পূর্বাচলে চেকপোস্টে দাঁড় করানো মোটরসাইকেলে কারের ধাক্কা, বুয়েট শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮: ২২
Thumbnail image
বেপরোয়া গতিতে চলা প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মুনতাসির মাসুদ (২২) নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু অমিত সাহা (২২) এবং মেহেদী হাসান (২২) গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসিরের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত দুজন একই বিভাগের এবং একই ব্যাচের শিক্ষার্থী।

নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ জানান, রাতে তারা তিনজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

নিহত বুয়েট শিক্ষার্থী মাসুদ। ছবি: সংগৃহীত
নিহত বুয়েট শিক্ষার্থী মাসুদ। ছবি: সংগৃহীত

আহতদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অমিত সাহা এবং মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হন। তাদের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যান এবং বাকি দুজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থাকার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কের যাওয়ার পথে রূপগঞ্জের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন বুয়েটের ছাত্র নিহত ও দুজন ছাত্র আহত হয়েছেন।’

বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত ছাত্র মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।’

এর আগে বুধবার বিকেলে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূইয়াবাড়ি ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রউফ (৩২) এবং শিপন (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এদিকে বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার প্রতিবাদে দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন। শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী এসে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সেখান থেকে তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। তা ছাড়া পুলিশের তদন্তে যেন কোনো প্রভাব বিস্তার না করা হয় সেটার নিশ্চয়তা চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত