নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কানাডার কাছে অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অনুরোধ বিবেচনার নিশ্চয়তা দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে ঢাকার পক্ষ থেকে এ চাহিদা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ পূরণ করতে এখনই এ টিকা প্রয়োজন বলে হাইকমিশনারকে জানানো হয়। বৈঠকে ভারতের সেরামের সঙ্গে চুক্তি ও টিকা দিতে না পারার বিষয়গুলো কানাডার হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়। দ্বিতীয় ডোজ দেওয়ার স্বার্থে বাংলাদেশের এখনই ১৬ লাখ ডোজ দরকার বলে জানানো হয়। যা এখন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ক্রয়মন্ত্রী আনিতা আনন্দের বিবৃতি উল্লেখ করে দেশটিতে থাকা অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দিতে কানাডার সরকারকে জানাতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে জরুরি ভিত্তিতে দুই লাখ টিকা দিতে বলেন তিনি।
বৈঠকে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্সের মাধ্যমে টিকা না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠাতে পারে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনারকে। এছাড়া কানাডা চাইলে রোহিঙ্গাদের আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে পারে বলে প্রস্তাব দেন ড. এ কে আবদুল মোমেন। এ সময়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে বাংলাদেশের প্রচেষ্টাগুলো কানাডার হাইকমিশনারকে জানান তিনি। বাংলাদেশের এ অনুরোধ তাঁর সরকারকে জানানোর নিশ্চয়তা দিয়েছেন কানাডার হাইকমিশনার। কানাডায় বাংলাদেশ হাইকমিশনও বিষয়টিতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।
রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে কানাডার ক্রমাগত রাজনৈতিক ও মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডার বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার বাড়ানোর আশা প্রকাশ করেন মন্ত্রী। কানাডার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। এছাড়া আগামী তিন বছর একই মাত্রায় রোহিঙ্গা সংকটে আর্থিক সহযোগিতা করে যাবে কানাডা বলে জানান হাইকমিশনার।
ঢাকা: কানাডার কাছে অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অনুরোধ বিবেচনার নিশ্চয়তা দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে ঢাকার পক্ষ থেকে এ চাহিদা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ পূরণ করতে এখনই এ টিকা প্রয়োজন বলে হাইকমিশনারকে জানানো হয়। বৈঠকে ভারতের সেরামের সঙ্গে চুক্তি ও টিকা দিতে না পারার বিষয়গুলো কানাডার হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়। দ্বিতীয় ডোজ দেওয়ার স্বার্থে বাংলাদেশের এখনই ১৬ লাখ ডোজ দরকার বলে জানানো হয়। যা এখন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ক্রয়মন্ত্রী আনিতা আনন্দের বিবৃতি উল্লেখ করে দেশটিতে থাকা অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দিতে কানাডার সরকারকে জানাতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে জরুরি ভিত্তিতে দুই লাখ টিকা দিতে বলেন তিনি।
বৈঠকে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্সের মাধ্যমে টিকা না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠাতে পারে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনারকে। এছাড়া কানাডা চাইলে রোহিঙ্গাদের আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে পারে বলে প্রস্তাব দেন ড. এ কে আবদুল মোমেন। এ সময়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে বাংলাদেশের প্রচেষ্টাগুলো কানাডার হাইকমিশনারকে জানান তিনি। বাংলাদেশের এ অনুরোধ তাঁর সরকারকে জানানোর নিশ্চয়তা দিয়েছেন কানাডার হাইকমিশনার। কানাডায় বাংলাদেশ হাইকমিশনও বিষয়টিতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।
রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে কানাডার ক্রমাগত রাজনৈতিক ও মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডার বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার বাড়ানোর আশা প্রকাশ করেন মন্ত্রী। কানাডার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। এছাড়া আগামী তিন বছর একই মাত্রায় রোহিঙ্গা সংকটে আর্থিক সহযোগিতা করে যাবে কানাডা বলে জানান হাইকমিশনার।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে