই সরযু দেবী নজরুলের গানের ভক্ত। বিশেষ করে ‘এত জল ও কাজল চোখে’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানগুলো গুনগুন করে গাইতেন তিনি।
বড় হয়ে যখন তিনি নামকরা অভিনয়শিল্পী, তখন মনমোহন থিয়েটারে ডাক পেলেন অভিনয়ের। নাটকের নাম ‘রক্তকমল’। অভিনয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যখন তিনি শুনলেন এই নাটকের নায়িকা মমতার কণ্ঠে থাকবে পাঁচটি গান, এবং সেই গানগুলোর রচয়িতা ও সুরকার কাজী নজরুল ইসলাম, তখন তাঁর হৃৎস্পন্দন বেড়ে গেল। কাজী সাহেবের কাছে গিয়ে গান শিখতে হবে, এটা ভাবতেই ভয়ে মুখটা শুকিয়ে গেল সরযু দেবীর। অভয় দিলেন প্রতিষ্ঠানের প্রবোধ গুহ ও অনাদি বসু। বললেন, বাইরে থেকেই এমন রাশভারী তিনি। ভেতরে নিরহংকার এক মানুষ। এক মিনিটের মধ্যেই আপনজন হয়ে উঠবেন নজরুল।
সেই ভরসার বিদ্রোহের প্রতিমূর্তি নজরুলের কাছে গেলেন সরযু। তখন সাঙ্গপাঙ্গ নিয়ে হারমোনিয়াম হাতে বসে আছেন গানপাগল নজরুল। এবং কী বিস্ময়ের ব্যাপার, এক ঘণ্টার মধ্যে কাজী নজরুল ইসলাম হয়ে গেলেন সরযুর কাজীদা। নজরুল নানা রসিকতা করছেন এবং ঘর ফাটিয়ে হাসছেন। সরযু ভুলেই গেলেন তিনি এখানে এসেছিলেন কাজীদার কাছে গান শিখতে।
আড্ডার এক ফাঁকে নজরুল ‘রক্তকমল’ নাটকের একটা গান গুনগুন করতে করতে বললেন, ‘একবার আমার সঙ্গে সঙ্গে গাও তো সরযু।’ নিতান্তই কথার ছলে গুনগুন করতে থাকা। সরযুও গাইতে শুরু করলেন। ভুলে গেলেন ভয়ের কথা। ভুলে গেলেন কাজীদা তাঁকে ‘রক্তকমল’ নাটকের গান শেখাচ্ছেন। বরং গান শেখার কথা ভুলে গিয়ে সহজভাবে গানের কথাগুলো গেয়ে গেলেন সরযু। এবার নজরুল বললেন, ‘তুমি তো চমৎকার গাও। এতক্ষণ ভয় পাচ্ছিলে কেন?’
লজ্জায় মুখ নিচু করা ছাড়া আর কোনো উপায় ছিল না সরযুর। নাটকে পাঁচটি গানই খুব দরদ দিয়ে গেয়েছিলেন তিনি।
সূত্র: ড. আনোয়ারুল করীম, নজরুল: তাঁর সমকালে, পৃষ্ঠা ২১৪-২১৫
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
৩ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
১ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৩ দিন আগে