নিজস্ব প্রতিবেদক, সিলেট
আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা যখন শিডিউল ঘোষণা করি, তার আগে যে কয়টা দল নিবন্ধন থাকে, তাদের মধ্যে সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা আমাদের কাজ। সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সময় এলে দেখা যাবে। সে জন্য কাজ করছে সিইসি।’
সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন।
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।’
আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। প্রবাসীদের ভোটার করতে কাজ চলছে।
আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা যখন শিডিউল ঘোষণা করি, তার আগে যে কয়টা দল নিবন্ধন থাকে, তাদের মধ্যে সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা আমাদের কাজ। সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সময় এলে দেখা যাবে। সে জন্য কাজ করছে সিইসি।’
সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন।
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।’
আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। প্রবাসীদের ভোটার করতে কাজ চলছে।
যুবককে ব্যাপক নির্যাতনের পাশাপাশি তাঁর ধর্মবোনকে গণধর্ষণের পর মুক্তিপণের টাকা পেয়ে দুই দিন পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। গণধর্ষণের শিকার নারীর (২৮) বাড়ি বরিশালে। তিনি শ্রীপুর পৌরসভার একটি গার্মেন্টে শ্রমিকের কাজ করেন। নির্যাতনের শিকার যুবকের (২৭) বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি শ্রীপুরের মাধখলা গ্রামের এক
৩ মিনিট আগেসরকারি বিধি না মেনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের মেসার্স নিউ বিআরবি ব্রিকসে কাঠ পোড়ানোর জন্য চিমনির পাশেই করাতকল বসানো হয়েছে। অভিযোগ উঠেছে, করাতকলে প্রস্তুত করে প্রতিদিন সাত শতাধিক মণ কাঠ ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছে কর্তৃপক্ষ। করাতকল বন্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।
২৪ মিনিট আগেচুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক সেনাসদস্যকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
২৮ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতাকে থানা হাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা করেন।
৩৩ মিনিট আগে