অনলাইন ডেস্ক
নারীদের ফুটবল বিশ্বকাপে অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। গত রোববার তাঁরা সুইডেনের কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে। কিন্তু নিজ দেশের এমন পরাজয়কে রীতিমতো উদ্যাপন করলেন রক্ষণশীল কিছু মার্কিন গণমাধ্যম তারকা এবং ব্যক্তিত্ব। এসব ব্যক্তির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এ বিষয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুইডেন ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও কেউ কাউকে গোল দিতে পারেনি। এ অবস্থায় খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
এমন হারকে তীব্রভাবে কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে টাইব্রেকারে দলের অধিনায়ক মেগান র্যাপিনোর গোল মিস করা তাঁকে দারুণ আনন্দ দিয়েছে।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, ‘সুইডেনের কাছে মার্কিন দলের পরাজয়—কুটিল জো বাইডেনের অধীনে আমাদের এক সময়ের মহান জাতির সঙ্গে যা ঘটছে সম্পূর্ণ তার প্রতীক।’
তিনি আরও লিখেছেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আমেরিকার সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করেছে। পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের আচরণ কখনোই হয়নি, এমনকি এর ধারে-কাছেও যায়নি।’
মেগান র্যাপিনোর গোল মিসের প্রসঙ্গ টেনে টিপ্পনীর সুরে তিনি লিখেছেন, ‘ভালো শট ছিল মেগান। নরকে যাচ্ছে আমেরিকা!!!’
র্যাপিনোকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই লক্ষ্যবস্তু করেননি। জনপ্রিয় মার্কিন সংবাদ উপস্থাপিকা ম্যাগি ক্যালিও তাঁর পডকাস্টে র্যাপিনোকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘দীর্ঘ সময়ের দলনেতা এবং অধিকারকর্মী মেগান র্যাপিনো গুরুত্বপূর্ণ পেনাল্টি কিক মিস করে একা একাই হাসছিলেন। খেলার শুরু থেকেই বিরক্তিকর পারফর্ম করেছে দল।’
ম্যাগি আরও বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের জার্সি পরেছিল। কিন্তু তারা আমাদের প্রত্যাশাকে সম্মান করতে অস্বীকার করেছে। আর সেই জন্যই তারা হেরেছে বলে আমি রোমাঞ্চিত।’
নাম উল্লেখ না করলেও র্যাপিনোকে উদ্দেশ করে ম্যাগি বলেন, ‘আমি আনন্দিত যে, আপনি থেমে গেছেন। আপনি আমেরিকা সমর্থন করেন না, আমি আপনাকে সমর্থন করি না।’
একই রকম কায়দায় মার্কিন দল ও মেগান র্যাপিনোর সমালোচনা করেছেন ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামও।
মেগান র্যাপিনোকে এভাবে ট্রাম্পসহ রক্ষণশীলদের আক্রমণের কিছু কারণও রয়েছে। ২০০৬ সাল থেকেই মার্কিন নারী ফুটবল দলের নেতৃত্ব দিয়ে আসছেন র্যাপিনো। এই সময়ের মধ্যে দুটি অলিম্পিক পদকসহ দুটি বিশ্বকাপও জয় করেছে মার্কিন দল।
মাঠের বাইরে সমকামিতা এবং নারীর সমানাধিকার নিয়ে বেশ সক্রিয় র্যাপিনো। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে তিনি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলেরও কড়া সমালোচক। মার্কিন দল গত বিশ্বকাপ যখন জয় করে তখন ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। দলনেতা হিসেবে সাংবাদিকেরা র্যাপিনোর কাছে বিজয়ের খবর নিয়ে হোয়াইট হাউসে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু ট্রাম্প বসবাস করছেন এমন একটি হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন র্যাপিনো।
নারীদের ফুটবল বিশ্বকাপে অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। গত রোববার তাঁরা সুইডেনের কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে। কিন্তু নিজ দেশের এমন পরাজয়কে রীতিমতো উদ্যাপন করলেন রক্ষণশীল কিছু মার্কিন গণমাধ্যম তারকা এবং ব্যক্তিত্ব। এসব ব্যক্তির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এ বিষয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুইডেন ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও কেউ কাউকে গোল দিতে পারেনি। এ অবস্থায় খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
এমন হারকে তীব্রভাবে কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে টাইব্রেকারে দলের অধিনায়ক মেগান র্যাপিনোর গোল মিস করা তাঁকে দারুণ আনন্দ দিয়েছে।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, ‘সুইডেনের কাছে মার্কিন দলের পরাজয়—কুটিল জো বাইডেনের অধীনে আমাদের এক সময়ের মহান জাতির সঙ্গে যা ঘটছে সম্পূর্ণ তার প্রতীক।’
তিনি আরও লিখেছেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আমেরিকার সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করেছে। পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের আচরণ কখনোই হয়নি, এমনকি এর ধারে-কাছেও যায়নি।’
মেগান র্যাপিনোর গোল মিসের প্রসঙ্গ টেনে টিপ্পনীর সুরে তিনি লিখেছেন, ‘ভালো শট ছিল মেগান। নরকে যাচ্ছে আমেরিকা!!!’
র্যাপিনোকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই লক্ষ্যবস্তু করেননি। জনপ্রিয় মার্কিন সংবাদ উপস্থাপিকা ম্যাগি ক্যালিও তাঁর পডকাস্টে র্যাপিনোকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘দীর্ঘ সময়ের দলনেতা এবং অধিকারকর্মী মেগান র্যাপিনো গুরুত্বপূর্ণ পেনাল্টি কিক মিস করে একা একাই হাসছিলেন। খেলার শুরু থেকেই বিরক্তিকর পারফর্ম করেছে দল।’
ম্যাগি আরও বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের জার্সি পরেছিল। কিন্তু তারা আমাদের প্রত্যাশাকে সম্মান করতে অস্বীকার করেছে। আর সেই জন্যই তারা হেরেছে বলে আমি রোমাঞ্চিত।’
নাম উল্লেখ না করলেও র্যাপিনোকে উদ্দেশ করে ম্যাগি বলেন, ‘আমি আনন্দিত যে, আপনি থেমে গেছেন। আপনি আমেরিকা সমর্থন করেন না, আমি আপনাকে সমর্থন করি না।’
একই রকম কায়দায় মার্কিন দল ও মেগান র্যাপিনোর সমালোচনা করেছেন ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামও।
মেগান র্যাপিনোকে এভাবে ট্রাম্পসহ রক্ষণশীলদের আক্রমণের কিছু কারণও রয়েছে। ২০০৬ সাল থেকেই মার্কিন নারী ফুটবল দলের নেতৃত্ব দিয়ে আসছেন র্যাপিনো। এই সময়ের মধ্যে দুটি অলিম্পিক পদকসহ দুটি বিশ্বকাপও জয় করেছে মার্কিন দল।
মাঠের বাইরে সমকামিতা এবং নারীর সমানাধিকার নিয়ে বেশ সক্রিয় র্যাপিনো। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে তিনি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলেরও কড়া সমালোচক। মার্কিন দল গত বিশ্বকাপ যখন জয় করে তখন ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। দলনেতা হিসেবে সাংবাদিকেরা র্যাপিনোর কাছে বিজয়ের খবর নিয়ে হোয়াইট হাউসে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু ট্রাম্প বসবাস করছেন এমন একটি হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন র্যাপিনো।
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
৪ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগে