Ajker Patrika

যমুনার বুকে ফসলের মাঠ

আব্দুর রাজ্জাক 
বর্ষায় যে যমুনার কূলকিনারা দেখা যায় না, সেখানে এখন পানি এসে ঠেকেছে অল্প একটু জায়গায়। পাশে হচ্ছে ধান চাষ।
বর্ষায় যে যমুনার কূলকিনারা দেখা যায় না, সেখানে এখন পানি এসে ঠেকেছে অল্প একটু জায়গায়। পাশে হচ্ছে ধান চাষ।

বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে অন্যতম যমুনা। বর্ষাকালে থইথই করা এ নদী পৌষ মাস থেকে শুকিয়ে যেতে শুরু করে। এখন নদীতে পড়েছে অসংখ্য চর। মাইলের পর মাইল ধু ধু বালুচরে চাষাবাদ করছেন চাষিরা। ফলানো হচ্ছে ভুট্টা, বাদাম, ধান, গম, মিষ্টি আলু, ডাল, কুমড়াসহ অন্যান্য ফসল। গড়ে উঠেছে গরু-মহিষের খামার। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়। ছবি: আব্দুর রাজ্জাক

যমুনার চর পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
যমুনার চর পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বর্ষায় চলাচলের বাহন নৌকা ডুবিয়ে রাখা হয়েছে পানির নিচে।
বর্ষায় চলাচলের বাহন নৌকা ডুবিয়ে রাখা হয়েছে পানির নিচে।

নদীর পানিতে গোসল করছেন এলাকার লোকজন।
নদীর পানিতে গোসল করছেন এলাকার লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত