আব্দুর রহমান
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট জি-২০। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশ্বের ১৯টি শীর্ষ ধনী দেশের এই জোটের শীর্ষ সম্মেলন চলছে ইন্দোনেশিয়ার বালিতে। এতে ভূরাজনীতি বাদ দিয়ে কেবল অর্থনীতি নিয়ে আলোচনা সীমিত রাখার পরিকল্পনা আছে। তবে এই খণ্ডিত আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক সংকট সমাধানে কোনো দিকনির্দেশনা আসা সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
বৈশ্বিক অর্থনীতি যে খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেবিষয়ে কোনো সন্দেহ নেই। ২০২১ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৭ শতাংশ, সেখানে ২০২২ সালে এসে তা প্রায় দ্বিগুণ হয়ে ৮ দশমিক ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্লেষকেরা বলছেন, মূলত করোনাভাইরাস মহামারির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতির বেড়েছে। এছাড়াও তাইওয়ানকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্রের টানাপড়েন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের টানাপড়েন বিশ্ব অর্থনীতিকে নিম্নগামী করেছে।
‘একসঙ্গে ফিরে আসা, শক্তিশালীভাবে ফিরে আসা’— এই স্লোগান নিয়ে জি-২০ সম্মেলন চললেও রাজনীতির আলোচনা ছাড়া এই ঐক্য বিশ্ব অর্থনীতি জোরদারে কাজ করবে কিনা তাই নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। রাশিয়াকে সম্মেলন থেকে বাদ দেওয়ার পশ্চিমা বিশ্বের আহ্বানের মধ্য দিয়ে এই সন্দেহ আরও জোরদার হয়। আয়োজক ইন্দোনেশিয়া অবশ্য সে আহ্বানে সাড়া দেয়নি।
ভূরাজনীতির ইস্যুগুলোকে বাদ দিতে চাইলেও সম্মেলনে যে তার প্রভাব পড়বে সে বিষয়ে সতর্ক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ভূরাজনীতি এই সম্মেলনের ওপর কালো ছায়া বিস্তার করতে পারে। এই সম্মেলনকে তিনি কোনোভাবেই রাজনৈতিক ফোরামে পরিণত হতে দিতে চান না। একইসঙ্গে ভূরাজনৈতিক মেরুকরণের এই সময়ে ইন্দোনেশিয়ার নিরপেক্ষ অবস্থানকে হারাতে চান না।’
এই সম্মেলনে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্য নিরাপত্তা অন্যতম বড় ইস্যু। বিষয়টি পরিষ্কার হয় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ানতোর বক্তব্য থেকে। উইদাদোর বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেছেন, ‘আমার মতে, জি-২০ সম্মেলনের আলোচনার ইস্যু হওয়া উচিত খাদ্য নিরাপত্তা।’ প্রেসিডেন্ট জোকো উইদাদো সম্মেলনে ভূরাজনৈতিক সংকটের ঊর্ধ্বে উঠে এই ইস্যুতে আলোচনার পথ খুঁজছেন বলেও তিনি জানান।
কিন্তু ইন্দোনেশিয়া চাইলেই কি এটি সম্ভব? বাস্তবতা হলো—বিশ্বের সবচেয়ে বড় দুই খাদ্যশস্য রপ্তানিকারক দেশই এই সময়ে যুদ্ধে জড়িয়ে। যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, খাদ্য সংকট তৈরি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা বারবার সতর্ক করে আসছে যে, বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ এরই মধ্যে খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে। তাই কোনোভাবেই এই সংকট এড়িয়ে অর্থনৈতিক সংকট তো দূরের কথা, খাদ্য সংকটও দূর করা যাবে না।
কিন্তু পশ্চিমা দেশগুলো এই বিষয়ে কোনো ধরনের সমঝোতার পক্ষে নয়। ন্যাটোর সাবেক কমান্ডার জেনারেল ওয়েসলি ক্লার্ক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমাদের বলা উচিত যে, ‘রাশিয়া এখনই বেরিয়ে যাও’।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা জি-৭ জোটভুক্ত কোনো দেশের নেতাই এমন একটি যৌথ বিবৃতি দিতে সম্মত হবেন না, যেখানে রাশিয়ার নিন্দা বা দোষারোপ না করে সংকটের সমাধান চাওয়া হবে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তিও খুব দ্রুত দেখা যাবে বলে মনে হয় না।
খাদ্য সংকট এবং অর্থনৈতিক সংকটের সমাধান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ওপরই অনেকটা নির্ভরশীল। এই বিষয়ে ফরাসি বিনিয়োগ ব্যাংক নতিক্সিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ত্রিন নগুয়েন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘জি-২০ সম্মেলনের চ্যালেঞ্জ হলো—ভূরাজনৈতিক ইস্যুতে বিভক্ত হয়ে থাকা দেশগুলোর নেতাদের একত্র করে বৈশ্বিক সংকটগুলোর দীর্ঘ ও স্বল্পমেয়াদি সমাধান খুঁজে বের করা।’
তবে খাদ্য নিরাপত্তার চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি।
জি-২০ দেশগুলোর সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—জ্বালানি খাত। কপ-২৭ সম্মেলনে কার্বন হ্রাসের ও জীবাশ্ম জ্বালানি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব জ্বালানি বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম না হওয়ায় এবং আফ্রিকার দেশগুলো জ্বালানি খাতের বিকাশ চাওয়ায় জীবাশ্ম জ্বালানির ওপরই ভরসা করতে হবে। আর তাই এই খাতের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ ইস্যু।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতিবিদ শাহার হামেরি আল-জাজিরাকে বলেন, এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি। কারণ, ইউক্রেন যুদ্ধ বিশ্বের জ্বালানি উৎপাদক দেশগুলোকে নানাভাবে প্রভাবিত করেছে, ফলে দামও বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক উৎপাদনের ওপর প্রভাব ফেলেছে। তাই সব দেশকেই এই খাতের নিরাপত্তার জন্য অবশ্যই ঐকমত্যে পৌঁছানো দরকার।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বালি সম্মেলনই সবচেয়ে বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে যত দেরি হবে, সংকট তত বাড়বে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের প্রভাষক রাদিতিও ধর্মপুত্র বলেন, ‘ইন্দোনেশিয়া এই মুহূর্তে কেবল আস্থা তৈরি করতে চায়। কিন্তু যুদ্ধের কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’
এতো প্রতিবন্ধকতার মধ্যেও রাজনৈতিক বিশ্লেষকেরা চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বিরোধ থাকার পরও বিশ্বের সাধারণ সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জি-২০ সম্মেলনকেই আশাবাদের জায়গা দেখছেন।
এ বিষয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনৈতিক গবেষক ড্যান্ডি রাফিট্র্যান্ডি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে এই ফোরামের (জি-২০) সাফল্য রয়েছে, যার মধ্যে বিশ্বের দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধ বন্ধ করার উদ্যোগ এবং মহামারি চলাকালে জরুরি তারল্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে অর্থায়ন করা। আর এই জায়গাগুলোই আশা দেখাচ্ছে। তবে আশার বাস্তব রূপ পেতে হলে অবশ্যই জোটকে ভূরাজনৈতিক সংকটের সমাধানই আগে করতে হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি, সিএনএন ও এশিয়া টাইমস
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট জি-২০। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশ্বের ১৯টি শীর্ষ ধনী দেশের এই জোটের শীর্ষ সম্মেলন চলছে ইন্দোনেশিয়ার বালিতে। এতে ভূরাজনীতি বাদ দিয়ে কেবল অর্থনীতি নিয়ে আলোচনা সীমিত রাখার পরিকল্পনা আছে। তবে এই খণ্ডিত আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক সংকট সমাধানে কোনো দিকনির্দেশনা আসা সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
বৈশ্বিক অর্থনীতি যে খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেবিষয়ে কোনো সন্দেহ নেই। ২০২১ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৭ শতাংশ, সেখানে ২০২২ সালে এসে তা প্রায় দ্বিগুণ হয়ে ৮ দশমিক ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্লেষকেরা বলছেন, মূলত করোনাভাইরাস মহামারির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতির বেড়েছে। এছাড়াও তাইওয়ানকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্রের টানাপড়েন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের টানাপড়েন বিশ্ব অর্থনীতিকে নিম্নগামী করেছে।
‘একসঙ্গে ফিরে আসা, শক্তিশালীভাবে ফিরে আসা’— এই স্লোগান নিয়ে জি-২০ সম্মেলন চললেও রাজনীতির আলোচনা ছাড়া এই ঐক্য বিশ্ব অর্থনীতি জোরদারে কাজ করবে কিনা তাই নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। রাশিয়াকে সম্মেলন থেকে বাদ দেওয়ার পশ্চিমা বিশ্বের আহ্বানের মধ্য দিয়ে এই সন্দেহ আরও জোরদার হয়। আয়োজক ইন্দোনেশিয়া অবশ্য সে আহ্বানে সাড়া দেয়নি।
ভূরাজনীতির ইস্যুগুলোকে বাদ দিতে চাইলেও সম্মেলনে যে তার প্রভাব পড়বে সে বিষয়ে সতর্ক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ভূরাজনীতি এই সম্মেলনের ওপর কালো ছায়া বিস্তার করতে পারে। এই সম্মেলনকে তিনি কোনোভাবেই রাজনৈতিক ফোরামে পরিণত হতে দিতে চান না। একইসঙ্গে ভূরাজনৈতিক মেরুকরণের এই সময়ে ইন্দোনেশিয়ার নিরপেক্ষ অবস্থানকে হারাতে চান না।’
এই সম্মেলনে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্য নিরাপত্তা অন্যতম বড় ইস্যু। বিষয়টি পরিষ্কার হয় ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ানতোর বক্তব্য থেকে। উইদাদোর বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেছেন, ‘আমার মতে, জি-২০ সম্মেলনের আলোচনার ইস্যু হওয়া উচিত খাদ্য নিরাপত্তা।’ প্রেসিডেন্ট জোকো উইদাদো সম্মেলনে ভূরাজনৈতিক সংকটের ঊর্ধ্বে উঠে এই ইস্যুতে আলোচনার পথ খুঁজছেন বলেও তিনি জানান।
কিন্তু ইন্দোনেশিয়া চাইলেই কি এটি সম্ভব? বাস্তবতা হলো—বিশ্বের সবচেয়ে বড় দুই খাদ্যশস্য রপ্তানিকারক দেশই এই সময়ে যুদ্ধে জড়িয়ে। যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, খাদ্য সংকট তৈরি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা বারবার সতর্ক করে আসছে যে, বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ এরই মধ্যে খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে। তাই কোনোভাবেই এই সংকট এড়িয়ে অর্থনৈতিক সংকট তো দূরের কথা, খাদ্য সংকটও দূর করা যাবে না।
কিন্তু পশ্চিমা দেশগুলো এই বিষয়ে কোনো ধরনের সমঝোতার পক্ষে নয়। ন্যাটোর সাবেক কমান্ডার জেনারেল ওয়েসলি ক্লার্ক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমাদের বলা উচিত যে, ‘রাশিয়া এখনই বেরিয়ে যাও’।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা জি-৭ জোটভুক্ত কোনো দেশের নেতাই এমন একটি যৌথ বিবৃতি দিতে সম্মত হবেন না, যেখানে রাশিয়ার নিন্দা বা দোষারোপ না করে সংকটের সমাধান চাওয়া হবে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তিও খুব দ্রুত দেখা যাবে বলে মনে হয় না।
খাদ্য সংকট এবং অর্থনৈতিক সংকটের সমাধান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ওপরই অনেকটা নির্ভরশীল। এই বিষয়ে ফরাসি বিনিয়োগ ব্যাংক নতিক্সিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ত্রিন নগুয়েন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ‘জি-২০ সম্মেলনের চ্যালেঞ্জ হলো—ভূরাজনৈতিক ইস্যুতে বিভক্ত হয়ে থাকা দেশগুলোর নেতাদের একত্র করে বৈশ্বিক সংকটগুলোর দীর্ঘ ও স্বল্পমেয়াদি সমাধান খুঁজে বের করা।’
তবে খাদ্য নিরাপত্তার চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি।
জি-২০ দেশগুলোর সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—জ্বালানি খাত। কপ-২৭ সম্মেলনে কার্বন হ্রাসের ও জীবাশ্ম জ্বালানি কমানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব জ্বালানি বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম না হওয়ায় এবং আফ্রিকার দেশগুলো জ্বালানি খাতের বিকাশ চাওয়ায় জীবাশ্ম জ্বালানির ওপরই ভরসা করতে হবে। আর তাই এই খাতের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ ইস্যু।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতিবিদ শাহার হামেরি আল-জাজিরাকে বলেন, এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি। কারণ, ইউক্রেন যুদ্ধ বিশ্বের জ্বালানি উৎপাদক দেশগুলোকে নানাভাবে প্রভাবিত করেছে, ফলে দামও বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক উৎপাদনের ওপর প্রভাব ফেলেছে। তাই সব দেশকেই এই খাতের নিরাপত্তার জন্য অবশ্যই ঐকমত্যে পৌঁছানো দরকার।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বালি সম্মেলনই সবচেয়ে বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে যত দেরি হবে, সংকট তত বাড়বে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়ার এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের প্রভাষক রাদিতিও ধর্মপুত্র বলেন, ‘ইন্দোনেশিয়া এই মুহূর্তে কেবল আস্থা তৈরি করতে চায়। কিন্তু যুদ্ধের কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’
এতো প্রতিবন্ধকতার মধ্যেও রাজনৈতিক বিশ্লেষকেরা চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বিরোধ থাকার পরও বিশ্বের সাধারণ সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জি-২০ সম্মেলনকেই আশাবাদের জায়গা দেখছেন।
এ বিষয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনৈতিক গবেষক ড্যান্ডি রাফিট্র্যান্ডি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে এই ফোরামের (জি-২০) সাফল্য রয়েছে, যার মধ্যে বিশ্বের দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধ বন্ধ করার উদ্যোগ এবং মহামারি চলাকালে জরুরি তারল্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে অর্থায়ন করা। আর এই জায়গাগুলোই আশা দেখাচ্ছে। তবে আশার বাস্তব রূপ পেতে হলে অবশ্যই জোটকে ভূরাজনৈতিক সংকটের সমাধানই আগে করতে হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি, সিএনএন ও এশিয়া টাইমস
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
৪ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগে