সম্পাদকীয়
লোরকা ছিলেন একজন প্রতিভাবান স্প্যানিশ সংগীতজ্ঞ, বিপ্লবী কবি, নাট্যকার ও মঞ্চনির্দেশক। তাঁর পুরো নাম ফেদেরিকো গার্সিয়া লোরকা।
লোরকার জন্ম ১৮৯৮ সালের ৫ জুন স্পেনের গ্রানাডা শহরের অদূরে একটি ছোট গ্রাম ফুয়েন্তে ভাকুইয়েরোসে। দর্শন ও আইন পড়ার জন্য তরুণ বয়সে গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও আইন বাদ দিয়ে সাহিত্য ও মঞ্চ নিয়ে পড়তে শুরু করেন। এরপর তিনি ১৯১৯ সালে চলে যান মাদ্রিদে। মাদ্রিদ তখন স্পেনের সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র। এখানে তিনি মঞ্চ নিয়ে মেতে ওঠেন। জনসমক্ষে কবিতাও আবৃত্তি করতেন।
সে সময় গড়ে উঠেছিল স্প্যানিশ কবি-শিল্পী-সাহিত্যিকদের দল ‘দ্য জেনারেশন অব টোয়েন্টি সেভেন’। সেই দলে লোরকার মতো কবিরা ছাড়াও যুক্ত হয়েছিলেন চিত্রশিল্পী সালভাদর দালি, চলচ্চিত্র নির্মাতা বুনুয়েলের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে তাঁর সঙ্গে গভীর বন্ধুত্ব হয় সালভাদর দালির।
১৯২০ সালে লোরকা প্রথম মঞ্চায়ন করেন তাঁর লেখা নাটক ‘দ্য বাটারফ্লাইস ইভিল স্পেল’। নাটকটি বহুল প্রশংসিত হয়। ১৯২১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ বের হয়। এর আগে বিভিন্ন লিটল ম্যাগে লেখা প্রকাশিত হয়। ১৯২৮ সালে বের হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্য জিপসি ব্যালাড’। এটিই স্পেনজুড়ে তাঁকে কবি খ্যাতি এনে দেয়। তিনি স্পেনের মানুষের কাছে পরিচিতি পান ‘জিপসি কবি’ হিসেবে। তাঁর কয়েকটি কালজয়ী নাটক হলো ‘ব্লাড ওয়েডিং’, ‘ইয়েরমা’, ‘দ্য হাউস অব বারনারদা আলবা’।
১৯৩৬ সালের জুলাইয়ে স্পেনের গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মাদ্রিদ থেকে গ্রানাডায় পারিবারিক বাড়িতে ফিরে আসেন। স্পেনের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তখন চরমে। লোরকা জানতেন, তাঁর উদারবাদী বামপন্থী দৃষ্টিভঙ্গির কারণে উদীয়মান উগ্র দক্ষিণপন্থীরা তাঁকে সন্দেহের চোখে দেখে। ১৯৩৬ সালের ১৯ আগস্ট ফ্যাসিবাদীরা তাঁকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করে এবং লাশ গুম করে ফেলে। আজও তাঁর মৃতদেহের হদিস পাওয়া যায়নি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
লোরকা ছিলেন একজন প্রতিভাবান স্প্যানিশ সংগীতজ্ঞ, বিপ্লবী কবি, নাট্যকার ও মঞ্চনির্দেশক। তাঁর পুরো নাম ফেদেরিকো গার্সিয়া লোরকা।
লোরকার জন্ম ১৮৯৮ সালের ৫ জুন স্পেনের গ্রানাডা শহরের অদূরে একটি ছোট গ্রাম ফুয়েন্তে ভাকুইয়েরোসে। দর্শন ও আইন পড়ার জন্য তরুণ বয়সে গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও আইন বাদ দিয়ে সাহিত্য ও মঞ্চ নিয়ে পড়তে শুরু করেন। এরপর তিনি ১৯১৯ সালে চলে যান মাদ্রিদে। মাদ্রিদ তখন স্পেনের সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র। এখানে তিনি মঞ্চ নিয়ে মেতে ওঠেন। জনসমক্ষে কবিতাও আবৃত্তি করতেন।
সে সময় গড়ে উঠেছিল স্প্যানিশ কবি-শিল্পী-সাহিত্যিকদের দল ‘দ্য জেনারেশন অব টোয়েন্টি সেভেন’। সেই দলে লোরকার মতো কবিরা ছাড়াও যুক্ত হয়েছিলেন চিত্রশিল্পী সালভাদর দালি, চলচ্চিত্র নির্মাতা বুনুয়েলের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে তাঁর সঙ্গে গভীর বন্ধুত্ব হয় সালভাদর দালির।
১৯২০ সালে লোরকা প্রথম মঞ্চায়ন করেন তাঁর লেখা নাটক ‘দ্য বাটারফ্লাইস ইভিল স্পেল’। নাটকটি বহুল প্রশংসিত হয়। ১৯২১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ বের হয়। এর আগে বিভিন্ন লিটল ম্যাগে লেখা প্রকাশিত হয়। ১৯২৮ সালে বের হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দ্য জিপসি ব্যালাড’। এটিই স্পেনজুড়ে তাঁকে কবি খ্যাতি এনে দেয়। তিনি স্পেনের মানুষের কাছে পরিচিতি পান ‘জিপসি কবি’ হিসেবে। তাঁর কয়েকটি কালজয়ী নাটক হলো ‘ব্লাড ওয়েডিং’, ‘ইয়েরমা’, ‘দ্য হাউস অব বারনারদা আলবা’।
১৯৩৬ সালের জুলাইয়ে স্পেনের গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মাদ্রিদ থেকে গ্রানাডায় পারিবারিক বাড়িতে ফিরে আসেন। স্পেনের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তখন চরমে। লোরকা জানতেন, তাঁর উদারবাদী বামপন্থী দৃষ্টিভঙ্গির কারণে উদীয়মান উগ্র দক্ষিণপন্থীরা তাঁকে সন্দেহের চোখে দেখে। ১৯৩৬ সালের ১৯ আগস্ট ফ্যাসিবাদীরা তাঁকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করে এবং লাশ গুম করে ফেলে। আজও তাঁর মৃতদেহের হদিস পাওয়া যায়নি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
আহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
৭ ঘণ্টা আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
১ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
২ দিন আগেআবদুস সালাম ছিলেন বিজ্ঞানে নোবেল পাওয়া প্রথম মুসলিম এবং প্রথম পাকিস্তানি বিজ্ঞানী। পাকিস্তানি এই তাত্ত্বিক পদার্থবিদ ইলেক্ট্রোউইক ইউনিফিকেশন থিওরির জন্য নোবেল পুরস্কার পান।
৩ দিন আগে