নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশে। গতকাল শুক্রবার রাতে খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. ওয়াজেদ মিয়া (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মো. মহিউদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), মো. ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) শওকত আকবর ইমন (২৮) ও হারুন অর রশিদ (৩৬)।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুটি মাইক্রোবাসে করে তারা খুলশী ৩ নম্বর সড়কের একটি ভবনে যান। সেখানে গিয়ে নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে ভবনে ঢুকে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর অষ্টম তলায় গিয়াস উদ্দিন আনসারী নামের এক ব্যক্তির বাসায় ডাকাতি করতে যান। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ১২ জনকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
রইছ উদ্দিন আরও বলেন, ঘটনার সময় ফ্ল্যাটের লোকজন কেউ বাসায় ছিলেন না। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী এবং দোকানের কর্মচারীও আছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে ৫২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি), অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীও রয়েছেন।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ তা জানতে পারি। তখন আমরা সতর্ক হয়ে যাই। এর মধ্যে তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাদের ঘেরাও করে ফেলি। এর মধ্যেই পুলিশ চলে আসে।’
চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশে। গতকাল শুক্রবার রাতে খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. ওয়াজেদ মিয়া (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মো. মহিউদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), মো. ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) শওকত আকবর ইমন (২৮) ও হারুন অর রশিদ (৩৬)।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুটি মাইক্রোবাসে করে তারা খুলশী ৩ নম্বর সড়কের একটি ভবনে যান। সেখানে গিয়ে নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে ভবনে ঢুকে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর অষ্টম তলায় গিয়াস উদ্দিন আনসারী নামের এক ব্যক্তির বাসায় ডাকাতি করতে যান। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ১২ জনকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
রইছ উদ্দিন আরও বলেন, ঘটনার সময় ফ্ল্যাটের লোকজন কেউ বাসায় ছিলেন না। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী এবং দোকানের কর্মচারীও আছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে ৫২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি), অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীও রয়েছেন।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ তা জানতে পারি। তখন আমরা সতর্ক হয়ে যাই। এর মধ্যে তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাদের ঘেরাও করে ফেলি। এর মধ্যেই পুলিশ চলে আসে।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
২ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
২ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর মূল গতিপথের
২ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
২ ঘণ্টা আগে