আজকের পত্রিকা ডেস্ক
রুশ সেনাদের ওপর এবার দুর্দমনীয় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। বাড়ানো হয়েছে সেনা ও অস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, রুশদের দখলে চলে যাওয়া গ্রাম আর ছোট শহরগুলো এক এক করে পুনরুদ্ধার করছে ইউক্রেনের সেনারা। এ ব্যাপারে রাশিয়া তেমন কোনো প্রতিক্রিয়া না জানালেও ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ।
ইউক্রেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল সোমবার ফেসবুকে দাবি করেছেন, মাত্র ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ বাহিনীর কাছ থেকে ২০টি গ্রাম ও শহর পুনরুদ্ধার করা হয়েছে। এসব এলাকায় আগের মতো স্থিতিশীল কার্যক্রম চালুর প্রস্তুতি শুরু হয়েছে। কিয়েভের মতে, চলতি মাসে পূর্ব ইউক্রেনের ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
খারকিভে নিয়োগ করা মস্কোপন্থি প্রশাসন বলছে, এরই মধ্যে রাশিয়া ও রুশপন্থি সেনাদের চেয়ে আট গুণ ইউক্রেন সেনা যুদ্ধে নেমেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রসিয়া-২৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভাইটালি গারচেভ নামের এক কর্মকর্তা বলেন, খারকিভের উত্তরের দিকের কিছু এলাকা এরই মধ্যে নিজেদের দখলে নিয়ে নিয়েছে ইউক্রেন বাহিনী। সেখান থেকে রুশপন্থি ৫ হাজার মানুষকে রাশিয়ায় সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ‘সম্ভবত’ খারকিভ থেকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গত শনিবার পূর্ব ইউক্রেনের ইজিয়াম এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ হারায় রুশ সেনারা। এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
একের পর এক এলাকা ইউক্রেনের হাতে চলে যাওয়ার খবরের মধ্যেই গত রোববার খারকিভের বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন। ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রসহ দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে রুশ বাহিনী হামলা চালানোর পর এই সংকট দেখা দিয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
রুশ সেনাদের ওপর এবার দুর্দমনীয় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। বাড়ানো হয়েছে সেনা ও অস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, রুশদের দখলে চলে যাওয়া গ্রাম আর ছোট শহরগুলো এক এক করে পুনরুদ্ধার করছে ইউক্রেনের সেনারা। এ ব্যাপারে রাশিয়া তেমন কোনো প্রতিক্রিয়া না জানালেও ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ।
ইউক্রেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল সোমবার ফেসবুকে দাবি করেছেন, মাত্র ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ বাহিনীর কাছ থেকে ২০টি গ্রাম ও শহর পুনরুদ্ধার করা হয়েছে। এসব এলাকায় আগের মতো স্থিতিশীল কার্যক্রম চালুর প্রস্তুতি শুরু হয়েছে। কিয়েভের মতে, চলতি মাসে পূর্ব ইউক্রেনের ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
খারকিভে নিয়োগ করা মস্কোপন্থি প্রশাসন বলছে, এরই মধ্যে রাশিয়া ও রুশপন্থি সেনাদের চেয়ে আট গুণ ইউক্রেন সেনা যুদ্ধে নেমেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রসিয়া-২৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভাইটালি গারচেভ নামের এক কর্মকর্তা বলেন, খারকিভের উত্তরের দিকের কিছু এলাকা এরই মধ্যে নিজেদের দখলে নিয়ে নিয়েছে ইউক্রেন বাহিনী। সেখান থেকে রুশপন্থি ৫ হাজার মানুষকে রাশিয়ায় সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ‘সম্ভবত’ খারকিভ থেকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গত শনিবার পূর্ব ইউক্রেনের ইজিয়াম এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ হারায় রুশ সেনারা। এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।
একের পর এক এলাকা ইউক্রেনের হাতে চলে যাওয়ার খবরের মধ্যেই গত রোববার খারকিভের বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন। ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রসহ দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে রুশ বাহিনী হামলা চালানোর পর এই সংকট দেখা দিয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
৩ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগে