সম্পাদকীয়
তখন রশীদ করীম পড়েন কলেজের ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে। নবযুগের ঈদসংখ্যায় ‘একটি মেয়ের আত্মকাহিনী’ নামে তাঁর একটি গল্প ছাপা হয়েছিল। সেই সংখ্যায় আরও ছাপা হয়েছিল সঞ্জয় ভট্টাচার্য, শওকত ওসমান আর প্রতিভা বসুর গল্প। রশীদ করীমের গল্পটির খুব প্রশংসা করেছিলেন আবু সয়ীদ আইয়ুব। সেই প্রশংসায় উৎসাহিত হয়ে ‘অভিভাবক’ নামে আরও একটি গল্প লিখলেন সতেরো-আঠারো বছর বয়সী রশীদ করীম। সেটা ছাপা হলো পূর্বাশায়। সেই গল্পও আইয়ুবের দৃষ্টি আকর্ষণ করে। এরপর একটির পর একটি গল্প লিখতে থাকেন রশীদ করীম। কিন্তু আইয়ুব আর প্রশংসা করেননি। এমনকি বহু পরে পুরস্কার পাওয়া একটা বইয়েরও প্রশংসা করেননি আইয়ুব।
কিন্তু আইয়ুবের মতামতের খুব মূল্য দিতেন রশীদ করীম। রশীদ করীম তখন শরৎচন্দ্রের অতি ভক্ত হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। শরৎচন্দ্রের লেখা সব উপন্যাসই তাঁর চোখে শ্রেষ্ঠ উপন্যাস। কিন্তু আইয়ুব বললেন, রবীন্দ্রনাথের ‘গোরা’ সেরা উপন্যাস। মত পাল্টে ফেললেন রশীদ করীম। তিনিও বলতে লাগলেন, গোরাই শ্রেষ্ঠ উপন্যাস।
সে সময় শরৎচন্দ্রের লেখা নিয়ে আবু সয়ীদ আইয়ুব বলেছিলেন, ‘শরৎচন্দ্রের নায়িকাদের মধ্যে যারা অসতী তারাই যেন সতী, আর সতীরাই যেন মন্দ।’ কথাটা শুনে খারাপ লাগত রশীদ করীমের। কিন্তু কথাটা তো বলেছেন আইয়ুব, রশীদ করীম তা অস্বীকার করেন কী করে?
‘একটি মেয়ের আত্মকাহিনী’ পড়েছিলেন বুদ্ধদেব বসুও। তাঁর সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছিলেন। সেই সূত্রে রশীদ করীম গেলেন বুদ্ধদেব বসুর কাছে। বুদ্ধদেব বসুর দৃষ্টি আকর্ষণ করার জন্য রশীদ করীম কী বলবেন না বলবেন, তা নিয়ে ভাবতে লাগলেন। শরৎ সাহিত্যের প্রসঙ্গ উঠলে রশীদ করীম বলে ফেললেন, ‘শরৎচন্দ্রের সব অসতীকেই সৎ মনে হয়।’
বুদ্ধদেব বসু একটু হেসে উত্তর দিলেন, ‘তোমাদের বয়সে সতীত্বের ওপর রাগ থাকাটা স্বাভাবিক।’
সূত্র: রশীদ করীম, স্মরণগ্রন্থ আইয়ুব, পৃষ্ঠা ৭৮-৭৯
তখন রশীদ করীম পড়েন কলেজের ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে। নবযুগের ঈদসংখ্যায় ‘একটি মেয়ের আত্মকাহিনী’ নামে তাঁর একটি গল্প ছাপা হয়েছিল। সেই সংখ্যায় আরও ছাপা হয়েছিল সঞ্জয় ভট্টাচার্য, শওকত ওসমান আর প্রতিভা বসুর গল্প। রশীদ করীমের গল্পটির খুব প্রশংসা করেছিলেন আবু সয়ীদ আইয়ুব। সেই প্রশংসায় উৎসাহিত হয়ে ‘অভিভাবক’ নামে আরও একটি গল্প লিখলেন সতেরো-আঠারো বছর বয়সী রশীদ করীম। সেটা ছাপা হলো পূর্বাশায়। সেই গল্পও আইয়ুবের দৃষ্টি আকর্ষণ করে। এরপর একটির পর একটি গল্প লিখতে থাকেন রশীদ করীম। কিন্তু আইয়ুব আর প্রশংসা করেননি। এমনকি বহু পরে পুরস্কার পাওয়া একটা বইয়েরও প্রশংসা করেননি আইয়ুব।
কিন্তু আইয়ুবের মতামতের খুব মূল্য দিতেন রশীদ করীম। রশীদ করীম তখন শরৎচন্দ্রের অতি ভক্ত হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। শরৎচন্দ্রের লেখা সব উপন্যাসই তাঁর চোখে শ্রেষ্ঠ উপন্যাস। কিন্তু আইয়ুব বললেন, রবীন্দ্রনাথের ‘গোরা’ সেরা উপন্যাস। মত পাল্টে ফেললেন রশীদ করীম। তিনিও বলতে লাগলেন, গোরাই শ্রেষ্ঠ উপন্যাস।
সে সময় শরৎচন্দ্রের লেখা নিয়ে আবু সয়ীদ আইয়ুব বলেছিলেন, ‘শরৎচন্দ্রের নায়িকাদের মধ্যে যারা অসতী তারাই যেন সতী, আর সতীরাই যেন মন্দ।’ কথাটা শুনে খারাপ লাগত রশীদ করীমের। কিন্তু কথাটা তো বলেছেন আইয়ুব, রশীদ করীম তা অস্বীকার করেন কী করে?
‘একটি মেয়ের আত্মকাহিনী’ পড়েছিলেন বুদ্ধদেব বসুও। তাঁর সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছিলেন। সেই সূত্রে রশীদ করীম গেলেন বুদ্ধদেব বসুর কাছে। বুদ্ধদেব বসুর দৃষ্টি আকর্ষণ করার জন্য রশীদ করীম কী বলবেন না বলবেন, তা নিয়ে ভাবতে লাগলেন। শরৎ সাহিত্যের প্রসঙ্গ উঠলে রশীদ করীম বলে ফেললেন, ‘শরৎচন্দ্রের সব অসতীকেই সৎ মনে হয়।’
বুদ্ধদেব বসু একটু হেসে উত্তর দিলেন, ‘তোমাদের বয়সে সতীত্বের ওপর রাগ থাকাটা স্বাভাবিক।’
সূত্র: রশীদ করীম, স্মরণগ্রন্থ আইয়ুব, পৃষ্ঠা ৭৮-৭৯
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
৬ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
১ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৩ দিন আগে