আব্বাসউদ্দীন তখন ধুমসে গান করছেন। বন্ধু গিরীণ চক্রবর্তী একদিন আব্বাসকে ডেকে বললেন, ‘আব্বাস, তোমার ওপর আমার হিংসা হয়। দার্জিলিং থেকেই তোমার আমার বন্ধুত্ব। প্রায় একই সময় থেকে আমরা রেকর্ড জগতে ঢুকলাম। কিন্তু তোমার কেনই বা এত নাম আর আমার কেন হলো না?’
আব্বাসউদ্দীন বললেন, ‘কিন্তু ভাই, আমার চেয়ে তো কেষ্টবাবুর নাম বেশি। আমার তো সে জন্য হিংসা হয় না!’
আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর গানগুলো তাঁরই কণ্ঠ নকল করে গাইছেন এবং সেগুলো জনপ্রিয়ও হচ্ছে। রিহার্সাল রুমের দোতলায় একদিন আব্বাসউদ্দীন কৃষ্ণচন্দ্র দে, মানে কেষ্টবাবুর ‘ছুঁয়ো না ছুঁয়ো না বঁধু ওইখানে থাকো গো’ গানটি গাইছিলেন। কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন দরজার ধারে। দাঁড়িয়ে গান শুনছিলেন। আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘ফিরে চল ফিরে চল’ ইত্যাদি গান খুব গাইতেন। অবিকল কেষ্টবাবুর কণ্ঠ নকল করে গাইতেন।
গান শেষ হলে দরজার দিকে তাকিয়ে কাজীদাকে দেখে থমকে গেলেন আব্বাসউদ্দীন। সেখানে মৃণাল আর ধীরেন দাস ছিলেন। তাঁরা হেসে হেসে বললেন, ‘দেখুন কাজীদা, আব্বাস কী চমৎকার কৃষ্ণবাবুর নকল করছে।’
তাঁরা ভেবেছিলেন, নজরুল তাতে খুব খুশি হবেন। কিন্তু কাজীদার গম্ভীর মুখ দেখে ভড়কে গেলেন আব্বাসউদ্দীন। নজরুল বললেন, ‘আব্বাস, চোখ তোমার অন্ধ হয়নি; বরং এখনো চশমা পর্যন্ত নাওনি। কাজেই তুমি কানাকেষ্ট নও। তারপর ওঁর গলা নকল করে গাইলে জীবনভর তোমাকে অপবাদের বোঝা বইতে হবে। সবাই বলবে, “আব্বাস! ওঃ সে তো কেষ্টবাবুর নকল!” কাজেই ধীরেন দাস ধীরেন দাসই, কেষ্টবাবু কেষ্টবাবুই, আর আব্বাস আব্বাসই থাকবে।’
স্বকীয়তার কথা এভাবেই স্মরণ করিয়ে দিয়েছিলেন নজরুল। আরও বলেছিলেন তিনি, ‘নিজের স্বাতন্ত্র্য, স্বাধীনতা যাকে বলে অরিজিনালিটি নষ্ট করবে না।’
সেদিন থেকে অন্যের কণ্ঠ নকল করে গান করার অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন আব্বাসউদ্দীন।
সূত্র: আব্বাসউদ্দীন, আমার শিল্পী জীবনের কথা, পৃষ্ঠা ১৮৪-১৮৫
আব্বাসউদ্দীন তখন ধুমসে গান করছেন। বন্ধু গিরীণ চক্রবর্তী একদিন আব্বাসকে ডেকে বললেন, ‘আব্বাস, তোমার ওপর আমার হিংসা হয়। দার্জিলিং থেকেই তোমার আমার বন্ধুত্ব। প্রায় একই সময় থেকে আমরা রেকর্ড জগতে ঢুকলাম। কিন্তু তোমার কেনই বা এত নাম আর আমার কেন হলো না?’
আব্বাসউদ্দীন বললেন, ‘কিন্তু ভাই, আমার চেয়ে তো কেষ্টবাবুর নাম বেশি। আমার তো সে জন্য হিংসা হয় না!’
আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর গানগুলো তাঁরই কণ্ঠ নকল করে গাইছেন এবং সেগুলো জনপ্রিয়ও হচ্ছে। রিহার্সাল রুমের দোতলায় একদিন আব্বাসউদ্দীন কৃষ্ণচন্দ্র দে, মানে কেষ্টবাবুর ‘ছুঁয়ো না ছুঁয়ো না বঁধু ওইখানে থাকো গো’ গানটি গাইছিলেন। কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন দরজার ধারে। দাঁড়িয়ে গান শুনছিলেন। আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘ফিরে চল ফিরে চল’ ইত্যাদি গান খুব গাইতেন। অবিকল কেষ্টবাবুর কণ্ঠ নকল করে গাইতেন।
গান শেষ হলে দরজার দিকে তাকিয়ে কাজীদাকে দেখে থমকে গেলেন আব্বাসউদ্দীন। সেখানে মৃণাল আর ধীরেন দাস ছিলেন। তাঁরা হেসে হেসে বললেন, ‘দেখুন কাজীদা, আব্বাস কী চমৎকার কৃষ্ণবাবুর নকল করছে।’
তাঁরা ভেবেছিলেন, নজরুল তাতে খুব খুশি হবেন। কিন্তু কাজীদার গম্ভীর মুখ দেখে ভড়কে গেলেন আব্বাসউদ্দীন। নজরুল বললেন, ‘আব্বাস, চোখ তোমার অন্ধ হয়নি; বরং এখনো চশমা পর্যন্ত নাওনি। কাজেই তুমি কানাকেষ্ট নও। তারপর ওঁর গলা নকল করে গাইলে জীবনভর তোমাকে অপবাদের বোঝা বইতে হবে। সবাই বলবে, “আব্বাস! ওঃ সে তো কেষ্টবাবুর নকল!” কাজেই ধীরেন দাস ধীরেন দাসই, কেষ্টবাবু কেষ্টবাবুই, আর আব্বাস আব্বাসই থাকবে।’
স্বকীয়তার কথা এভাবেই স্মরণ করিয়ে দিয়েছিলেন নজরুল। আরও বলেছিলেন তিনি, ‘নিজের স্বাতন্ত্র্য, স্বাধীনতা যাকে বলে অরিজিনালিটি নষ্ট করবে না।’
সেদিন থেকে অন্যের কণ্ঠ নকল করে গান করার অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন আব্বাসউদ্দীন।
সূত্র: আব্বাসউদ্দীন, আমার শিল্পী জীবনের কথা, পৃষ্ঠা ১৮৪-১৮৫
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
৮ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
১ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৩ দিন আগে