নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ই ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসবের মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন
৫ দিন আগেদুই দশক আগে থেকেই পেশাদার লেখা ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু সংসারের চাপে তা সম্ভব হয়নি। এখন আর সেই পিছুটান নেই। নিজের নতুন লেখা না ছাপানোর সিদ্ধান্ত নিয়ে এক পুস্তিকায় জানিয়েছিলেন, ‘তুমি পারোনি—এই সত্য মেনে নিতে হবে।’ জয় গোস্বামী বলেন, ‘আমি লিখব কি লিখব না, তাতে কারও কিছু যায়-আসে না। এটা আমাকে একধরনের...
৭ দিন আগেফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।
৮ দিন আগে