অনলাইন ডেস্ক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পরিস্থিতি, উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লুনা নূর।
বৈঠকে সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে আলোচনা হয়।
সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতারা অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।
এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পরিস্থিতি, উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লুনা নূর।
বৈঠকে সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে আলোচনা হয়।
সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতারা অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।
এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।
মাইজদীতে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত মাসুদ আলম (২২) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১ সেকেন্ড আগেস্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদ
৩৪ মিনিট আগেরাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য এর চালককে খুন করা হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেরমজান মাসে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে