Ajker Patrika

নারী ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ে খুশি কেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২২: ৪৭
নারী ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ে খুশি কেন ট্রাম্প

নারীদের ফুটবল বিশ্বকাপে অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা। গত রোববার তাঁরা সুইডেনের কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে। কিন্তু নিজ দেশের এমন পরাজয়কে রীতিমতো উদ্‌যাপন করলেন রক্ষণশীল কিছু মার্কিন গণমাধ্যম তারকা এবং ব্যক্তিত্ব। এসব ব্যক্তির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এ বিষয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুইডেন ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও কেউ কাউকে গোল দিতে পারেনি। এ অবস্থায় খেলা টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলের ব্যবধানে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

এমন হারকে তীব্রভাবে কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে টাইব্রেকারে দলের অধিনায়ক মেগান র‍্যাপিনোর গোল মিস করা তাঁকে দারুণ আনন্দ দিয়েছে।

নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, ‘সুইডেনের কাছে মার্কিন দলের পরাজয়—কুটিল জো বাইডেনের অধীনে আমাদের এক সময়ের মহান জাতির সঙ্গে যা ঘটছে সম্পূর্ণ তার প্রতীক।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আমেরিকার সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করেছে। পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের আচরণ কখনোই হয়নি, এমনকি এর ধারে-কাছেও যায়নি।’ 

মেগান র‍্যাপিনোর গোল মিসের প্রসঙ্গ টেনে টিপ্পনীর সুরে তিনি লিখেছেন, ‘ভালো শট ছিল মেগান। নরকে যাচ্ছে আমেরিকা!!!’ 

র‍্যাপিনোকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই লক্ষ্যবস্তু করেননি। জনপ্রিয় মার্কিন সংবাদ উপস্থাপিকা ম্যাগি ক্যালিও তাঁর পডকাস্টে র‍্যাপিনোকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘দীর্ঘ সময়ের দলনেতা এবং অধিকারকর্মী মেগান র‍্যাপিনো গুরুত্বপূর্ণ পেনাল্টি কিক মিস করে একা একাই হাসছিলেন। খেলার শুরু থেকেই বিরক্তিকর পারফর্ম করেছে দল।’ 

ম্যাগি আরও বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের জার্সি পরেছিল। কিন্তু তারা আমাদের প্রত্যাশাকে সম্মান করতে অস্বীকার করেছে। আর সেই জন্যই তারা হেরেছে বলে আমি রোমাঞ্চিত।’ 

নাম উল্লেখ না করলেও র‍্যাপিনোকে উদ্দেশ করে ম্যাগি বলেন, ‘আমি আনন্দিত যে, আপনি থেমে গেছেন। আপনি আমেরিকা সমর্থন করেন না, আমি আপনাকে সমর্থন করি না।’ 

একই রকম কায়দায় মার্কিন দল ও মেগান র‍্যাপিনোর সমালোচনা করেছেন ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামও। 

মেগান র‍্যাপিনোকে এভাবে ট্রাম্পসহ রক্ষণশীলদের আক্রমণের কিছু কারণও রয়েছে। ২০০৬ সাল থেকেই মার্কিন নারী ফুটবল দলের নেতৃত্ব দিয়ে আসছেন র‍্যাপিনো। এই সময়ের মধ্যে দুটি অলিম্পিক পদকসহ দুটি বিশ্বকাপও জয় করেছে মার্কিন দল। 

মাঠের বাইরে সমকামিতা এবং নারীর সমানাধিকার নিয়ে বেশ সক্রিয় র‍্যাপিনো। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে তিনি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলেরও কড়া সমালোচক। মার্কিন দল গত বিশ্বকাপ যখন জয় করে তখন ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। দলনেতা হিসেবে সাংবাদিকেরা র‍্যাপিনোর কাছে বিজয়ের খবর নিয়ে হোয়াইট হাউসে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু ট্রাম্প বসবাস করছেন এমন একটি হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন র‍্যাপিনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত